ETV Bharat / entertainment

টাকা না দিলে অনলাইনে ছবি লিকের হুমকি ! পুলিশের দ্বারস্থ 'গেমচেঞ্জার' টিম - GAME CHANGER PIRACY

মোটা অঙ্কের টাকা না দিলে অনলাইনে ছবি লিক করে দেওয়ার হুমকি 'গেমচেঞ্জার' ছবির টিমকে ৷ সাইবার ক্রাইমের দ্বারস্থ নির্মাতারা ৷

Etv Bharat
পুলিশের দ্বারস্থ 'গেমচেঞ্জার' টিম (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 14, 2025, 1:09 PM IST

হায়দরাবাদ, 14 জানুয়ারি: টাকা হাতানোর নতুন ফাঁদে 'গেমচেঞ্জার' ছবির নির্মাতারা ৷ টাকা না দিলে অনলাইনে ছবি লিক করে দেওয়ার হুমকি ৷ সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ ছবির নির্মাতারা ৷ মকর সংক্রান্তি আবহে মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত 'গেমচেঞ্জার' ৷ রামচরণ ও কিয়ারা আদবানি অভিনীত ছবি একদিকে যখন বক্সঅফিসে সাফল্য দেখছে অন্যদিকে বিপাকেও পড়েছে ৷ ছবির মূল বিষয়বস্তু সামনে এসে যাওয়ায় বক্সঅফিসে সমস্যায় পড়েছে 'গেমচেঞ্জার' ছবি ৷

নির্মাতাদের তরফে অভিযোগে বলা হয়েছে, 45 জনের একটা গ্রুপের তরফে ছবির প্রযোজক ও মূল সদস্যদের হুমকি দেওয়া হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ ও সোশাল মিডিয়ায় সেই হুমকি বার্তা দেওয়া হয়েছে ৷ হুমকি মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে ৷ যদি তা না দেওয়া হয় তাহলে অনলাইনে ছবির মূল পার্ট লিক করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রযোজকরা দাবি মানতে অস্বীকার করে ৷ এরপরে সিনেমাটি মুক্তির দু'দিন আগে কিছু দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়।

শুধু তাই নয়, ছবি মুক্তির দিনই টেলিগ্রাম ও সোশাল মিডিয়াতে ছবির এইচডি ভার্সন ভাইরাল হয়ে যায় ৷ এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগার করে পুলিশে অভিযোগ জানানো হয়েছে ৷ প্রশাসনের তরফে পাইরেসির পিছনে থাকা কালপ্রিটদের খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ পাইরেসি আটকাতে ইতিমধ্যেই 'গেমচেঞ্জার' টিমের তরফে একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে নেতিবাচক কথা বলার অভিযোগ জানানো হয়েছে ৷

এখনও পর্যন্ত এতবড় বিপত্তির সামনে থেকেও প্রথমদিন ছবির কালেকশন তুলনামূলক ভালো এসেছে ৷ ভারতে ছবির আয় হয়েছে 88 কোটি টাকা ৷ যার মধ্যে হিন্দি ভার্সন থেকেই এসেছে 22.90 কোটি টাকা ৷ ছবির আয় চতুর্থ দিনে 52 শতাংশ কমে গিয়েছে ৷ তার মধ্যেও 100 কোটির ক্লাবে প্রবেশ করার মুখে 'গেমচেঞ্জার' ছবি ৷

হায়দরাবাদ, 14 জানুয়ারি: টাকা হাতানোর নতুন ফাঁদে 'গেমচেঞ্জার' ছবির নির্মাতারা ৷ টাকা না দিলে অনলাইনে ছবি লিক করে দেওয়ার হুমকি ৷ সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ ছবির নির্মাতারা ৷ মকর সংক্রান্তি আবহে মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত 'গেমচেঞ্জার' ৷ রামচরণ ও কিয়ারা আদবানি অভিনীত ছবি একদিকে যখন বক্সঅফিসে সাফল্য দেখছে অন্যদিকে বিপাকেও পড়েছে ৷ ছবির মূল বিষয়বস্তু সামনে এসে যাওয়ায় বক্সঅফিসে সমস্যায় পড়েছে 'গেমচেঞ্জার' ছবি ৷

নির্মাতাদের তরফে অভিযোগে বলা হয়েছে, 45 জনের একটা গ্রুপের তরফে ছবির প্রযোজক ও মূল সদস্যদের হুমকি দেওয়া হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ ও সোশাল মিডিয়ায় সেই হুমকি বার্তা দেওয়া হয়েছে ৷ হুমকি মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে ৷ যদি তা না দেওয়া হয় তাহলে অনলাইনে ছবির মূল পার্ট লিক করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রযোজকরা দাবি মানতে অস্বীকার করে ৷ এরপরে সিনেমাটি মুক্তির দু'দিন আগে কিছু দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়।

শুধু তাই নয়, ছবি মুক্তির দিনই টেলিগ্রাম ও সোশাল মিডিয়াতে ছবির এইচডি ভার্সন ভাইরাল হয়ে যায় ৷ এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগার করে পুলিশে অভিযোগ জানানো হয়েছে ৷ প্রশাসনের তরফে পাইরেসির পিছনে থাকা কালপ্রিটদের খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ পাইরেসি আটকাতে ইতিমধ্যেই 'গেমচেঞ্জার' টিমের তরফে একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে নেতিবাচক কথা বলার অভিযোগ জানানো হয়েছে ৷

এখনও পর্যন্ত এতবড় বিপত্তির সামনে থেকেও প্রথমদিন ছবির কালেকশন তুলনামূলক ভালো এসেছে ৷ ভারতে ছবির আয় হয়েছে 88 কোটি টাকা ৷ যার মধ্যে হিন্দি ভার্সন থেকেই এসেছে 22.90 কোটি টাকা ৷ ছবির আয় চতুর্থ দিনে 52 শতাংশ কমে গিয়েছে ৷ তার মধ্যেও 100 কোটির ক্লাবে প্রবেশ করার মুখে 'গেমচেঞ্জার' ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.