পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দেশের উন্নয়নে কাকে চায় জেন জি, ভিডিয়ো বার্তায় জানালেন কিরণ খের - Vote for Modi Song - VOTE FOR MODI SONG

Kiran Kher Social Media Post: চণ্ডিগড় লোকসভা কেন্দ্র থেকে এবার নির্বাচনে দাঁড়াননি অভিনেত্রী তথা বিজেপির বিদায়ী সাংসদ কিরণ খের ৷ শারীরিক অসুস্থতার জন্য তিনি নাকি সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে ৷ তবে অন্যরকম ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কিরণ ৷

Kiran Kher Social Media Post
কিরণ খেরের নতুন ভিডিয়ো পোস্ট

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 8:32 PM IST

হায়দরাবাদ, 19 এপ্রিল: শুরু হয়েছে দেশের বৃহত্তর গণতান্ত্রিত উৎসব ৷ ছয় সপ্তাহ ধরে সাত দফায় অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ প্রথম দফার ভোটে একদিকে যেমন বাংলার তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার রয়েছে তেমনই দেশের 102টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় ৷ এবারের নির্বাচনে ইয়ং জেনারেশন কাকে চাইছে, তার ঝলক দেখালেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ কিরণ খের ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনব ভিডিয়ো !

চলতি বছর লোকসভার ভোটে লড়ছেন না কিরণ ৷ এর আগে তিনি ছিলেন চণ্ডিগড়ের সাংসদ ৷ এবার সেই জায়গা থেকে লড়াই করছেন বিজেপি প্রার্থী সঞ্জয় ট্যান্ডন ৷ ফলে অনেকেই ভেবেছিলেন, হয়তো মন খারাপ হবে অভিনেত্রী তথা বিদায়ী সাংসদের ৷ তবে ছবিটা একেবারে উলটো ৷ নতুন উদ্যোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে প্রচার সারছেন কিরণ ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন একটি গানের ভিডিয়ো ৷ সঙ্গে লিখলেন, "24x7 ফর 2047 ৷ মোদিকে ভোট দিন ৷ ভোট দিন সবচেয়ে সেরা সময়ের জন্য ৷"

দিন কয়েক আগে থেকেই এই বিষয়টির প্রচার করে আসছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলছেন, 2047 সালে ভারতের স্বাধীনতী 100 বছরে পা দেবে ৷ তখন যাতে ভারত উন্নত দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য এখন থেকে সপ্তাহে সাত দিন 24 ঘণ্টা করে তাঁরা পরিশ্রম করছেন ৷ এই বিষয়টিকেই পোস্টে ফিরিয়ে আনলেন বিজেপির বিদায়ী সাংসদ কিরণ ৷

প্রসঙ্গত, চলতি বছর নির্বাচনে না দাঁড়ানো নিয়ে কিরণ জানিয়েছিলেন, দু'মাস আগে তিনি ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছেন ৷ এরপর এক মিটিংয়ে তিনি দেখা করেন দলের সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সেখানেই তিনি নাকি জানিয়েছিলেন, অসুস্থতার কারণে নির্বাচনে লড়াই করতে পারবেন না ৷ তাঁকে চিকিৎসার জন্য মুম্বইয়ে থাকতে হবে ৷ ফলে এবার চণ্ডিগড় কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই থেকে বিরত থাকলেন অভিনেত্রী তথা বিজেপির বিদায়ী সাংসদ কিরণ খের ৷

ABOUT THE AUTHOR

...view details