পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পাকিস্তানি সিরিয়াল পছন্দ? তালিকায় রাখতে পারেন সেরা পাঁচ ড্রামা-সিরিজ - KABHI MAIN KABHI TUM FINAL EPISODE

'কভি ম্যায় কভি তুম' পাকিস্তানি ড্রামা শেষের পথে ৷ আইএমডিবি-র তালিকা অনুযায়ী দেখতে পারেন এই 5 পাকিস্তানি ড্রামা সিরিয়াল ৷

Pakistani Dramas
5 পাকিস্তানি ড্রামা সিরিয়াল (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 6, 2024, 7:47 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: সীমান্তের কাঁটাতারে আটকে থাকতে পারে না বিনোদন শিল্প ৷ ভারতের অনেকেই আছেন যারা সোশাল মিডিয়ায় পাকিস্তানি সিরিয়াল দেখতে পছন্দ করেন ৷ একই কথা প্রযোজ্য প্রতিবেশী দেশের ক্ষেত্রেও ৷ সম্প্রতি পাকিস্তানি ধারাবাহিক 'কভি ম্যায় কভি তুম' শেষ হতে চলেছে ৷ অল্প সময়ে এই ড্রামা দর্শক মনে জায়গা করে নিয়েছিল ৷

5 নভেম্বর সেই ধারাবাহিকের পথ চলা শেষ হয়েছে ৷ ফাহাদ মুস্তাফা, হানিয়া আমির এবং এমমাদ ইরফানি অভিনীত এই ধারাবাহিক দেখতে পাবেন ইউটিউবে ৷ আইএমডিবি-তে এই সিরিয়াল পেয়েছে 9.2 স্টারস ৷ 'কভি ম্যায় কভি তুম' ছাড়াও দারুণ গল্প ও অভিনয়ের জন্য পাকিস্তানের বেশ কিছু ড্রামা আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেয়েছে ৷ দেখে নেওয়া যাক টপ 5 পাকিস্তানি সিরিয়াল ৷ যা যে কোনও সময়ে মন ভালো করে দিতে পারে দর্শকদের ৷

1. পারিজাদ (IMDb Rating: 9.1)

2021 সালে মুক্তি পায় পারিজাদ ৷ আহমেদ আলী আকবর অভিনীত, পারিজাদের চরিত্রটি দর্শক মনে নাড়া দিয়েছে ৷ সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার পথে বাধা ইত্যাদি অতিক্রম করে অনুপ্রেরণা জাগায় এই সিরিয়াল ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ইউমনা জাইদি এবং কিরণ তাবীরকে ৷

2. আলিফ (IMDb Rating: 9.1)

2019 সালে আসে ড্রামা সিরিজ আলিফ ৷ বিশ্বাস ও নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলে এই সিরিজ ৷ সিরিজটি মোমিন (হামজা আলি আব্বাসি) এবং মোমিনা (কুবরা খান)-র জীবনকে ঘিরে এগিয়েছে ৷ জীবনের রসদ খুঁজে পাওয়া বা বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় এই সিরিজ ৷

3. তুমহারে হুসন কে নাম (IMDb Rating: 9.0)

2023 সালে মুক্তি পাওয়া এই সিরিয়াল আর্ট ও ভালোবাসার এক কাব্যিক উপাখ্যান ৷ সাবা কামার, ইমরান আব্বাস এবং হারিস ওয়াহিদ অভিনীত, তুমহারে হুসন কে নাম আবেগ, উচ্চাকাঙ্ক্ষা এবং রোম্যান্সের এক বৃত্ত সম্পন্ন করেছে ৷

4. হামসফর (IMDb Rating: 8.9)

সকলের ভীষণ পছন্দের ধারাবাহিক হামসফর ৷ 2011 সালে আসা এই গল্প এগিয়েছে খিরাদ (মাহিরা খান) ও আশর (ফাওয়াদ খান)-এর জীবন, তাঁদের ভালোবাসা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতিশোধকে কেন্দ্র করে ৷ গ্লোবালি হামসফর সিরিয়াল আজও সমান জনপ্রিয় ৷

5. সুনো চন্দা (IMDb Rating: 8.8)

সুনো চন্দা (2018) এমন দুই ব্যক্তির গল্প বলে যাঁরা একে অপরকে ঘৃণা করা সত্ত্বেও বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তাঁরা যখন বিয়ে বাতিল করার ষড়যন্ত্র করে, তখন থেকেই অজান্তে একে অপরের প্রেমে পড়তে শুরু করেন। মাশাল খান, নাদিয়া আফগান, এবং নাবিল জুবেরি অভিনীত এই সিরিয়াল না দেখে থাকলে দেখে নিতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details