হায়দরাবাদ, 30 নভেম্বর: দক্ষিণী তারকা আল্লু অর্জুন ব্যস্ত রয়েছেন 'পুষ্পা 2: দ্য রুল' ছবির প্রচারে। আগামী 5 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পুষ্পা ২: দ্য রুল'। গত শুক্রবার অর্থাৎ 29 নভেম্বর ছবির প্রচারে মুম্বই গিয়েছিলেন সুপারস্টার ও পুষ্পা 2-এর টিম। এদিন অনুষ্ঠানে সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার পাশাপাশি বলিউডে কাজ করার বিষয়ে কথা বলেন আল্লু অর্জুন।
অনুষ্ঠানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া প্রসঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে আল্লু অর্জুন বলেন, "এটা আমার জন্য অনেক সম্মানের। আমি সবাইকে বলতে চাই, আমি আগে পরিচালক সুকুমারকে বলেছিলাম যে সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কারের জন্য চেষ্টা করতে চাই ৷ আমি অভিনয়ের মাধ্যমে ছবির মান সেই স্তরে নিয়ে যেতে চাই যেখানে আমিও জাতীয় পুরস্কার জেতার প্রতিযোগিতায় তালিকায় থাকতে পারি ৷ তিনি (সুকুমার) আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এটি করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।"
এই কথা শুনে পরিচালক সুকুমার বলেন, "আমরা এমন একটি ছবি বানাবো যাতে সবাই অনুভব করবে যে আপনার অভিনয় জাতীয় পুরস্কারের দাবি রাখবে।" 'পুষ্পরাজ' আরও বলেন, "এই পুরস্কার জিততে চাওয়ার আরও একটা বড় কারণ ছিল যে গত 69 বছরে কোনও তেলেগু অভিনেতা জাতীয় পুরস্কার পাননি। এটা আমার মনে বিঁধত ৷ ফলে পুষ্পা ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া সেই স্বপ্ন সফল করেছে ৷ আর এটা সত্যি হয়েছে পরিচালক সুকুমারের জন্যই ৷"
এরপরেই অনুষ্ঠানে প্রশ্ন ওঠে বলিউডে কাজ করার প্রসঙ্গ নিয়ে ৷ এই প্রশ্ন শুনে আল্লু বলেন, "বলিউডে হিন্দি সিনেমা করা একটা বড় বিষয় ৷ হিন্দি ছবি করা আমাদের কাছে অনেক দূরের ব্যাপার। হতে পারে জীবনে একটা বা দুটো হিন্দি সিনেমা করব ৷ আসলে হিন্দি সিনেমা করার সেই মানসিকতা তৈরি করা, তারপর এখানে দাঁড়ানোটা আমার জন্য বড় ব্যাপার।আমরা দু'জন (অভিনেতা ও পরিচালক সুকুমার) একই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছি ৷ একটা ন্যাশনাল সুপারহিট অ্যালবাম উপহার দিয়েছি ৷ এখনও পর্যন্ত এটা আমাদের কাছে মহা মূল্যবান বিষয় ৷"
প্রসঙ্গত, 5 ডিসেম্বর 'পুষ্পা 2: দ্য রুল' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ অ্যাডভান্স বুকিং দেখে আন্দাজ এই ছবি প্রথম দিনেই বক্সঅফিসে তুফান আনবে ৷