ETV Bharat / business

ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা কি বাড়ছে ? যা জানাল কেন্দ্র - OLD PENSION SCHEME - OLD PENSION SCHEME

NPS To OPS Switch: লোকসভায় কেন্দ্র সরকারী কর্মীদের ন্যাশনাল পেনশন সিস্টেম-এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার । কেন্দ্র 2003 সালে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেমের ঘোষণা করেছিল।

NPS To OPS Switch
ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা কি বাড়ানো হচ্ছে ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 9:34 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: কেন্দ্র সরকারী কর্মীদের ন্যাশনাল পেনশন সিস্টেম-এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয় নিয়ে জল্পনা চলছিল দেশজুড়ে ৷ এবার সে বিষয়ে স্পষ্ট উত্তর মিলল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ বুধবার লোকসভায় এই বিষয়ে সুস্পষ্ট তথ্য দিয়েছেন কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল, যোগ্য কর্মীদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারকে তারিখ বাড়ানোর জন্য বলেছিলেন। তিনি বলেন, "অনেক এনপিএস কর্মচারী এখনও এই সুবিধা থেকে বঞ্চিত এবং সময়সীমা বাড়ানোর চেষ্টা করছেন। বাকি যোগ্য কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য আমরা ভারত সরকারের কাছে তারিখ বাড়ানোর অনুরোধ করছি ৷"

এর জবাবে বুধবার, কেন্দ্র লোকসভায় জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) পরিবর্তে ওল্ড পেনশন স্কিম (ওপিএস) বেছে নেওয়ার সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই । উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার 2003 সালে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য NPS ঘোষণা করেছিল । লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, 1 জানুয়ারি, 2004 থেকে নিযুক্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) বাধ্যতামূলক।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "আদালতের সিদ্ধান্তের পরে, পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ 3 মার্চ, 2023-এ কিছু নিয়ম জারি করে । ওই নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের একবার সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন বিধি 1972 (যা এখন 2021) এ যোগদানের বিকল্প দেওয়া হয়েছিল । এই বিকল্প বিশেষত তাঁদের জন্য যাঁরা 22 ডিসেম্বর 2003-এ ন্যাশনাল পেনশন সিস্টেম-এর বিজ্ঞপ্তি জারির আগে যে কোনও পদে নিযুক্ত হয়েছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "ন্যাশনাল পেনশন সিস্টেম-এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার বিকল্পটি বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের 31 অগস্ট, 2023 পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও, বিকল্পগুলি পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়োগকারী কর্তৃপক্ষকে 30 নভেম্বর 2023 পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। জিতেন্দ্র সিং জানান, এখন 3 মার্চ, 2023-এ নিয়ম সম্পর্কিত আর কোনও তথ্য জারি করার প্রস্তাব নেই । পাশাপাশি, তিনি স্পষ্ট করে দেন যে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম-এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই ।

নয়াদিল্লি, 7 অগস্ট: কেন্দ্র সরকারী কর্মীদের ন্যাশনাল পেনশন সিস্টেম-এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয় নিয়ে জল্পনা চলছিল দেশজুড়ে ৷ এবার সে বিষয়ে স্পষ্ট উত্তর মিলল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ বুধবার লোকসভায় এই বিষয়ে সুস্পষ্ট তথ্য দিয়েছেন কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল, যোগ্য কর্মীদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারকে তারিখ বাড়ানোর জন্য বলেছিলেন। তিনি বলেন, "অনেক এনপিএস কর্মচারী এখনও এই সুবিধা থেকে বঞ্চিত এবং সময়সীমা বাড়ানোর চেষ্টা করছেন। বাকি যোগ্য কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য আমরা ভারত সরকারের কাছে তারিখ বাড়ানোর অনুরোধ করছি ৷"

এর জবাবে বুধবার, কেন্দ্র লোকসভায় জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) পরিবর্তে ওল্ড পেনশন স্কিম (ওপিএস) বেছে নেওয়ার সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই । উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার 2003 সালে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য NPS ঘোষণা করেছিল । লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, 1 জানুয়ারি, 2004 থেকে নিযুক্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) বাধ্যতামূলক।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "আদালতের সিদ্ধান্তের পরে, পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ 3 মার্চ, 2023-এ কিছু নিয়ম জারি করে । ওই নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের একবার সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন বিধি 1972 (যা এখন 2021) এ যোগদানের বিকল্প দেওয়া হয়েছিল । এই বিকল্প বিশেষত তাঁদের জন্য যাঁরা 22 ডিসেম্বর 2003-এ ন্যাশনাল পেনশন সিস্টেম-এর বিজ্ঞপ্তি জারির আগে যে কোনও পদে নিযুক্ত হয়েছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "ন্যাশনাল পেনশন সিস্টেম-এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার বিকল্পটি বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের 31 অগস্ট, 2023 পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও, বিকল্পগুলি পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়োগকারী কর্তৃপক্ষকে 30 নভেম্বর 2023 পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। জিতেন্দ্র সিং জানান, এখন 3 মার্চ, 2023-এ নিয়ম সম্পর্কিত আর কোনও তথ্য জারি করার প্রস্তাব নেই । পাশাপাশি, তিনি স্পষ্ট করে দেন যে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম-এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.