হায়দরাবাদ, 13 নভেম্বর: দক্ষিণ সুপারস্টার সুরিয়া এবং বলিউড তারকা ববি দেওল অভিনীত অ্যাকশন ড্রামা ছবি 'কাঙ্গুভা' মুক্তি পাচ্ছে আগামীকাল অর্থাৎ 14 নভেম্বর ৷ শুরু থেকেই গ্লোবালি এই ছবির ক্রেজ দর্শকদের মধ্যে দেখা দিয়েছে ৷ 'কাঙ্গুভা' 2024 সালের সবচেয়ে বড় বাজেটের ছবি (300 থেকে 400 কোটি টাকা) বলে মনে করা হচ্ছে।
'কাঙ্গুভা' পরিচালনা করেছেন শিব। 'কাঙ্গুভা'র নির্মাতাদের দাবি, বিশ্বব্যাপী এই ছবি 2 হাজার কোটি টাকা আয় করতে পারবে৷ একই সঙ্গে প্রথম দিনেই অগ্রিম বুকিংয়ে ছবির ঝুলিতে এসেছে মোটা টাকা ৷ আপাতত অ্যাডভান্স বুকিং দেখে অনুমান করা যেতে পারে প্রথম দিন 'কাঙ্গুভা' কত কোটি টাকা আয় করতে পারবে ৷
তামিল সুপারস্টার সুরিয়া ফ্যান ফলোয়ার বিশাল ৷ অনুরাগীরা তাঁর ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুরিয়াকে শেষবার 2021 সালে 'জয় ভীম' ছবিতে দেখা গিয়েছে ৷ এই ছবি সারা দেশে জনপ্রিয়তা লাভ করেছিল ৷ এর তিনবছর পর ফের বড়পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা সুরিয়া ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, কাঙ্গুভা অ্যাডভান্স বুকিংয়ে ইতিমধ্যেই আয় করে নিয়েছে 9 কোটি টাকার বেশি।
প্রথম দিনের কালেকশন কেমন হতে পারে...
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক সাক্ষাৎকারে 'কাঙ্গুভা'-র বক্সঅফিস কালেকশন নিয়ে কথা বলেছেন। রমেশ বালা 'কাঙ্গুভা'র নির্মাতাদের বক্তব্যকে অস্বীকার করেছেন ৷ যেখানে নির্মাতাদের দাবি ছিল 2 হাজার কোটি টাকা আয় করবে 'কাঙ্গুভা' ৷ তাঁর মতে, দেশের মাটিতে ছবির বুকিং ঠিকঠাক না হলেও বিদেশে অগ্রিম বুকিং বাড়ছে। দেশে অ্যাডভান্স বুকিংয়ে এই ছবির আয় হয়েছে মাত্র 1 কোটি টাকা ৷ রমেশ বালার মতে, 'কাঙ্গুভা' তামিলনাড়ুতে প্রথম দিনে মাত্র 20 কোটি টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে এবং বিশ্বব্যাপী 75 কোটি টাকা আয় করতে পারে।
কাঙ্গুভা অ্য়াডভান্স বুকিং
'কাঙ্গুভা' প্রথম দিনে 90 হাজার টিকিট বিক্রি করে অগ্রিম বুকিংয়ে ভারতে আয় করেছে 1.58 কোটি টাকা। একই সময়ে, তামিলনাড়ুতে, 12ই নভেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত, কাঙ্গুভা প্রথম দিনে 58 লাখ টাকা আয় করেছে এবং 46টি শো হাউসফুল হয়ে গিয়েছে। তেলেঙ্গানায়, প্রথম দিনে অগ্রিম বুকিং থেকে 21 লক্ষ টাকা আয় হয়েছে। জানা গেছে, এক ঘণ্টায় পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি হচ্ছে। একই সময়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটি 1,33,484 ডলার সংগ্রহ করেছে । হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু ও মালায়লম ভাষায় মুক্তি পাচ্ছে 'কাঙ্গুভা' ৷