ETV Bharat / entertainment

দীপান্বিতা রক্ষিতের ওয়েবে পা, মরীচিকায় কার সঙ্গে 'খুকুমণি'? - DIPANWITA RAKSHIT

'খুকুমণি হোম ডেলিভারি', 'তুঁতে', 'মা শীতলা' এবং 'ডান্স ডান্স জুনিয়র'-এর ওয়েব দুনিয়ায় পা রাখছেন দীপান্বিতা রক্ষিত ৷

Marichika
মরীচিকায় কার সঙ্গে 'খুকুমণি'? (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 14 hours ago

কলকাতা, 24 ডিসেম্বর: 'সাঁঝের বাতি' দিয়ে পর্দায় আগমন। এরপর 'খুকুমণি হোম ডেলিভারি', 'তুঁতে', 'মা শীতলা' এবং 'ডান্স ডান্স জুনিয়র'-এ বিশেষ আসনে দেখা যায় দীপান্বিতাকে। এই প্রথমবার ওয়েবে পা রাখলেন অভিনেত্রী। ক্লিক ওটিটিতে আসছে নতুন ওয়েব সিরিজ 'মরীচিকা'।

প্রযোজনায় রোড এন্টারটেনমেন্ট, সুমন গুহ। কাহিনি ও পরিচালনা সুব্রত গুহ রায়ের। দীপান্বিতা ছাড়াও অভিনয়ে রয়েছেন জয় সেনগুপ্ত, দীপান্বিতা রক্ষিত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়, জিতসুন্দর চক্রবর্তী প্রমুখ। দীপান্বিতা বলেন, "এটি আমার প্রথম ওয়েব সিরিজ। ক্লিকের সঙ্গে নিজেকে জুড়ে আমি খুশি। আমার সহ-অভিনেতারা দারুণ। শুটিং সেটে আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও মনোরম পাহাড়ে শুটিংয়ের সময়সূচি খুবই টাইট ছিল এবং আবহাওয়া কখনও কখনও বেশ বিপজ্জনক ছিল। কিন্তু সব মিলিয়ে দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে।"

তিনি আরও বলেন, "নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে যে আমি আমি জয় সেনগুপ্ত, সুব্রত গুহ রায় এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিভাবান সিনিয়রদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যাঁদের আমি ছোটবেলা থেকে পর্দায় দেখে বড় হয়েছি। আমার সমসাময়িক জিৎ সুন্দর এবং অনুজাও দারুণ। যদিও আমরা প্রথমবার একসঙ্গে কাজ করলাম কিন্তু দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছে আমাদের।"

শ্রেষ্ঠার চরিত্রে রয়েছেন দীপান্বিতা। সে সুন্দরী এবং সরল। তার একটা অদ্ভুত গুণ হল সে মানুষের মুখ দেখে তার মন পড়ে নিতে পারে। আসলে লোকে বলে মানুষের মুখ নাকি তার মনের আয়না। মুখ দেখলেই সব বোঝা যায়। মানুষের মনের ভিতরে যে অন্ধকার আছে, যেখানে হয়তো কোনও কোনও সময়ে আলো গিয়ে পৌঁছায় না, সেই অন্ধকারকে খোঁজার গল্পই হল 'মরীচিকা'। দাবি পরিচালকের।

গল্পের দিকে তাকালে দেখা যায়, ড: অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজি প্রফেসর। পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকে। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ, পুতুল বানিয়ে দেয়, চকলেট দেয়। ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার রজতের আগমন। কারণ জঙ্গলের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গিয়েছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টেম অন্য কথা বলে। এটা আসলে একটা খুন।

তদন্ত করতেই অনির্বাণের বাড়িতে আসা রজতের। কারণ যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের অত্যন্ত পরিচিত। শুধু তাই নয়, সে আবার অনির্বাণের প্রাক্তন ছাত্র ৷ পাশাপাশি আরও এক মহিলার দেহ পায় পুলিশ। যার কান, ঠোঁট এবং হাতের আঙুল নিপুণভাবে কাটা। তারপর? জানা যাবে ওয়েব সিরিজটি দেখলে। পরতে পরতে রোমহর্ষক দুর্ধর্ষ ঘটনাবলীতে ভরা এই থ্রিলার আসছে আগামী জানুয়ারি মাসে।

কলকাতা, 24 ডিসেম্বর: 'সাঁঝের বাতি' দিয়ে পর্দায় আগমন। এরপর 'খুকুমণি হোম ডেলিভারি', 'তুঁতে', 'মা শীতলা' এবং 'ডান্স ডান্স জুনিয়র'-এ বিশেষ আসনে দেখা যায় দীপান্বিতাকে। এই প্রথমবার ওয়েবে পা রাখলেন অভিনেত্রী। ক্লিক ওটিটিতে আসছে নতুন ওয়েব সিরিজ 'মরীচিকা'।

প্রযোজনায় রোড এন্টারটেনমেন্ট, সুমন গুহ। কাহিনি ও পরিচালনা সুব্রত গুহ রায়ের। দীপান্বিতা ছাড়াও অভিনয়ে রয়েছেন জয় সেনগুপ্ত, দীপান্বিতা রক্ষিত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়, জিতসুন্দর চক্রবর্তী প্রমুখ। দীপান্বিতা বলেন, "এটি আমার প্রথম ওয়েব সিরিজ। ক্লিকের সঙ্গে নিজেকে জুড়ে আমি খুশি। আমার সহ-অভিনেতারা দারুণ। শুটিং সেটে আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও মনোরম পাহাড়ে শুটিংয়ের সময়সূচি খুবই টাইট ছিল এবং আবহাওয়া কখনও কখনও বেশ বিপজ্জনক ছিল। কিন্তু সব মিলিয়ে দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে।"

তিনি আরও বলেন, "নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে যে আমি আমি জয় সেনগুপ্ত, সুব্রত গুহ রায় এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিভাবান সিনিয়রদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যাঁদের আমি ছোটবেলা থেকে পর্দায় দেখে বড় হয়েছি। আমার সমসাময়িক জিৎ সুন্দর এবং অনুজাও দারুণ। যদিও আমরা প্রথমবার একসঙ্গে কাজ করলাম কিন্তু দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছে আমাদের।"

শ্রেষ্ঠার চরিত্রে রয়েছেন দীপান্বিতা। সে সুন্দরী এবং সরল। তার একটা অদ্ভুত গুণ হল সে মানুষের মুখ দেখে তার মন পড়ে নিতে পারে। আসলে লোকে বলে মানুষের মুখ নাকি তার মনের আয়না। মুখ দেখলেই সব বোঝা যায়। মানুষের মনের ভিতরে যে অন্ধকার আছে, যেখানে হয়তো কোনও কোনও সময়ে আলো গিয়ে পৌঁছায় না, সেই অন্ধকারকে খোঁজার গল্পই হল 'মরীচিকা'। দাবি পরিচালকের।

গল্পের দিকে তাকালে দেখা যায়, ড: অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজি প্রফেসর। পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকে। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ, পুতুল বানিয়ে দেয়, চকলেট দেয়। ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার রজতের আগমন। কারণ জঙ্গলের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গিয়েছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টেম অন্য কথা বলে। এটা আসলে একটা খুন।

তদন্ত করতেই অনির্বাণের বাড়িতে আসা রজতের। কারণ যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের অত্যন্ত পরিচিত। শুধু তাই নয়, সে আবার অনির্বাণের প্রাক্তন ছাত্র ৷ পাশাপাশি আরও এক মহিলার দেহ পায় পুলিশ। যার কান, ঠোঁট এবং হাতের আঙুল নিপুণভাবে কাটা। তারপর? জানা যাবে ওয়েব সিরিজটি দেখলে। পরতে পরতে রোমহর্ষক দুর্ধর্ষ ঘটনাবলীতে ভরা এই থ্রিলার আসছে আগামী জানুয়ারি মাসে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.