পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আরও বাড়ল অপেক্ষা, কবে ওটিটিতে আসছে কল্কি ? - Kalki 2898 AD OTT Release - KALKI 2898 AD OTT RELEASE

Kalki 2898 AD OTT Release: নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে । এবার প্রভাস অভিনীত ছবির এবছর ওটিটি রিলিজ হতে চলেছে । প্রাইম ভিডিয়ো ইন্ডিয়া আঞ্চলিক ভাষার সংস্করণগুলির অধিকার পেয়েছে ৷ আর নেটফ্লিক্স ইন্ডিয়া হিন্দি সংস্করণটি স্ট্রিম করবে । কবে ওটিটিতে মুক্তি পাচ্ছে কল্কি 2898 এডি তা জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
কল্কি 2898 এডি-র ওটিটি মুক্তি কবে ? (ছবি: ইনস্টাগ্রাম)

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 1:26 PM IST

হায়দরাবাদ, 17 জুলাই:এখনই ওটিটিতে আসছে না কল্কি 2898 এডি ৷ তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের ৷ প্রাইম ভিডিয়ো ইন্ডিয়া তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়লমের মতো আঞ্চলিক ভাষার সংস্করণগুলির জন্য স্ট্রিমিংয়ের অধিকার পেয়েছে ৷ আর নেটফ্লিক্স ইন্ডিয়া কল্কি 2898 এডি-র হিন্দি সংস্করণটি স্ট্রিম করবে । সেপ্টেম্বরে নাগ অশ্বিন পরিচালিত ছবির ওটিটি আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেলেও, ঠিক কবে এই ছবি ওটিটিতে আসবে, সেই দিনক্ষণ নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি ৷

বক্স অফিসে ঝড় তুলেছে কল্কি 2898 এডি ৷ এটি এ বছরের শীর্ষ আয়ের ফিল্মগুলির মধ্যে অন্যতম ৷ নাগ অশ্বিন পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং ভারতীয় পুরাণের অনন্য মিশ্রণে তৈরি এই ছবি ছয়টি ভাষায় 27 জুনে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । এটি খুব কম সময়ে 1,000 কোটি টাকার মাইলফলকও অতিক্রম করে ফেলেছে ৷ এর থেকে সহজেই অনুমান করা যায় য, কতটা জনপ্রিয় হয়েছে প্রভাসের ফিল্ম ৷

যে ভক্তরা কল্কির ভিস্যুয়াল এফেক্টের জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন, তাঁরাই এখন অধীর আগ্রহে এর ডিজিটাল প্রকাশের জন্য অপেক্ষা করছেন । তবে এখনই তাঁদের জন্য কোনও সুখবর নেই ৷ জানা যাচ্ছে, কল্কি 2898 এডি প্রেক্ষাগৃহে চলার প্রায় 10 সপ্তাহ পরে, অর্থাৎ সম্ভবত সেপ্টেম্বর মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করবে ।

প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো তারকায় ভরা ছবি সারা ইন্ডাস্ট্রিতে প্রশংসা কুড়িয়েছে । ইয়াসকিনের চরিত্রে অভিনয় করা কমল হাসান সম্প্রতি চলচ্চিত্রটির বিশ্বব্যাপী সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একটি ভিডিয়ো বার্তা দেন ৷ তিনি বলেন, "আমি 250টিরও বেশি চলচ্চিত্রের অংশ হয়েছি, কিন্তু খুব কম ছবি এই মাইলফলক অর্জন করেছে ৷" হাসান কল্কির সিক্যুয়েলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকার ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের মধ্যে প্রত্যাশা বাড়িয়েছে । কমল হাসানের কথায়, "আপনারা দ্বিতীয় অংশে আমাকে আরও বেশি দেখতে পাবেন ৷"

পরিচালক নাগ অশ্বিন কল্কি 2898 এডি-র সাফল্যের কথা বলতে গিয়ে জানান, তাঁরা সিক্যুয়েলের জন্য 25 থেকে 30 দিনের শুটিং শেষ করে ফেলেছেন ৷ তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন যে, প্রথম অংশে যে দিকগুলি বাঁধা সম্ভব হয়নি, সেগুলি দ্বিতীয় কিস্তিতে নিপুণভাবে তৈরি করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details