পশ্চিমবঙ্গ

west bengal

'আরজি করের ঘটনায় কোনও রাজনৈতিক দল জড়িয়ে থাকলে তা লজ্জার'- দাবি মমতা শঙ্করের - RG Kar rape and murder Case

By ETV Bharat Entertainment Team

Published : Aug 14, 2024, 9:56 AM IST

RG Kar Incident: সরকারি হাসপাতালেও সুরক্ষিত নন মেয়েরা! আরজি করের ঘটনা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাল সমাজে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা কতটা তলানিতে৷ এই ঘটনার প্রতিবাদে সরব অভিনেত্রী মমতা শঙ্কর ৷

RG Kar Incident
আরজি করের ঘটনায় প্রতিবাদ মমতা শঙ্করের (ইটিভি ভারত)

কলকাতা, 14 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারির ছাত্রীর উপর হওয়া নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব গোটা বাংলা। দাবি একটাই "বিচার চাই"। মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। প্রতিবাদে শামিল বাংলার তারকরাও । প্রতিবাদে গর্জে উঠেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর।

মমতা শঙ্করের সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আরজি কর-এর ঘটনা অত্যন্ত ঘৃণ্য একটা ঘটনা। কী সব ঘটছে এখানে। চারদিকটা অন্ধকার লাগছে আমার। এদের আমি মানুষ তো বলবই না। জন্তুও বলব না। জন্তুদের মধ্যেও অনেক ভালোবাসা থাকে, সহানুভূতি থাকে, মায়া মমতা থাকে। জানি না আমরা কোথায় বাস করছি। সামনেটা বড্ড অন্ধকার। জানি না কে বা কারা আসল দোষী। তবে, যে বা যারাই হোক, তাদের অবিলম্বে শাস্তি চাই। আরজি কর-এর নৃশংস ঘটনার সঙ্গে যদি কোনও রাজনৈতিক দল জড়িয়ে থাকে তা হলে তার থেকে বড় লজ্জার আর কিছু হবে না। মেয়েটার পরিবারের কথা আমি শুধু ভাবছি। কী নিয়ে থাকবেন তারা?"

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ড নিয়ে সরব হয়েছেন বিভিন্ন দেশের বাঙালি চিকিৎসকেরাও। ইতিমধ্যেই আন্তর্জাতিক প্রতিবাদ মঞ্চ ‘চেঞ্জ.ওআরজি’র মাধ্যমে শুরু হয়েছে বিশ্বব্যাপী স্বাক্ষর সংগ্রহ। সেখানে ব্রিটেন, আমেরিকা এবং কানাডায় বসবাসকারী বাঙালি চিকিৎসকদের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি স্মারকলিপি পোস্ট করা হয়েছে ওই ওয়েবসাইটে। মহিলা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টিও যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই আর্জিও জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা-সহ সব রকমের সুযোগসুবিধা দেওয়ার আবেদনও জানানো হয়েছে ।

পাশাপাশি শহর কলকাতায় মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করতে ও আরজি কর ঘটনার প্রতিবাদে মধ্যরাতে রাস্তা দখল করতে নামছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি ৷ স্বাধীনতা দিবসের রাতে মেয়েদের স্বাধীনতা রক্ষার্থে এ এক অন্যরকম গণ আন্দোলন ৷

ABOUT THE AUTHOR

...view details