হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: গত মাসেই টলিউড ফিল্ম ইন্ডাষ্ট্রিতে যৌন নিগ্রহ বা যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ৷ বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছিলেন তিনি ৷ এরপরেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠান অভিনেত্রীকে ৷ মাননীয়ার সঙ্গে কী কথা হয়েছে, সোশাল মিডিয়ায় বুধবার জানালেন অভিনেত্রী ৷
এদিন তিনি পোস্টে লেখেন, "গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী হেমা কমিটির মতো টলিউডে একটি কমিটি গঠনের প্রস্তাবে সায় দিয়েছেন৷ এই কমিটি পাঁচজনকে নিয়ে গঠিত হবে ৷ যার মধ্যে থাকবেন প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে আইনজীবী, চিকিৎসক ৷ বিনোদন জগতে যে সকল মহিলারা যৌন হয়রানির শিকার হয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে ৷"
এরপর অভিনেত্রী ক্যাপশনে লেখেন, "আমি কোনও দলের হয়ে প্রতিনিধিত্ব করছি না ৷ টলিউডের একজন মহিলা কর্মী হিসাবে আমি গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম ৷ মুখ্যমন্ত্রী প্রতিটি সমস্যা মন দিয়ে শুনেছেন ৷ কীভাবে মহিলারা এই জগতে সমস্যায় পড়েন তা বিস্তারিত জেনেছেন ৷ তিনি এই নোংরা পরিষ্কারের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ৷ তদন্ত করতে সময় লাগবে জানি কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়ব ৷"
উল্লেখ্য, 26 অগস্ট পোস্টে মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশ্য ঋতাভরী লেখেন, "দিদি আমরাও আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই ধরনের তদন্তের আবেদন জানাচ্ছি ৷ আমরা আর কোনও ধর্ষণ বা যৌন হেনস্তার মতো ঘটনার শিকার হতে চাইছি না ৷ শো বিজনেসে থাকার মানে এই নয় যে, কোনও পুরুষ অধিকারকে দেওয়া বাজে নজরে আমাদের দেখা বা আমাদের টার্গেট করা বা যৌন তৃষ্ণা মেটানোর মাধ্যম হিসাবে দেখা ৷ এটা হতে পারে না ৷"
এরপর তিনি জানান, মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিটির রিপোর্ট। বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? এই তদন্ত হলে কত রিপোর্ট সামনে আসবে ৷ তাঁর মতো আরও অনেক অভিনেত্রী যাঁরা যৌন হেনস্তার শিকার হয়েছেন, তাঁরা মুখ খুলতে পারবেন বলে জানান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ৷