পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ট্রেলারেই বাজিমাত 'কল্কি'র, প্রভাসকে হারাতে ময়দানে বাংলার শাশ্বত - Kalki 2898 AD Trailer release - KALKI 2898 AD TRAILER RELEASE

Kalki 2898 AD Trailer release: মুক্তি পেল কল্কি 2898 এডি-র ট্রেলার ৷ তবে তার আগেই আমেরিকায় খুলে গেল প্রভাসের ছবির আগাম বুকিং ৷

ETV BHARAT
মুক্তি পেল কল্কির ট্রেলার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 5:04 PM IST

Updated : Jun 10, 2024, 8:28 PM IST

হায়দরাবাদ, 10 জুন: শুরু হতে চলেছে নতুন যুগ। নাগ অশ্বিনের হাত ধরে দুষ্টের দমন করতে আসছে ভৈরব। মুক্তি পেল কল্কি2898এডি ট্রেলার। 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কাড়ল গ্রাফিক্সের চমক। খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। 'বাহুবলী' তারকা প্রভাসের বিপরীতে খলনায়ক বাংলার 'বব বিশ্বাস'। প্রথম লুকে বাজিমাত করলেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকা পাড়ুকোন। ট্রেলার মুক্তির এক ঘণ্টার মধ্যেই প্রায় এক মিলিয়ন মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। পাশাপাশি এখন থেকেই আমেরিকায় অগ্রিম বুকিং খুলে দেওয়া হয়েছে ৷

খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ৷ সেই পোস্টে রয়েছে ছবিটির একটি পোস্টার ৷ সেখানে লেখা রয়েছে, "বুকিং এখন খোলা"। পোস্টের ক্যাপশনে লেখা, "রাইডাররা প্রস্তুত । গিয়ারও টপে রয়েছে । কেন অপেক্ষা করব ? চলুন - ফুল স্পিড ডার্লিংস ! #কল্কি2898এডি বুকিং এখনই খোলা !" এই পোস্টে এও জানানো হয় যে, আরও বিস্ফোরক ঘোষণা আসতে চলেছে ৷ এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, "কল্কি 2000কোটি লোডিং।"

নির্মাতারা আজ সন্ধে সাতটায় কল্কি 2898 এডি-র ট্রেলার প্রকাশ করতে চলেছেন । সাই-ফাই ড্রামার ব্যানার বৈজয়ন্তী মুভিজ কল্কি 2898 এডি-র ট্রেলার প্রকাশের আপডেট শেয়ার করেছে এবং লিখেছে, "হি রিমেইনস আনডিফিটেড 💥💥💥 #কল্কি2898এডি ট্রেলার আজ সন্ধ্যা সাতটায় প্রকাশিত হচ্ছে ।"

নাগ অশ্বিনের পরিচালনায় এই ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি এবং দালকের সলমান ৷ ইতিমধ্যেই উত্তর আমেরিকায় এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ আর সেই কারণেই ট্রেলার মুক্তির আগেই খুলে দেওয়া হয়েছে অগ্রিম বুকিং । ছবিটি 27 জুন পর্দায় মুক্তি পাবে ৷ ভক্তরা অধীর আগ্রহে তার জন্য দিন গুনছেন ৷ বুকিং খোলার মাত্র তিন দিনে স্ক্রিনের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে । প্রভাস, কমল হাসান এবং রানা ডাগ্গুবতীর উপস্থিতিতে গত বছর সান দিয়েগো কমিক-কন-এ ছবিটির ফার্স্ট লুক উন্মোচন করা হয় । এই ছবি 26 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ।

এই ছবি নিয়ে হাইপ তৈরি করতে নির্মাতারা সম্প্রতি হায়দরাবাদে একটি জমকালো ইভেন্টের আয়োজন করেন ৷ সেখানে প্রভাস ফিল্মে তাঁর গাড়ি 'বুজ্জি' লঞ্চ করেন । গাড়িটিকে এখন দেশব্যাপী সফরে নিয়ে যাওয়া হচ্ছে, যা ভক্তদের কাছের থেকে দেখার সুযোগ করে দিচ্ছে ৷ 3102 বিসি থেকে 2898 এডি পর্যন্ত বিস্তৃত ফিল্মের গল্পের প্রেক্ষাপট প্রদানের জন্য একটি অ্যানিমেশন প্রিলিউড চালু করা হয়েছে ।

Last Updated : Jun 10, 2024, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details