হায়দরাবাদ, 10 এপ্রিল: বিরাট ধাক্কা খেল অজয় দেবগন এবং তাঁর ময়দান ফিল্ম ৷ মুক্তির ঠিক আগের দিন এই ছবিতে স্থগিতাদেশ দিয়েছে মাইসোর আদালত । ছবিটির গল্প চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমকে ঘিরে আবর্তিত এই ছবি 11 এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৷
অজয় দেবগন অভিনীত ছবি ময়দানের প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ ওঠায় বিতর্ক দানা বেঁধেছে ৷ চলচ্চিত্র নির্মাতা অভিজিৎ সিনহার অভিযোগ, তাঁর চিত্রনাট্য চুরি করেছেন ময়দানের চলচ্চিত্র নির্মাতারা । অভিজিৎ দাবি করেছেন যে, 2017 সালে তিনি প্রযোজক বনি কাপুরের কাছে স্ক্রিপ্ট জমা দিয়েছিলেন, যিনি এই ছবির প্রতি প্রথমে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তা তৈরি করতে রাজি হননি ৷ অভিজিৎ সিনহার মতে, তাঁর স্ক্রিপ্টের প্রচুর প্লট ধারণা, চরিত্র এবং ঘটনা ময়দানের ট্রেলারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।
মিডিয়ার রিপোর্ট অনুসারে, এই অভিযোগ পাওয়ার পর ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে মাইসোর আদালত । আদালত চুরির অভিযোগ পেয়ে প্রোডাকশন ব্যানার জি স্টুডিয়োকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে । তবে, বনি কাপুরের প্রযোজনা এই প্রথমবার নয়, এর আগেও নানা সমস্যার সম্মুখীন হয়েছে । দিন দুয়েক আগে, এক বিক্রেতা অনাদায়ী ঋণের অভিযোগ তুলে মুম্বই আদালতের কাছে আবেদন করেছিলেন । তবে সে ক্ষেত্রে বিচারক অজয় দেবগনের স্পোর্টস ড্রামার মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন ।