ETV Bharat / state

দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা, ইমেলে পালটা শর্ত চাপালেন নবান্নকে - RG Kar Doctor Rape And Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Junior doctors respond to CS letter: মুখ্যসচিবের চিঠির পরও নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা পালটা ইমেল পাঠিয়ে শর্ত চাপালেন নবান্নের উপর ৷ জানিয়ে দিলেন, তাঁদের দাবি মানা না-হলে তাঁরা বৈঠকে বসবেন না ৷

ETV BHARAT
দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 5:51 PM IST

Updated : Sep 11, 2024, 6:12 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: নিজেদের অবস্থান থেকে একচুলও সরলেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ বরং তাঁরা পালটা চাপ বাড়ালেন রাজ্য প্রশাসনের উপর ৷ নবান্নে ইমেল করে তাঁরা বৈঠকে বসার জন্য তাঁদের শর্তের কথা জানিয়ে দিয়েছেন ৷

বৈঠকে তাঁদের প্রতিনিধির সংখ্যা হবে 30, আলোচনা যা হবে সবটারই সরাসরি সম্প্রচার করতে হবে এবং আলোচনায় বসতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীকে ৷ এই শর্তগুলিতেই অনড় রয়েছেন তাঁরা এবং জানিছেন তাঁদের দেওয়া শর্তগুলি মানা হলে তবেই জুনিয়ার ডাক্তাররা নবান্নে আলোচনায় যোগ দেবেন ।

গতকালের পর আজ জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় বার আলোচনার প্রস্তাব দেওয়া হয় রাজ্য সরকারের তরফে ৷ মুখ্যসচিব মনোজ পন্থ আজ বিকেল 3টে 21 মিনিটে ইমেল করে জুনিয়র ডাক্তারদের আজ সন্ধে ছ'টায় নবান্নে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান । এরপরই এই নিয়ে বৈঠকে বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ ঘড়ির কাঁটায় যখন পাঁচটা তেইশ, অর্থাৎ মুখ্যসচিবের চিঠি পাঠানোর দু'ঘণ্টা পর তাঁর চিঠির জবাব দেন জুনিয়র ডাক্তাররা ।

তাঁরা ইমেলে কী লিখেছেন ?

তাঁদের আগের ইমেলে জানানো দাবিগুলিই দ্বিতীয় ইমেলে ফের তুলে ধরেছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা জানিয়ে দিয়েছেন,

1. বৈঠকের জন্য তাঁরা অন্তত 30 জনের প্রতিনিধি দল পাঠাবেন

2. সব পক্ষের স্বচ্ছতার জন্য তাঁরা বৈঠকটির সরাসরি সম্প্রচার চান

3. তাঁদের 5 দফা দাবি নিয়েই বৈঠকে আলোচনা চান

4. মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে তাঁরা তাঁদের দাবিগুলি তুলে ধরতে চান

তাঁরা তাঁদের এই ইমেলের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া আশা করছেন বলে ইমেলের শেষে লিখেছেন জুনিয়র ডাক্তাররা ৷

প্রসঙ্গত, আরজি কর আবহে সোমবার প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসচিবকে নবান্ন সভাঘরে বৈঠক করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে গতকাল স্বাস্থ্যভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় মুখ্যমন্ত্রী এই বৈঠকের পৌরহিত্য করবেন । আজ ফের বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর । বর্তমানে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির উদ্ভূত পরিস্থিতির কারণে এই বৈঠক পিছনো হল বলে জানানো হয় । ফলে আগামিকাল পূর্বনির্ধারিত যে বৈঠকটি ছিল, তা হচ্ছে না । বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে । তবে বৈঠকের আগে এই নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর: নিজেদের অবস্থান থেকে একচুলও সরলেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ বরং তাঁরা পালটা চাপ বাড়ালেন রাজ্য প্রশাসনের উপর ৷ নবান্নে ইমেল করে তাঁরা বৈঠকে বসার জন্য তাঁদের শর্তের কথা জানিয়ে দিয়েছেন ৷

বৈঠকে তাঁদের প্রতিনিধির সংখ্যা হবে 30, আলোচনা যা হবে সবটারই সরাসরি সম্প্রচার করতে হবে এবং আলোচনায় বসতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীকে ৷ এই শর্তগুলিতেই অনড় রয়েছেন তাঁরা এবং জানিছেন তাঁদের দেওয়া শর্তগুলি মানা হলে তবেই জুনিয়ার ডাক্তাররা নবান্নে আলোচনায় যোগ দেবেন ।

গতকালের পর আজ জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় বার আলোচনার প্রস্তাব দেওয়া হয় রাজ্য সরকারের তরফে ৷ মুখ্যসচিব মনোজ পন্থ আজ বিকেল 3টে 21 মিনিটে ইমেল করে জুনিয়র ডাক্তারদের আজ সন্ধে ছ'টায় নবান্নে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান । এরপরই এই নিয়ে বৈঠকে বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ ঘড়ির কাঁটায় যখন পাঁচটা তেইশ, অর্থাৎ মুখ্যসচিবের চিঠি পাঠানোর দু'ঘণ্টা পর তাঁর চিঠির জবাব দেন জুনিয়র ডাক্তাররা ।

তাঁরা ইমেলে কী লিখেছেন ?

তাঁদের আগের ইমেলে জানানো দাবিগুলিই দ্বিতীয় ইমেলে ফের তুলে ধরেছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা জানিয়ে দিয়েছেন,

1. বৈঠকের জন্য তাঁরা অন্তত 30 জনের প্রতিনিধি দল পাঠাবেন

2. সব পক্ষের স্বচ্ছতার জন্য তাঁরা বৈঠকটির সরাসরি সম্প্রচার চান

3. তাঁদের 5 দফা দাবি নিয়েই বৈঠকে আলোচনা চান

4. মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে তাঁরা তাঁদের দাবিগুলি তুলে ধরতে চান

তাঁরা তাঁদের এই ইমেলের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া আশা করছেন বলে ইমেলের শেষে লিখেছেন জুনিয়র ডাক্তাররা ৷

প্রসঙ্গত, আরজি কর আবহে সোমবার প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসচিবকে নবান্ন সভাঘরে বৈঠক করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে গতকাল স্বাস্থ্যভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় মুখ্যমন্ত্রী এই বৈঠকের পৌরহিত্য করবেন । আজ ফের বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর । বর্তমানে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির উদ্ভূত পরিস্থিতির কারণে এই বৈঠক পিছনো হল বলে জানানো হয় । ফলে আগামিকাল পূর্বনির্ধারিত যে বৈঠকটি ছিল, তা হচ্ছে না । বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে । তবে বৈঠকের আগে এই নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে ।

Last Updated : Sep 11, 2024, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.