পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহ দখলের লড়াই, অ্যাডভান্স বুকিংয়ে এগিয়ে এই ছবি - Movie Releases on Independence Day - MOVIE RELEASES ON INDEPENDENCE DAY

Box Office clash on Independence Day: বক্সঅফিস দখলের দৌড়ে স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের বিগ ছবি ৷ তালিকায় রয়েছে 'স্ত্রী 2' থেকে 'খেল খেল মেঁ' ও 'ভেদা'৷ অ্যাডভান্স টিকিট বুকিংয়ের দিক থেকে কার দিকে দর্শকদের পাল্লা ভারী?

Box Office clash on Independence Day
স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ভিন্ন স্বাদের তিনটি হিন্দি ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 13, 2024, 5:15 PM IST

হায়দরাবাদ, 13 অগস্ট: সেলুলয়েডের পর্দায় এবারের স্বাধীনতা দিবস হতে চলেছে জমজমাট ৷ হিন্দি সিনেমা যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য থাকছে তিনটে বিগ বাজেটের ছবি ৷ মুক্তি পাচ্ছে 'স্ত্রী 2', 'খেল খেল মেঁ' ও 'ভেদা' ৷ শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স টিকিট কাটাও ৷ ছুটির দিনে কোন সিনেমার দিকে দর্শকের ভার বেশি, জানাচ্ছে ইটিভি ভারত ৷

15 অগস্ট মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী 2' ৷ ইন্ডাষ্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী এই ছবির বুকিং বেশ ভালো ৷ মাত্র দু'দিনে ছবির টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 44 হাজার 759টি ৷ হরর কমেডি এই ছবির সিক্যুয়েল দেখতে আগ্রহী দর্শকরা ৷ ফলে ইতিমধ্যেই টিকিট বিক্রির মধ্য দিয়ে আয় হয়ে গিয়েছে 8.76 কোটি টাকা ৷ মজার বিষয় 14 অগস্ট রাতেই এই ছবি এসে যাচ্ছে প্রেক্ষাগৃহে ৷

একই সঙ্গে মুক্তি পাচ্ছে মাল্টি স্টারার ছবি 'খেল খেল মেঁ' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, বানী কাপুর, তাপসী পান্নু ও অ্যামি ভির্ককে ৷ 'স্ত্রী 2'-এর থেকে বেশ পিছিয়ে রয়েছে অক্ষয়ের এই ছবি ৷ এখনও পর্যন্ত ছবির টিকিট বিক্রি হয়েছে 6 হাজার 395টি ৷ যা থেকে আয় হয়েছে 36.68 লাখ টাকা ৷ কিছুদিন আগেই অক্ষয় কুমার অভিনীত 'সরফিরা' মুক্তি পেয়েছে ৷ সেই ছবিও বক্সঅফিসেও ভালো ফল দেখাতে পারেনি ৷ ফলে 'খেল খেল মেঁ' ট্রেলার দর্শক মনে আগ্রহ জাগালেও তাঁরা কতটা হলমুখী হবেন তা বোঝা যাবে সময় এলেই ৷

অপরদিকে, বক্সঅফিস দখলের প্রতিযোগিতায় রয়েছে জন আব্রাহাম-শর্বরী ওয়াঘ, তমান্না ভাটিয়া অভিনীত 'ভেদা' ৷ এই ছবির কালেকশন 'স্ত্রী 2'-এর থেকে কম হলেও এগিয়ে রয়েছে অক্ষয়ের সিনেমার থেকে কিছুটা বেশি ৷ এখনও পর্যন্ত অ্যাডভান্স টিকিট বুকিংয়ের দিক থেকে ছবির ঘরে এসেছে 56.18 লাখ টাকা ৷ এখনও হাতে রয়েছে বেশ কিছুটা সময় ৷ ছবির ট্রেলার ও গান তিনটি হিন্দি ছবির ক্ষেত্রেই ট্রেন্ড করেছে সোশাল মিডিয়ায় ৷ সেই ছাপ বক্সঅফিসে কতটা পড়ে, তা বোঝা যাবে তিনটি ছবি মুক্তির পরেই ৷

ABOUT THE AUTHOR

...view details