পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ধনুশের সঙ্গে চলছে কুবেরের শুটিং, সেট থেকে ছবি পোস্ট রশ্মিকার - Rashmika post from Kubera set - RASHMIKA POST FROM KUBERA SET

Rashmika post from Kubera set: ধনুশের সঙ্গে কুবেরে অভিনয় করছেন রশ্মিকা মান্দানা ৷ সেই ছবির সেট থেকে তাঁর প্যাক-আপ দৃশ্যের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 4:17 PM IST

হায়দরাবাদ, 25 এপ্রিল:ঘোষণা হওয়ার পর থেকেই রশ্মিকা মান্দানা এবং ধনুশের আসন্ন ফিল্ম কুবের নিয়ে উৎসাহ তৈরি হয়েছে ভক্তদের মনে ৷ শেখর কাম্মুলা পরিচালিত এই ছবিটি একটি মবস্টার ড্রামা হিসেবে তুলে ধরা হচ্ছে, যেখানে আক্কিনেনি নাগার্জুন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । সাম্প্রতিক আপডেটে রশ্মিকা বৃহস্পতিবার সকালে কুবেরের সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শুটিং প্যাক আপের কথা বলা হয়েছে ৷

তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী রাতের আকাশের একটি ছবি শেয়ার করেছেন । ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন: "এবং এটি প্যাক আপ! # কুবের" ৷ আর এই পোস্টের মাধ্যমেই রশ্মিকা এটা নিশ্চিত করেছেন যে, অবশেষে তৈরি হচ্ছে কুবের, যা এখন প্রোডাকশনের পর্যায়ে রয়েছে ৷

এর আগে, এমন খবর ছিল যে কুবেরের জন্য শুটিং আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে তার প্রধান তারকাদের নিয়ে শুরু হয়েছে, যা শুনে ভক্তদের মধ্যে যথেষ্ট আগ্রহ ধরা পড়ে । জানা যায়, সাসপেন্স ড্রামা ফিল্মের শুটিং 23 এপ্রিল মুম্বইতে শুরু হয় । রশ্মিকা মন্দানাও ধনুশের শুটিং শিডিউলে যোগ দেন এবং নির্মাতারা তাঁদের অন্যান্য কাজের প্রতিশ্রুতি থাকার কারণে প্রথমে তাঁদের দৃশ্যগুলি শুট করতে চান ।

শুটিং দশ দিন চলবে বলে জল্পনা চলছে । সূত্রের খবর, নাগার্জুন রশ্মিকা ও ধনুশের সঙ্গে শুটিঙের শিডিউলে যোগ দিতে পারেন । তবে, নির্মাতারা এখনও শুটিং শিডিউলের কথা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেননি । খবরে বলা হয়েছে, কুবেরের বেশিরভাগ শুটিং হবে মুম্বইয়ের ধারাভিতে ।

জানা যায়, ধনুশ এই ছবিতে একজন গৃহহীন ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যিনি পরে একজন মাফিয়া প্রভু হয়ে ওঠেন । অতরঙ্গি তারকা এবং রশ্মিকা ছাড়াও, এই ছবিতে আক্কিনেনি নাগার্জুন ও জিম সার্ভ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন । শ্রী ভেঙ্কটেশ্বরা সিনেমাস এলএলপি-এর ব্যানারে সুনীল নারাং ছবিটির প্রযোজনা করেছেন এবং আর ছবির পরিচালক শেখর কামুলা । দেবী শ্রী প্রসাদকে ছবিটির সঙ্গীত রচনার দায়িত্ব দেওয়া হয়েছে । বলা হচ্ছে, ছবিটি নানা ভাষায় দেশজুড়ে মুক্তি পাবে ।

কুবের ছাড়াও রশ্মিকা তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার পুষ্পা: দ্য রুল-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন । সিক্যুয়েলে অল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের প্রধান ভূমিকায় রয়েছে । ছবিটিতে জগপতি বাবু, প্রকাশ রাজ, সুনীল, ধনঞ্জয়া, জগদীশ প্রতাপ এবং আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করবেন, যাঁদের সকলেই উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন ৷ মন্দানার কাছে রাহুল রবীন্দ্রণের সাসপেন্স ফিল্ম দ্য গার্লফ্রেন্ড পাইপলাইনে রয়েছে, যেটিতে তাঁর রোমান্টিক আগ্রহ রয়েছে যে চরিত্রকে ঘিরে, সেই চরিত্রে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি ।

আরও পড়ুন:

  1. ছোটপর্দার নতুন জুটি শন-অনুষ্কা, আজ থেকে শুরু ত্রিকোণ প্রেমের 'রোশনাই'
  2. রাহুল রায় এবার বাংলা ছবিতে, 'আশিকি' স্টারকে রাজি করানোর গল্প শোনালেন পরিচালক
  3. 'এই বয়সেও অ্যাকশন দৃশ্যের জন্য ডামি নেননি ধর্মেন্দ্র', একান্ত সাক্ষাৎকারে দাবি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details