হায়দরাবাদ, 6 নভেম্বর: সীমান্তের কাঁটাতারে আটকে থাকতে পারে না বিনোদন শিল্প ৷ ভারতের অনেকেই আছেন যারা সোশাল মিডিয়ায় পাকিস্তানি সিরিয়াল দেখতে পছন্দ করেন ৷ একই কথা প্রযোজ্য প্রতিবেশী দেশের ক্ষেত্রেও ৷ সম্প্রতি পাকিস্তানি ধারাবাহিক 'কভি ম্যায় কভি তুম' শেষ হতে চলেছে ৷ অল্প সময়ে এই ড্রামা দর্শক মনে জায়গা করে নিয়েছিল ৷
5 নভেম্বর সেই ধারাবাহিকের পথ চলা শেষ হয়েছে ৷ ফাহাদ মুস্তাফা, হানিয়া আমির এবং এমমাদ ইরফানি অভিনীত এই ধারাবাহিক দেখতে পাবেন ইউটিউবে ৷ আইএমডিবি-তে এই সিরিয়াল পেয়েছে 9.2 স্টারস ৷ 'কভি ম্যায় কভি তুম' ছাড়াও দারুণ গল্প ও অভিনয়ের জন্য পাকিস্তানের বেশ কিছু ড্রামা আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেয়েছে ৷ দেখে নেওয়া যাক টপ 5 পাকিস্তানি সিরিয়াল ৷ যা যে কোনও সময়ে মন ভালো করে দিতে পারে দর্শকদের ৷
1. পারিজাদ (IMDb Rating: 9.1)
2021 সালে মুক্তি পায় পারিজাদ ৷ আহমেদ আলী আকবর অভিনীত, পারিজাদের চরিত্রটি দর্শক মনে নাড়া দিয়েছে ৷ সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার পথে বাধা ইত্যাদি অতিক্রম করে অনুপ্রেরণা জাগায় এই সিরিয়াল ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ইউমনা জাইদি এবং কিরণ তাবীরকে ৷
2. আলিফ (IMDb Rating: 9.1)
2019 সালে আসে ড্রামা সিরিজ আলিফ ৷ বিশ্বাস ও নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলে এই সিরিজ ৷ সিরিজটি মোমিন (হামজা আলি আব্বাসি) এবং মোমিনা (কুবরা খান)-র জীবনকে ঘিরে এগিয়েছে ৷ জীবনের রসদ খুঁজে পাওয়া বা বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় এই সিরিজ ৷