পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'প্রকৃত ভালোবাসার জন্য শেষপর্যন্ত লড়ব'-অর্জুনের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন মালাইকা - Malaika Arora with Arjun Kapoor - MALAIKA ARORA WITH ARJUN KAPOOR

Malaika Arora Opnes Up on Her Love Life: বিটাউনে কান পাতলেই গুঞ্জন, বিচ্ছেদ হয়ে গিয়েছে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ৷ সেই সবে কান দিতে নারাজ 'ছইয়া ছইয়া' অভিনেত্রী ৷ নিজের ভালোবাসার জন্য কতদূর যেতে পারেন, জানালেন মালাইকা ৷

Malaika Arora Opnes Up on Her Love Life
মালাইকা অরোরা ও অর্জুন কাপুর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 7:33 PM IST

হায়দরাবাদ, 27 জুন: কয়েক মাস আগেকারই ঘটনা ৷ শোনা যায়, মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের পথ আলাদা হয়ে গিয়েছে ৷ তবে সেই বিষয়ে জনসমক্ষে দুই লাভবার্ডকে কখনওই মুখ খুলতে দেখা যায়নি ৷ তবে অর্জুন কাপুরের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি ও শুভেচ্ছা বার্তা না আসায় বিচ্ছেদের জল্পনায় শিলমোহর দিচ্ছেন অনেকেই ৷ তবে সত্যিটা কী? প্রকাশ্যে মুখ খুললেন মালাইকা ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, "আমি প্রকৃত ভালোবাসার ধারণাকে কখনও অস্বীকার করি না ৷ আসলে আমি বৃশ্চিক রাশির মেয়ে ৷ তাই যাই হোক না কেন, ভালোসারা জন্য আমি শেষপর্যন্ত লড়াই করে যাব ৷ পাশাপাশি আমি এটাও জানি, কখন কোথায় সীমারেখা টানতে হবে ৷" বিটাউন তারকার এমন মন্তব্যের পর বেশ কিছু অনুরাগী বিভ্রান্ত !

প্রেম নিয়ে বরাবরই খুল্লামখুল্লা ছিলেন অর্জুন কাপুর ও মালাইকা ৷ 2019 সাল থেকে তাঁরা ডেটিং শুরু করেন ৷ সোশাল মিডিয়ায় অফিসিয়ালি ঘোষণা না করলেও বিভিন্ন সময়ে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা ৷ ফলে তাঁদের প্রেম ও কমিটমেন্ট নিয়ে দুজনকেই সিরিয়াস মনে হয়েছিল ৷ তবে মালাইকার ম্যানেজার সম্প্রতি তাঁদের বিচ্ছেদের ঘটনাকে গুজব বলে উড়িয়েছেন ৷ এতকিছুর পরেও দুই লাভবার্ডের রিলেশনশিপ স্টেটাস কী, তা এখনও স্পষ্ট নয় অনেকের কাছেই ৷

প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর 2017 সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় বলিউডের 'মুন্নি'র ৷ প্রায় সময়েই তাঁদের রেস্টুরেন্ট থেকে বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে একসঙ্গে ৷ এরপর মালাইকার 45তম জন্মদিনে অর্জুন কাপুর ভালোবাসাময় পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ এরপর অর্জুনের 34তম জন্মদিনে মালাইকা ইন্সটাগ্রামে একপ্রকার স্বীকার করে নেন তাঁদের প্রেম গাঁথা ৷ তবে এবারের জন্মদিনেও মালাইকা পোস্ট করেছেন ৷ তবে সেটা অর্জুন কাপুরের উদ্দেশ্যে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি অনুরাগীদের ৷

ABOUT THE AUTHOR

...view details