ETV Bharat / state

রাতভর গান গেয়ে টুসু ঠাকুরকে জাগিয়ে রাখল মহিলা-শিশুরা, বিসর্জন সংক্রান্তির ভোরে - TUSU PUJA

মকর সংক্রান্তির আগে সারা রাত ধরে গ্রাম বাংলার টুসু পুজোর প্রস্তুতি চলে ৷ গান গেয়ে টুসু ঠাকুরকে জাগিয়ে রাখা হয় ৷ সকালে হয় বিসর্জন ৷

Tusu puja
মকর সংক্রান্তির আগে গ্রামবাংলায় টুসু পুজো (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 3:58 PM IST

চন্দ্রকোনা, 14 জানুয়ারি: আজ মকর সংক্রান্তি । বাংলা আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্য়ে একটি । এই মকর সংক্রান্তির আগে টুসু পুজো হয় গ্রামবাংলায় । নিয়ম মেনে সোমবার রাতে সেই টুসু পুজোয় মেতে উঠলেন চন্দ্রকোনাবাসী ।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর-সহ গোটা জঙ্গলমহল এলাকায় এই মকর সংক্রান্তিতে টুসু পুজোর বিশেষ চল রয়েছে । আগে পৌষ মাসের শুরু থেকেই গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে দেখা যেত টুসু পুজো । এখন অবশ্য টুসু পুজো আর খুব একটা দেখতে পাওয়া যায় না । মূলত এই পুজোর ধরন হল, এক মাস ধরে পুজো করার পর পৌষ সংক্রান্তির সকালে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় এই মাটির টুসু ঠাকুর । যদিও তার আগে নিয়ম মেনে গোটা রাত জুড়ে টুসু ঠাকুর জাগরণে থাকেন গ্রামের মহিলা থেকে শিশুরা ।

গান গেয়ে টুসুকে জাগিয়ে রাখলেন মহিলা থেকে শিশুরা (ইটিভি ভারত)

এবারও তার ব্যতিক্রম হল না । এরকমই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বাঁশদহ গ্রামের মিদ্যা পাড়ায় । এই পাড়ার মহিলারা রাত দ্বিপ্রহর পর্যন্ত গান গেয়ে টুসু ঠাকুরকে জাগিয়ে রাখলেন । এরপর ভোররাতে দল বেঁধে ঠাকুর কোলে নিয়ে নদীর পথে বেরিয়ে পড়েন গ্রামের মহিলারা । তারপর টুসু গান গেয়ে তাঁরা বাড়ি বাড়ি পিঠে চেয়ে বেড়ান । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর জলে অথবা নদীর পাড়ে এই টুসু ঠাকুরকে রেখে দিয়ে তারা পুণ্যস্নান করে বাড়ি ফেরেন । এরকমই এক জঙ্গলমহলের টুসু পরবের ছবি দেখা গেল চন্দ্রকোনাতে ।

Tusu puja
টুসু পুজোয় মেতে উঠল শিশুরা (নিজস্ব ছবি)

এ বিষয়ে টুসু পুজোর আয়োজক প্রতিমা সর্দার বলেন, "আগেকার দিনে টুসু পুজোর ব্যাপক প্রচলন ছিল ৷ কিন্তু বর্তমানে অনেকটা কমে গিয়েছে টুসু পুজো । আমরা প্রায় এক মাস ধরে এই টুসু প্রতিমাকে নিয়ে রাত জেগে থাকি । এরপর এই মকর সংক্রান্তিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিমাকে আমরা বিসর্জন দিই জলাশয়, নদী অথবা পুকুরে । সেই সঙ্গে পরম্পরা মেনে পিঠেপুলির আয়োজন করা হয় বাড়িতে বাড়িতে ।"

Tusu puja
টুসু পুজো (নিজস্ব ছবি)

উল্লেখ্য, টুসু মকর সংক্রান্তির এক বিশেষ উৎসব । প্রতিবছর মাঘ মাস শুরুর আগে পৌষ সংক্রান্তিতে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে । নদীকেন্দ্রিক এই উৎসব রাঢ় অঞ্চলের উৎসব নামেও পরিচিত । নতুন ফসল কাটার আনন্দে কৃষি প্রধান সমাজের বিশ্বাসকে নিয়েই টুসু উৎসব । গ্রামের পাশাপাশি শহরেও টুসু উৎসব দেখা যায় । বিভিন্ন গ্রামে টুসু উৎসবকে ঘিরে মেলাও বসে । কোনও কোনও জায়গায় আবার টুসুর এই প্রতিমা নিয়ে বাড়ি বাড়ি পিঠে চাইতে যাওয়ার প্রচলন রয়েছে । তবে একসঙ্গে মিলে টুসু গান করে এই পুজোয় সামিল হয়ে টুসুর ঐতিহ্য টিকিয়ে রেখেছে বেশকিছু জাতি ও উপজাতির মানুষ ।

Tusu puja
রাত জেগে টুসু পুজো চন্দ্রকোনায় (নিজস্ব ছবি)

এক সময় গোটা মেদিনীপুর জুড়েই এই টুসু উৎসবে মেতে উঠত মানুষজন । বিশেষ করে শালবনি, গড়বেতা, অন্যদিকে কেশপুর ও দাসপুর-সহ ডেবরা, পিংলা ও মেদিনীপুর শহরেও টুসুর ব্যাপক প্রচলন ছিল । কিন্তু কালের নিয়মে সেই রমরমা আর নেই ৷ যৌথ পরিবারের সংখ্যা কমে আসাকেই এর কারণ হিসেবে মনে করে ওয়াকিবহাল মহল ৷

চন্দ্রকোনা, 14 জানুয়ারি: আজ মকর সংক্রান্তি । বাংলা আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্য়ে একটি । এই মকর সংক্রান্তির আগে টুসু পুজো হয় গ্রামবাংলায় । নিয়ম মেনে সোমবার রাতে সেই টুসু পুজোয় মেতে উঠলেন চন্দ্রকোনাবাসী ।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর-সহ গোটা জঙ্গলমহল এলাকায় এই মকর সংক্রান্তিতে টুসু পুজোর বিশেষ চল রয়েছে । আগে পৌষ মাসের শুরু থেকেই গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে দেখা যেত টুসু পুজো । এখন অবশ্য টুসু পুজো আর খুব একটা দেখতে পাওয়া যায় না । মূলত এই পুজোর ধরন হল, এক মাস ধরে পুজো করার পর পৌষ সংক্রান্তির সকালে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় এই মাটির টুসু ঠাকুর । যদিও তার আগে নিয়ম মেনে গোটা রাত জুড়ে টুসু ঠাকুর জাগরণে থাকেন গ্রামের মহিলা থেকে শিশুরা ।

গান গেয়ে টুসুকে জাগিয়ে রাখলেন মহিলা থেকে শিশুরা (ইটিভি ভারত)

এবারও তার ব্যতিক্রম হল না । এরকমই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বাঁশদহ গ্রামের মিদ্যা পাড়ায় । এই পাড়ার মহিলারা রাত দ্বিপ্রহর পর্যন্ত গান গেয়ে টুসু ঠাকুরকে জাগিয়ে রাখলেন । এরপর ভোররাতে দল বেঁধে ঠাকুর কোলে নিয়ে নদীর পথে বেরিয়ে পড়েন গ্রামের মহিলারা । তারপর টুসু গান গেয়ে তাঁরা বাড়ি বাড়ি পিঠে চেয়ে বেড়ান । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর জলে অথবা নদীর পাড়ে এই টুসু ঠাকুরকে রেখে দিয়ে তারা পুণ্যস্নান করে বাড়ি ফেরেন । এরকমই এক জঙ্গলমহলের টুসু পরবের ছবি দেখা গেল চন্দ্রকোনাতে ।

Tusu puja
টুসু পুজোয় মেতে উঠল শিশুরা (নিজস্ব ছবি)

এ বিষয়ে টুসু পুজোর আয়োজক প্রতিমা সর্দার বলেন, "আগেকার দিনে টুসু পুজোর ব্যাপক প্রচলন ছিল ৷ কিন্তু বর্তমানে অনেকটা কমে গিয়েছে টুসু পুজো । আমরা প্রায় এক মাস ধরে এই টুসু প্রতিমাকে নিয়ে রাত জেগে থাকি । এরপর এই মকর সংক্রান্তিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিমাকে আমরা বিসর্জন দিই জলাশয়, নদী অথবা পুকুরে । সেই সঙ্গে পরম্পরা মেনে পিঠেপুলির আয়োজন করা হয় বাড়িতে বাড়িতে ।"

Tusu puja
টুসু পুজো (নিজস্ব ছবি)

উল্লেখ্য, টুসু মকর সংক্রান্তির এক বিশেষ উৎসব । প্রতিবছর মাঘ মাস শুরুর আগে পৌষ সংক্রান্তিতে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে । নদীকেন্দ্রিক এই উৎসব রাঢ় অঞ্চলের উৎসব নামেও পরিচিত । নতুন ফসল কাটার আনন্দে কৃষি প্রধান সমাজের বিশ্বাসকে নিয়েই টুসু উৎসব । গ্রামের পাশাপাশি শহরেও টুসু উৎসব দেখা যায় । বিভিন্ন গ্রামে টুসু উৎসবকে ঘিরে মেলাও বসে । কোনও কোনও জায়গায় আবার টুসুর এই প্রতিমা নিয়ে বাড়ি বাড়ি পিঠে চাইতে যাওয়ার প্রচলন রয়েছে । তবে একসঙ্গে মিলে টুসু গান করে এই পুজোয় সামিল হয়ে টুসুর ঐতিহ্য টিকিয়ে রেখেছে বেশকিছু জাতি ও উপজাতির মানুষ ।

Tusu puja
রাত জেগে টুসু পুজো চন্দ্রকোনায় (নিজস্ব ছবি)

এক সময় গোটা মেদিনীপুর জুড়েই এই টুসু উৎসবে মেতে উঠত মানুষজন । বিশেষ করে শালবনি, গড়বেতা, অন্যদিকে কেশপুর ও দাসপুর-সহ ডেবরা, পিংলা ও মেদিনীপুর শহরেও টুসুর ব্যাপক প্রচলন ছিল । কিন্তু কালের নিয়মে সেই রমরমা আর নেই ৷ যৌথ পরিবারের সংখ্যা কমে আসাকেই এর কারণ হিসেবে মনে করে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.