কলকাতা, 11 জানুয়ারি: 'সবিনয় নিবেদন' ধারাবাহিকে নয়না চরিত্রের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু মধুমিতা সরকারের। এরপরে 'কেয়ার করি না' ধারাবাহিকে জুনি হিসেবে দেখা যায় তাঁকে। তবে, 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে পাখি চরিত্রে টেলি দর্শকের মনে সাড়া ফেলেন তিনি। যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর জুটি নিয়ে আজও কথা হয় দর্শকমহলে।
'দেব-জিতের সঙ্গে অভিনয়ের থেকেও গুরুত্বপূর্ণ...' ইচ্ছাপ্রকাশ মধুমিতার - MADHUMITA SARCAR
প্রথমবার সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মধুমিতা সরকার ৷ মুক্তির অপেক্ষায় 'ফেলুবক্সী' ৷ আসন্ন ছবি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় অভিনেত্রী ৷
By ETV Bharat Entertainment Team
Published : Jan 11, 2025, 6:39 PM IST
এরপরে 'কুসুম দোলা' ধারাবাহিকে 'ড:ইমন মুখার্জি'র চরিত্রে জনপ্রিয়তা পান মধুমিতা। এরপরেই পা রাখেন সিনেমার দুনিয়ায়। এবার দেবরাজ সিনহা পরিচালিত 'ফেলুবক্সী' ছবিতে মধুমিতাকে দেখা যাবে একজন রেডিও জকির চরিত্রে। তার নাম দেবযানী। তার সঙ্গে গোয়েন্দা ফেলু বক্সীর হালকা প্রেমের রসায়ন আছে বলে আঁচ পাওয়া যাচ্ছে। তবে, সবটা জানতে হলে সিনেমাটা দেখে নিতে হবে সেটাই আর্জি মধুমিতার। ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মনের কথা খুলে বললেন অভিনেত্রী।
ইটিভি ভারত: রেডিও জকি হওয়ার প্রাথমিক শর্ত সুবক্তা হতে হবে। মধুমিতাও কি তাই?
মধুমিতা: একজন রেডিও জকিকে রেডিও মাধ্যমে শ্রোতার মন জয় করতে হয়। আর এর জন্য সবার আগে তাঁকে সুবক্তা হতে হয়। আমি সুবক্তা নই। আমি খুব স্ট্রেট ফরোয়ার্ড। কিছু অপছন্দ হলে সেটা মুখের উপরেই বলে দিই। আমার কথা সকলের ভালো নাও লাগতে পারে। রেডিও জকির কাজটা খুব কঠিন। রেডিওর ওপারের কেউ তাঁকে দেখতে পায় না ৷ এক্সপ্রেশন শুধু কথার মাধ্যমেই বোঝাতে হয় তাঁকে। কিন্তু চরিত্রটা করতে পেরেছি, ভালো লাগছে।
ইটিভি ভারত: কে বলেন প্রথম চরিত্রটা করতে?
মধুমিতা: এই চরিত্রটার জন্য আমাকে পরিচালক দেবরাজ দা বলেন। খুব ডায়নামিক একটা চরিত্র।
ইটিভি ভারত: সোহম চক্রবর্তীর সঙ্গে এই প্রথম জুটি বাঁধলেন। অভিজ্ঞতা?
মধুমিতা: একে তো এতদিনের একজন অভিনেতা। এরকম স্টারডম, তার উপরে বিধায়ক। কিন্তু বোঝার উপায় নেই। কোনওকিছু সমস্যা হলে মন খুলে বলতে পেরেছি। এমনকী কাজের সময়েও স্বাধীনভাবে কাজ করতে পেরেছি।