কলকাতা, 1 ডিসেম্বর: 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভানু'। এবার 'বেঙ্গলি প্যানোরমা কম্পিটিশন' বিভাগের জন্য মনোনিত হয়েছে 'ভানু'। 1875 সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খানিকটা অংশ উঠে এসেছে। জানা গিয়েছে তাঁর বিদেশ যাওয়ার আগের মুহূর্ত, সর্বোপরি তাঁর 'ভানুসিংহের পদাবলী' লেখার সময় কালকে ধরা হয়েছে ছবিতে।
রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন দশম শ্রেণীর ছাত্র তথা 'নেতাজি' ধারাবাহিক খ্যাত অঙ্কিত মজুমদার। 'নেতাজি' ছাড়াও বহু ধারাবাহিক এবং সিনেমা, ওয়েবে দক্ষতার সঙ্গে কাজ করেছে অঙ্কিত। এই চরিত্রে অভিনয়ের জন্য কেমন ছিল তাঁর প্রস্তুতি? জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে।
ইটিভি ভারত: রবি ঠাকুরের চরিত্র। নিজেকে তৈরি করলে কীভাবে? ওয়ার্ক শপ হয়েছে?
অঙ্কিত: নিজেকে আইসোলেট করে দিয়েছিলাম কয়েকটা দিন। বন্ধুদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম। রবি ঠাকুরের মতো করে হাঁটা চলা, কথা বলার চেষ্টা করতাম রিয়েল লাইফেও। চরিত্রটা যেহেতু রবীন্দ্রনাথ তাই নিজের মধ্যে শান্তভাব নিয়ে আসতে হয়েছে। তা ছাড়াও চোখটা আমার বারবার ফটফট করে সুইচ করে সেটাকে আটকাতে হয়েছে। মেন্টর বলেছিলেন আমার ভুরু নাকি খুব নাচে। সেটাও কন্ট্রোল করতে হয়েছে। বাকিটা ওয়ার্কশপের মাধ্যমে হয়ে গিয়েছে। শুটিংঙের থেকেও বেশি ওয়ার্কশপ হয়েছিল আমাদের।
ইটিভি ভারত: রবি ঠাকুরের কোনও বই ঘাঁটোনি?
অঙ্কিত: 'জীবন স্মৃতি' আর 'ছেলেবেলা' পড়েছিলাম। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেখানে যা লেখা পেতাম পড়তাম। মানুষটিকে জানার জন্য। আসলে যখন যে চরিত্রটা করি তখন সেটার প্রতি আমার আগ্রহ বাড়তে থাকে। আর আমি ওটার মধ্যেই পড়ে থাকি।
ইটিভি ভারত: এর আগে 'নেতাজি' করেছ। এরকম আরও পিরিয়ড ড্রামা করতে চাও ভবিষ্যতে?
অঙ্কিত: অবশ্যই করব পিরিয়ড ড্রামা। এরকম রোল খুব চ্যালেঞ্জিং হয়। নেতাজির থেকেও ভানু বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। চ্যালেঞ্জিং চরিত্র করতেই বেশি ভালো লাগে। যেখানে অনেক রিসার্চ, অনেক অনুশীলন করতে হয় এমন চরিত্র করতে আমার ভালো লাগে। চ্যালেঞ্জিং চরিত্র না হলে আমি করতেও পারি না মনে হয় ঠিকভাবে।
ইটিভি ভারত: মেগা সিরিয়ালে ভালো রোল পেলে করবে?
অঙ্কিত: নিশ্চয়ই করব। কিন্তু ওই যে বললাম এখন মেজর রোল করব না। ভবিষ্যতে ভালো রোল পেলে করব তো অবশ্যই।
ইটিভি ভারত: এর মধ্যে কোন সিনেমা দেখলে?
অঙ্কিত: 'বহুরূপী' দেখলাম সিনেমা হলে গিয়ে।