পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'চলতে চলতে ইউহি কোই মিল গয়া থা...' আসছে কমল-মীনার অমরপ্রেম - Kamal Aur Meena Teaser - KAMAL AUR MEENA TEASER

Sanjay Dutt shared Kamal Aur Meena Teaser: সিনেপর্দায় তুলে ধরা হবে মীনা কুমারি ও পরিচালক কমল আমরোহীর প্রেমকাহিনী ৷ টিজার শেয়ার করলেন অভিনেতা সঞ্জয় দত্ত ৷ পরিচালনায় সিদ্ধার্থ পি মালহোত্রা ৷ দীর্ঘ 20 বছরের প্রেম ও পরিণতি এবার ধরা পড়বে সিলভার স্ক্রিনে ৷

Sanjay Dutt shared Kamal Aur Meena Teaser
সিনেপর্দায় আসছে কমল-মীনার অমরপ্রেম (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 11, 2024, 5:24 PM IST

মুম্বই, 11 সেপ্টেম্বর: বলিউডে 'ট্রাজেডি কুইন' হিসাবে পরিচিত অভিনেত্রী মীনা কুমারি ৷ তাঁর জীবন নিয়ে নানা অজানা কথা বারেবারে উঠে আসে বিভিন্ন সাক্ষাৎকারে ৷ এবার সিনেপর্দায় ধরা দেবে তাঁর জীবনের অন্যতম চর্চিত সময় ৷ মীনা কুমারি ও পরিচালক কমল আমরোহীর প্রেমজীবনকে সিলভার স্ক্রীনে নিয়ে আসছেন পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ৷ ছবিতে তাঁদের 20 বছরের দীর্ঘ জার্নি তুলে ধরা হবে ৷ সামনে আনা হবে 1972 সালের মাস্টারপিস 'পাকিজা' তৈরির সময়কালও ৷

বুধবার অভিনেতা সঞ্জয় দত্ত ইন্সটাগ্রামে ছবির টিজার শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ ভিডিয়োতে ভেসে ওঠে মীনা কুমারি ও কমলের পুরনো ছবি ৷ ব্যাকগ্রাউন্ড ভয়েসে শোনা যায়, "মেরে আদিব, মেরে মীর্শা, মেরে শেহজাদে, মেরি রুবায়ি৷ একজন পরিচালক অন্যজন ভীষণ পছন্দের অভিনেত্রী ৷ তাঁদের দুজনের পথ এক সঙ্গে মিলে গিয়ে তৈরি হয় প্রেমের আখ্যান ৷ একটা স্বপ্ন যার কখনও মৃত্যু নেই ৷ এক অমর প্রেম, চিরন্তন ভালোবাসা ৷ কমল আর মীনা ৷"

এই টিজারেই আস্তে আস্তে শোনা যায়, 1972 সালের আইকনিক সিনেমা 'পাকিজা'-র বিখ্যাত সেই গান 'চলতে চলতে ইউহি কোই মিল গয়া থা...' ৷ সঞ্জয় ক্যাপশনে লেখেন, "প্রিয় সাচি ও বিলাল, তোমাদের নতুন কাজের জন্য অনেক শুভেচ্ছা ৷ প্রার্থনা করি এই যাত্রা সফল হোক ৷ মামার তরফ থেকে ভালোবাসা ৷"

ছবির প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, "এটা সত্যিই ভাগ্যের বিষয় যে এক আইকনিক লাভস্টোরি পর্দার তুলে ধরতে পারব ৷ 20 বছরের প্রেম কাহিনী অসাধারণ ৷ মাত্র 18 বছর বয়সে তাঁদের প্রথম দেখা ৷ তারপর ইতিহাস তৈরি করেন দুজনে একসঙ্গে ৷ আমি এই ছবির মধ্য দিয়ে তাঁদের ভালোবাসা, প্যাশন, আবেগ তুলে ধরতে চাই ৷ তার সঙ্গে তাঁদের জীবনে মিউজিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটাও পর্দায় ফুটিয়ে তুলতে চাই ৷"

পরিচালক আরও বলেন, "আমি এই কাজে একদিকে যেমন ইরশাদ কামিলকে পেয়েছি তেমনই এই প্রোজেক্টে রয়েছেন এআর রহমানও ৷ কমল স্যার আর মীনা কুমারি আমার কাছে আইডল ৷" কমল-মীনার নাতি বিলাল আমরোহী জানিয়েছেন, এটা সৌভাগ্যের এক অজানা প্রেম কাহিনীকে পর্দায় তুলে ধরা ৷ তবে এখনও পর্যন্ত ছবির বিষয়ে বিশদে আর কিছু জানা যায়নি ৷ প্রসঙ্গত, 1952 সালে 'তামাশা' ছবির সেটে মীনার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় আমরোহীর ৷ প্রথম দেখাতেই তাঁরা প্রেমে পড়েন এবং সেই বছরই তাঁরা বিয়ে করে ফেলেন ৷

তাঁরা একসঙ্গে কাজও করেছেন 'পাকিজা' সিনেমাতে ৷ প্রায় 14 বছর পর সিনেমাটি মুক্তি পায় পর্দায় ৷ এরপর মীনা কুমারি অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি কোমায় চলে যান ৷ দু'দিন পর 1972 সালে মাত্র 38 বছর বয়সে মীনা কুমারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ আমরোহী মারা যান 1993 সালে ৷ রেহমাতাবাদ কবরস্থানে মীনা কুমারীর পাশেই শায়িত করা হয় প্রয়াত কমল আমরোহীকে ৷

ABOUT THE AUTHOR

...view details