ETV Bharat / state

অঙ্কের পর ইতিহাস, ফের পরীক্ষার হলে উত্তরপত্র ছিঁড়ে ফেলল মাধ্যমিক পরীক্ষার্থী - MADHYAMIK EXAM 2025

অঙ্কের পর এবার পরীক্ষাকেন্দ্রে ইতিহাসের উত্তরপত্র ছিঁড়ে ফেলল এক মাধ্যমিক পরীক্ষার্থী ৷ তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে পর্ষদে ৷

ETV BHARAT
আবারও পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র ছিঁড়ে ফেলল মাধ্যমিক পরীক্ষার্থী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2025, 7:46 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: অঙ্ক পরীক্ষার পর আবারও একই ঘটনা মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় । তাও আবার সেই একই জেলায় ৷ প্রশ্নপত্র দেখে পরীক্ষার হলেই উত্তরপত্র ছিঁড়ে ফেললেন এক পরীক্ষার্থী ।

সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা । উত্তর দিনাজপুরের চাকুলিয়া হাইস্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল গণ্ডল হাইস্কুলে । সেখানে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েই নিজের উত্তরপত্র ছিঁড়ে ফেলে ওই পরীক্ষার্থী । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ওই পরীক্ষার্থীর বিষয়ে পর্ষদে অভিযোগ জমা পড়েছে ।

ETV BHARAT
আজ বাতিল চারজনের পরীক্ষা (নিজস্ব চিত্র)

ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়েছে মোট চারটি বিষয়ে । প্রতিদিন বিভিন্ন জেলা থেকেই উদ্ধার হচ্ছে মোবাইল ফোন । ইতিহাস পরীক্ষাতেও চারজনের পরীক্ষা বাতিল করা হয়েছে । উত্তর 24 পরগনার গোবিন্দপুর কালিচরণ হাইস্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল মথুর জ্যোতিরাম মেমোরিয়াল হাইস্কুলে । সেখানে পরীক্ষা চলাকালীন পর্যবেক্ষক দু'জন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করেন ।

এদিকে, উত্তর দিনাজপুরের ডালখোলা হিন্দি হাইস্কুলের এক পরীক্ষার্থী ডালখোলা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিল । তার থেকেও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । আবার কোচবিহারের ইলা দেবীর বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীরা তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল । সেখানেও একজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ।

মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানান, "যাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, তাদের সকলেরই এই বছরের সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষা বাতিল । তবে যে বা যারা উত্তরপত্র ছিঁড়ে ফেলেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে পর্ষদে, কিন্তু পরীক্ষা বাতিল হয়নি ।"

তবে এর পাশাপাশি হাসপাতালে বসেও পরীক্ষা দিয়েছেন 75 জন । এটা সব থেকে বেশি হয়েছে পূর্ব বর্ধমানে । সেখানে নয়জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে । তারপরই রয়েছে বাঁকুড়া এবং হুগলি । সেখানে ছয়জন পরীক্ষার্থী এদিন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ।

জেলায় মাধ্যমিক পরীক্ষা কেমন হচ্ছে তা দেখতে সপ্তাহের শুরুতেই পরিদর্শনে যান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ ইতিহাস পরীক্ষার দিন মালদা জেলার একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি । পরীক্ষার প্রথম দু'দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলার বেশকিছু স্কুল পরিদর্শন করেছিলেন পর্ষদ সভাপতি । আগামী পরীক্ষাগুলোতেও জেলার একাধিক স্কুল পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে তাঁর ।

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষাতে পরীক্ষা বাতিল হয়েছিল তিনজনের । দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষা বাতিল হয়েছিল ছয়জনের । আবার অঙ্ক পরীক্ষার দিন তিনজনের থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয় । আর ইতিহাস পরীক্ষায় চারজনের থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে । ফলে এখনও পর্যন্ত 16 জনের এবছরের মতো মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে । তার পাশাপাশি অঙ্ক পরীক্ষা দিন উত্তর দিনাজপুরের একটি স্কুলের পরীক্ষার্থী তার উত্তরপত্র ছিঁড়ে ফেলেছিল । যদিও তার পরীক্ষা বাতিল করা হয়নি ।

কলকাতা, 17 ফেব্রুয়ারি: অঙ্ক পরীক্ষার পর আবারও একই ঘটনা মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় । তাও আবার সেই একই জেলায় ৷ প্রশ্নপত্র দেখে পরীক্ষার হলেই উত্তরপত্র ছিঁড়ে ফেললেন এক পরীক্ষার্থী ।

সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা । উত্তর দিনাজপুরের চাকুলিয়া হাইস্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল গণ্ডল হাইস্কুলে । সেখানে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েই নিজের উত্তরপত্র ছিঁড়ে ফেলে ওই পরীক্ষার্থী । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ওই পরীক্ষার্থীর বিষয়ে পর্ষদে অভিযোগ জমা পড়েছে ।

ETV BHARAT
আজ বাতিল চারজনের পরীক্ষা (নিজস্ব চিত্র)

ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়েছে মোট চারটি বিষয়ে । প্রতিদিন বিভিন্ন জেলা থেকেই উদ্ধার হচ্ছে মোবাইল ফোন । ইতিহাস পরীক্ষাতেও চারজনের পরীক্ষা বাতিল করা হয়েছে । উত্তর 24 পরগনার গোবিন্দপুর কালিচরণ হাইস্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল মথুর জ্যোতিরাম মেমোরিয়াল হাইস্কুলে । সেখানে পরীক্ষা চলাকালীন পর্যবেক্ষক দু'জন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করেন ।

এদিকে, উত্তর দিনাজপুরের ডালখোলা হিন্দি হাইস্কুলের এক পরীক্ষার্থী ডালখোলা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিল । তার থেকেও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । আবার কোচবিহারের ইলা দেবীর বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীরা তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল । সেখানেও একজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ।

মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানান, "যাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, তাদের সকলেরই এই বছরের সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষা বাতিল । তবে যে বা যারা উত্তরপত্র ছিঁড়ে ফেলেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে পর্ষদে, কিন্তু পরীক্ষা বাতিল হয়নি ।"

তবে এর পাশাপাশি হাসপাতালে বসেও পরীক্ষা দিয়েছেন 75 জন । এটা সব থেকে বেশি হয়েছে পূর্ব বর্ধমানে । সেখানে নয়জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে । তারপরই রয়েছে বাঁকুড়া এবং হুগলি । সেখানে ছয়জন পরীক্ষার্থী এদিন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ।

জেলায় মাধ্যমিক পরীক্ষা কেমন হচ্ছে তা দেখতে সপ্তাহের শুরুতেই পরিদর্শনে যান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ ইতিহাস পরীক্ষার দিন মালদা জেলার একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি । পরীক্ষার প্রথম দু'দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলার বেশকিছু স্কুল পরিদর্শন করেছিলেন পর্ষদ সভাপতি । আগামী পরীক্ষাগুলোতেও জেলার একাধিক স্কুল পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে তাঁর ।

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষাতে পরীক্ষা বাতিল হয়েছিল তিনজনের । দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষা বাতিল হয়েছিল ছয়জনের । আবার অঙ্ক পরীক্ষার দিন তিনজনের থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয় । আর ইতিহাস পরীক্ষায় চারজনের থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে । ফলে এখনও পর্যন্ত 16 জনের এবছরের মতো মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে । তার পাশাপাশি অঙ্ক পরীক্ষা দিন উত্তর দিনাজপুরের একটি স্কুলের পরীক্ষার্থী তার উত্তরপত্র ছিঁড়ে ফেলেছিল । যদিও তার পরীক্ষা বাতিল করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.