কলকাতা, 14 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারির ছাত্রীর উপর হওয়া নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব গোটা বাংলা। দাবি একটাই "বিচার চাই"। মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। প্রতিবাদে শামিল বাংলার তারকরাও । প্রতিবাদে গর্জে উঠেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর।
মমতা শঙ্করের সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আরজি কর-এর ঘটনা অত্যন্ত ঘৃণ্য একটা ঘটনা। কী সব ঘটছে এখানে। চারদিকটা অন্ধকার লাগছে আমার। এদের আমি মানুষ তো বলবই না। জন্তুও বলব না। জন্তুদের মধ্যেও অনেক ভালোবাসা থাকে, সহানুভূতি থাকে, মায়া মমতা থাকে। জানি না আমরা কোথায় বাস করছি। সামনেটা বড্ড অন্ধকার। জানি না কে বা কারা আসল দোষী। তবে, যে বা যারাই হোক, তাদের অবিলম্বে শাস্তি চাই। আরজি কর-এর নৃশংস ঘটনার সঙ্গে যদি কোনও রাজনৈতিক দল জড়িয়ে থাকে তা হলে তার থেকে বড় লজ্জার আর কিছু হবে না। মেয়েটার পরিবারের কথা আমি শুধু ভাবছি। কী নিয়ে থাকবেন তারা?"