পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পরিচালকের আসনে ক্যাটরিনা! অভিনেত্রীর নয়া সফরের ভিডিয়ো প্রকাশ্যে

অভিনয়ের পর এবার সোজা পরিচালকের আসনে ৷ নতুন সফর শুরু করতে চলেছেন ক্যাটরিনা কাইফ ৷

Katrina Kaif
পরিচালকের আসনে ক্যাটরিনা! (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 28, 2024, 1:50 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছে 'মেরি ক্রিসমাস' ছবিতে ৷ চলতি বছর 12 জানুয়ারি মুক্তি পায় এই ছবি ৷ বক্সঅফিসে সেই ছবি বড় সাফল্য আনতে না পারলেও দর্শকদের নজর কাড়ে ক্যাটরিনার অভিনয় ৷ এবার অন্যরূপে দর্শকরা পেতে চলেছে অভিনেত্রীকে ৷ নতুন জার্নি শুরু করতে প্রস্তুত ভিকি কৌশলের স্ত্রী ৷

অভিনয়ের পর এবার ক্যাপ্টেন অফ দ্য শিপের দায়িত্ব পালন করতে প্রস্তুত ক্যাটরিনা ৷ প্রথমবার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন 'টাইগার জিন্দা হ্যায়' ছবির জোয়া ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিয়ো দেখে তেমনই মনে করা হচ্ছে ৷

তবে নেটিজেনরা বলছেন অন্য কথা ৷ ক্যাটের ভাইরাল ভিডিয়ো দেখে অনেক ইউজার বলছেন, এটি একটি ফোনের বিজ্ঞাপন ৷ এক্স হ্যান্ডেলে (টুইটার) এক অনুরাগী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "ক্যাটরিনাকে দেখা যাবে শিয়ামির বিজ্ঞাপনে অ্যাকশন অবতারে ৷ এখনও পর্যন্ত সামনে আসেনি এই ভিডিয়োর পুরো ঝলক কবে আসবে৷ " আবার এক অনুরাগী লেখেন, "আমি এই বিষয়ে ভীষণই এক্সসাইটেড ৷ বিজ্ঞাপনের নাম এখনও পর্যন্ত জানা যায়নি ৷" পাশাপাশি, অভিনেত্রীর তরফ থেকেও অফিসিয়াল কোনও মন্তব্য সামনে আসেনি ৷

উল্লেখ্য, অনেকটা সময় কেটে গিয়েছে ৷ এখনও পর্যন্ত ক্যাটরিনার তরফে তাঁর পরবর্তী প্রোজেক্ট নিয়ে কোনও কিছু সামনে আসেনি ৷ ফলে, পর্দায় ক্যাটরিনাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা ৷ আশা করা যায়, অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসাবে যদি ক্যাটরিনা আসেন সেখানে ঝড় তুলবেন ৷

ABOUT THE AUTHOR

...view details