মুম্বই, 27 এপ্রিল:সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্তে নয়া মোড় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের আগামী 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ এদিকে, মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোইকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করেছে। শনিবার আনমোল বিষ্ণোইয়ের নামে লুকআউট সার্কুলার জারি করা হয় ৷
পুলিশের এক আধিকারিক বলেন, "লরেন্স বিষ্ণোই বর্তমানে অন্য একটি মামলায় গুজরাতের সবরমতি কেন্দ্রীয় জেলে বন্দি রয়েছে ৷ তার ভাই আনমোল কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বলে মনে করা হচ্ছে । যদিও ফেসবুক পোস্টের যে আইপি অ্যাড্রেস পাওয়া গিয়েছে, তা পর্তুগালের ৷ উল্লেখ্য, গত 14 এপ্রিল ভোরের দিকে সলমান খানের বাসভবন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই মোটরবাইক আরোহী গুলি চালায় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 307 (খুনের চেষ্টা) এর অধীনে এফআইআর দায়ের করে ৷