নয়াদিল্লি, 1 ডিসেম্বর: রাজনীতির রং লাগিয়ে ভারতের ইতিহাসকে জটিলভাবে পরিবেশন করা হয়েছে ৷ টিপু সুলতানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল ৷ শনিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে এমনটাই জানন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তাঁর দাবি, একদা মহীশূরের শাসক টিপু সুলতান সম্পর্কে 'বিশেষ ব্যাখ্যা' দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে ৷
মহীশূরের শাসক সম্পর্কে সম্প্রটি একটি বই লিখেছেন ইতিহাসবিদ বিক্রম সম্পাত ৷ বইয়ের নাম 'টিপু সুলতান: দ্য সাগা অফ মাইসোর ইন্টেরেগনাম 1761-1799' ৷ এদিন সেই বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, "ভারতীয় ইতিহাসে টিপু সুলতানকে জটিল ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ আবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর অবদানকেও ব্যাখ্যা করা হয়েছে ৷ পাশাপাশি, মহীশূর, কুর্গ ও মালাবার এলাকায় তাঁর গুরুত্বের কথাও কোথাও কোথাও তুলে ধরা হয়েছে ৷"
বিদেশমন্ত্রীর দাবি, "আসলে টিপু সুলতানের বিষয়ে কোথাও সঠিক বর্ণনা করা হয়নি ৷ তাঁর শাসনকালের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলিকে বাদ রাখা হয়েছে ৷" ক্ষমতায় টিকে থাকার জন্য সঠিক তথ্যগুলিকে ইতিহাসের পাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন এস জয়শঙ্কর ৷ তিনি বলেন, "তবে আমরা ভোট ব্যাঙ্কের উপর ভরসা করি না ৷ আমরা কারও দাসত্ব মেনে চলি না ৷ সুতরাং, বর্তমান সময়ে ইতিহাসের সেই সমস্ত তথ্যগুলি প্রকাশ করতে আর কোনও বাধা নেই ৷"
এস জয়শঙ্করের কথায়, সম্পাতের বইটিকে একটি জীবনী বলা উপযুক্ত হবে । তিনি বলেন, "বইটিতে টিপু সুলতান সম্পর্কে সঠিক তথ্যগুলিকে তুলে ধরা হয়েছে ৷ বইটি পড়ে পাঠক যাতে নিজের সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণে বিভিন্ন জটিল দিকগুলিকেও সহজ প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে ।" বিদেশমন্ত্রী জানান, তবে এই কাজের জন্য লেখক তথা ইতিহাসবিদকে 'রক্ষণশীলতার অনেক বাধা অতিক্রম করতে হয়েছে ৷'
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টিপু সুলতানের বিদেশ নীতির দিক নিয়ে এদিন আলোচনা করেন । তিনি বলেন, "ব্রিটিশদের মোকাবিলা করার জন্য, ফরাসিদের সঙ্গে মিত্রতা করতে টিপু সুলতানের কোনও দ্বিধা ছিল না । ফলে তাঁর বিদেশনীতিও যথেষ্ট প্রশংসনীয় ৷"