ETV Bharat / state

যোগী মডেলে বাংলায় বুলডোজার ! ধূলিসাৎ সিপিআইএম পার্টি অফিস - BULLDOZERS DEMOLISHED CPM OFFICE

প্রশাসনের আধিকারিকের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল সিপিআইএমের কার্যালয় । সিপিএম নেতৃত্বের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ও রাজনৈতিক ইন্ধনে তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে ।

Government Destroy CPIM Party Office
ধূলিসাৎ সিপিআইএম পার্টি অফিস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 4:05 PM IST

দাসপুর, 14 জানুয়ারি: একদিকে গঠন করা হচ্ছে নতুন জেলা কমিটি ৷ ঠিক সেসময়েই জেলা প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল দাসপুরে সিপিআইএমের দলীয় কার্যালয় । বামেদের অভিযোগ, ঘটনাটি ইচ্ছাকৃত এবং প্ররোচিত । অন্যদিকে তৃণমূলের দাবি, অবৈধ জায়গায় তৈরি হয়েছিল বলেই ভাঙা হয়েছে । এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই ।

একসময় বুলডোজার নিয়ে অবৈধ উপায়ে নির্মিত বাড়িঘর ভেঙে ফেলার ছবি দেখা গিয়েছে । বারবার শিরোনামে উঠে এসেছে যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশের নাম । এবার বুলডোজার গল্প উঠে এল মেদিনীপুরে । ঘটনাটি ঘটেছে দাসপুর দু'নম্বর ব্লকের রানিচক এলাকায় । সেচ দফতরের জায়গায় গড়ে উঠেছে সিপিএমের শাখা কার্যালয় ৷ এই নিয়েই কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানানো হয় জেলাশাসক-সহ একাধিক প্রশাসনিক দফতরে ।

যোগী মডেলে বাংলায় বুলডোজার ! (ইটিভি ভারত)

তারপরেই জেলা প্রশাসনে নির্দেশ মতো সোমবার বিকেল নাগাদ দাসপুর থানার পুলিশ, সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট-সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল সিপিআইএমের রানিচক এলাকায় নির্মীয়মাণ কংক্রিটের শাখা কার্যালয়।

যদিও এলাকার সিপিএম নেতৃত্বের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ও রাজনৈতিক ইন্ধনে তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে । তাদের অভিযোগ, ঘাটাল থেকে দাসপুর, গোটা এলাকায় সেচ দফতরের জায়গার উপর তৈরি হয়েছে বড় বড় বিল্ডিং ৷ সেগুলিকে ছাড় দিয়ে শুধুমাত্র তাদের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হল । যদিও সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্বল মাখাল বলেন, ‘‘জেলাশাসকের নির্দেশেই সেচ দফতরের জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে ।’’

আরও পড়ুন

দাসপুর, 14 জানুয়ারি: একদিকে গঠন করা হচ্ছে নতুন জেলা কমিটি ৷ ঠিক সেসময়েই জেলা প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল দাসপুরে সিপিআইএমের দলীয় কার্যালয় । বামেদের অভিযোগ, ঘটনাটি ইচ্ছাকৃত এবং প্ররোচিত । অন্যদিকে তৃণমূলের দাবি, অবৈধ জায়গায় তৈরি হয়েছিল বলেই ভাঙা হয়েছে । এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই ।

একসময় বুলডোজার নিয়ে অবৈধ উপায়ে নির্মিত বাড়িঘর ভেঙে ফেলার ছবি দেখা গিয়েছে । বারবার শিরোনামে উঠে এসেছে যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশের নাম । এবার বুলডোজার গল্প উঠে এল মেদিনীপুরে । ঘটনাটি ঘটেছে দাসপুর দু'নম্বর ব্লকের রানিচক এলাকায় । সেচ দফতরের জায়গায় গড়ে উঠেছে সিপিএমের শাখা কার্যালয় ৷ এই নিয়েই কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানানো হয় জেলাশাসক-সহ একাধিক প্রশাসনিক দফতরে ।

যোগী মডেলে বাংলায় বুলডোজার ! (ইটিভি ভারত)

তারপরেই জেলা প্রশাসনে নির্দেশ মতো সোমবার বিকেল নাগাদ দাসপুর থানার পুলিশ, সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট-সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল সিপিআইএমের রানিচক এলাকায় নির্মীয়মাণ কংক্রিটের শাখা কার্যালয়।

যদিও এলাকার সিপিএম নেতৃত্বের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ও রাজনৈতিক ইন্ধনে তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে । তাদের অভিযোগ, ঘাটাল থেকে দাসপুর, গোটা এলাকায় সেচ দফতরের জায়গার উপর তৈরি হয়েছে বড় বড় বিল্ডিং ৷ সেগুলিকে ছাড় দিয়ে শুধুমাত্র তাদের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হল । যদিও সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্বল মাখাল বলেন, ‘‘জেলাশাসকের নির্দেশেই সেচ দফতরের জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.