হায়দরাবাদ, 25 এপ্রিল:ঘোষণা হওয়ার পর থেকেই রশ্মিকা মান্দানা এবং ধনুশের আসন্ন ফিল্ম কুবের নিয়ে উৎসাহ তৈরি হয়েছে ভক্তদের মনে ৷ শেখর কাম্মুলা পরিচালিত এই ছবিটি একটি মবস্টার ড্রামা হিসেবে তুলে ধরা হচ্ছে, যেখানে আক্কিনেনি নাগার্জুন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । সাম্প্রতিক আপডেটে রশ্মিকা বৃহস্পতিবার সকালে কুবেরের সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শুটিং প্যাক আপের কথা বলা হয়েছে ৷
তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী রাতের আকাশের একটি ছবি শেয়ার করেছেন । ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন: "এবং এটি প্যাক আপ! # কুবের" ৷ আর এই পোস্টের মাধ্যমেই রশ্মিকা এটা নিশ্চিত করেছেন যে, অবশেষে তৈরি হচ্ছে কুবের, যা এখন প্রোডাকশনের পর্যায়ে রয়েছে ৷
এর আগে, এমন খবর ছিল যে কুবেরের জন্য শুটিং আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে তার প্রধান তারকাদের নিয়ে শুরু হয়েছে, যা শুনে ভক্তদের মধ্যে যথেষ্ট আগ্রহ ধরা পড়ে । জানা যায়, সাসপেন্স ড্রামা ফিল্মের শুটিং 23 এপ্রিল মুম্বইতে শুরু হয় । রশ্মিকা মন্দানাও ধনুশের শুটিং শিডিউলে যোগ দেন এবং নির্মাতারা তাঁদের অন্যান্য কাজের প্রতিশ্রুতি থাকার কারণে প্রথমে তাঁদের দৃশ্যগুলি শুট করতে চান ।
শুটিং দশ দিন চলবে বলে জল্পনা চলছে । সূত্রের খবর, নাগার্জুন রশ্মিকা ও ধনুশের সঙ্গে শুটিঙের শিডিউলে যোগ দিতে পারেন । তবে, নির্মাতারা এখনও শুটিং শিডিউলের কথা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেননি । খবরে বলা হয়েছে, কুবেরের বেশিরভাগ শুটিং হবে মুম্বইয়ের ধারাভিতে ।
জানা যায়, ধনুশ এই ছবিতে একজন গৃহহীন ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যিনি পরে একজন মাফিয়া প্রভু হয়ে ওঠেন । অতরঙ্গি তারকা এবং রশ্মিকা ছাড়াও, এই ছবিতে আক্কিনেনি নাগার্জুন ও জিম সার্ভ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন । শ্রী ভেঙ্কটেশ্বরা সিনেমাস এলএলপি-এর ব্যানারে সুনীল নারাং ছবিটির প্রযোজনা করেছেন এবং আর ছবির পরিচালক শেখর কামুলা । দেবী শ্রী প্রসাদকে ছবিটির সঙ্গীত রচনার দায়িত্ব দেওয়া হয়েছে । বলা হচ্ছে, ছবিটি নানা ভাষায় দেশজুড়ে মুক্তি পাবে ।
কুবের ছাড়াও রশ্মিকা তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার পুষ্পা: দ্য রুল-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন । সিক্যুয়েলে অল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের প্রধান ভূমিকায় রয়েছে । ছবিটিতে জগপতি বাবু, প্রকাশ রাজ, সুনীল, ধনঞ্জয়া, জগদীশ প্রতাপ এবং আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করবেন, যাঁদের সকলেই উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন ৷ মন্দানার কাছে রাহুল রবীন্দ্রণের সাসপেন্স ফিল্ম দ্য গার্লফ্রেন্ড পাইপলাইনে রয়েছে, যেটিতে তাঁর রোমান্টিক আগ্রহ রয়েছে যে চরিত্রকে ঘিরে, সেই চরিত্রে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি ।
আরও পড়ুন:
- ছোটপর্দার নতুন জুটি শন-অনুষ্কা, আজ থেকে শুরু ত্রিকোণ প্রেমের 'রোশনাই'
- রাহুল রায় এবার বাংলা ছবিতে, 'আশিকি' স্টারকে রাজি করানোর গল্প শোনালেন পরিচালক
- 'এই বয়সেও অ্যাকশন দৃশ্যের জন্য ডামি নেননি ধর্মেন্দ্র', একান্ত সাক্ষাৎকারে দাবি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের