পশ্চিমবঙ্গ

west bengal

পঞ্চম দা'র জন্মদিনে শানুর মুখে '1942 আ লাভ স্টোরি' - RD Burman Birth Anniversary

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 5:13 PM IST

Kumar Sanu on RD Burman: 1994 সালে মুক্তি পেয়েছিল '1942 আ লাভ স্টোরি' ৷ 30 বছর পরেও আজও ছবির গান নাড়িয়ে দিয়ে যায় সকলের মন ৷ রাহুল দেব বর্মনের সুরে কুমার শানুর কণ্ঠে কালজয়ী গান ফেরে সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ৷ আজ আরডি বর্মনের জন্মদিনে স্মৃতিচারণে সঙ্গীত শিল্পী কুমার শানু ৷

Kumar Sanu on RD Burman
সুরকার আরডি বর্মনকে স্মরণ কুমার শানুর (ইটিভি ভারত)

কলকাতা, 27 জুন: রাহুল দেব বর্মনের 85তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন সঙ্গীতশিল্পী কুমার শানু ৷ তাঁর প্রিয় পঞ্চম দা'র সঙ্গে একটি ছবি-সহ আবেগী পোস্ট দিলেন শানু। শিল্পীর পোস্টে অনুরাগীরাও জানালেন শ্রদ্ধার্ঘ ৷

সোশাল মিডিয়ায় কুমার শানু লিখলেন, "আইকনিক পঞ্চম দা'কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করি। তাঁর অনন্য এবং চিরসবুজ সঙ্গীত আমাদের হৃদয়ে একটি অমোঘ ছাপ রেখে গিয়েছে। আজও, তাঁর গানগুলি সতেজতার সঙ্গে অনুরণিত হয় ৷ প্রত্যেক প্রজন্মকে মুগ্ধ করে এবং অনুপ্রাণিত করে।"

শোনা যায়, আরডি বর্মণের পরামর্শ মতোই 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা...' গানটি গেয়েছিলেন কুমার শানু। কিন্তু স্টুডিয়ো থেকে বেরিয়েই নাকি ঘটেছিল অবাক করার মতো ঘটনা ৷ প্রথমে কুমার শানুকে জড়িয়ে ধরে চুমু খান পঞ্চম। আর তার পরেই নাকি গালিগালাজ করা শুরু করেন শানুকে। শিল্পী কুমার শানু রীতিমত ভিরমি খান ৷ কিছুক্ষণ পরে আরডি-র ওই আচরণের আসল কারণ জানতে পারেন। গানের রেকর্ডিং খুব পছন্দ হলেই নাকি আরডি বর্মন এইভাবে গালিগালাজ করতেন। এই কথা অবশ্য আরও অনেক শিল্পীর মুখেও ফেরে পঞ্চমদা প্রসঙ্গে।

রাহুল দেব বর্মনের সুরে একাধিক গান রয়েছে কুমার শানুর কণ্ঠে। তাঁদের প্রথম সফর শুরু হয় 1991 সালে 'ঝুটি শান' ছবির মধ্য দিয়ে। আশা ভোঁসলের সঙ্গে দ্বৈত কণ্ঠে একটিই গান করেন কুমার শানু। এরপর 1993 সালে 'তুম করো ওয়াদা' ছবির সব গানেরই সুরকার ছিলেন রাহুল দেব বর্মন। আর প্রত্যেকটি গানেই গলা দেন কুমার শানু। এরপর 1994 সালে মুক্তি পায় '1942 আ লাভ স্টোরি'।

এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব রাহুল দেব বর্মনের হাতে তুলে দেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। সবক'টি গানই ছিল কুমার শানুর কণ্ঠে। যা আজও ভুলতে পারেননি সঙ্গীতপ্রেমীরা ৷ ফেসবুকের দুনিয়ায় বৃষ্টির দিনে তরুণীর রিলে জায়গা পায় কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে 'রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম' ৷ আবার প্রেমিকা রাগ করলে প্রেমিক শোনায় 'রুঠ না জানা তুমসে কহু তো' ৷ আবার কখনও সুন্দরী তন্বী দেখলে যুবক মন গেয়ে ওঠে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। পাশাপাশি, 'অন্যায় হি অন্যায়' ছবিতেও রাহুল দেব বর্মনের সুরে কণ্ঠ দেন কুমার শানু। এই ছবিটি মুক্তি পায় আরডি'র মৃত্যুর পর।

ABOUT THE AUTHOR

...view details