মেলবোর্ন, 27 ডিসেম্বর: যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির উদয়াস্ত পরিশ্রম শুক্রবার বিফলে গেল শেষের আধঘণ্টায় ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে রোহিত শর্মা এবং কেএল রাহুলকে দ্রুত হারালেও তৃতীয় উইকেটে অজিদের চোখে চোখ রেখে লড়ছিলেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি ৷ তৃতীয় উইকেটে 101 যোগ করে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে ফেরেন যশস্বী ৷ এরপরই ম্যাচ থেকে হারিয়ে যায় ভারত ৷ শেষবেলায় তিন উইকেট খুইয়ে দ্বিতীয়দিনের শেষে ভারত পাঁচ উইকেটে 164 ৷
ফলো-অন এড়াতে চাই আর 111 রান ৷ অর্থাৎ, শনিবার সকালে গাব্বার মতই ফের ফলো-অন বাঁচানোর লড়াই শুরু ভারতীয় দলের ৷ অথচ একটা সময় যশস্বী-বিরাটের ব্য়াটে ভারতকে বেশ আত্মবিশ্বাসী লাগছিল ৷ অর্ধশতরান পূর্ণ করে ঐতিহাসিক মেলবোর্নে শতরানের দিকে ভালোই এগোচ্ছিলেন যশস্বী ৷ অন্যদিকে কনস্টাস-কাণ্ড ভুলে ব্য়াট হাতে কোহলিকেও বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল ৷ বিপত্তিটা বাঁধল 41 ওভারের শেষ বলে ৷
82 রানে ব্যাট করা যশস্বী স্কট বোল্যান্ডের ডেলিভারি লং-অফে ঠেলে এক রানের জন্য হাফ ক্রিজ পেরিয়ে যান ৷ কিন্তু পার্টনারের দ্রুত কলে সাড়া দেননি বিরাট ৷ হাফ ক্রিজ পেরিয়ে যাওয়া বাঁ-হাতি ব্য়াটারের পক্ষে স্বাভাবিকভাবেই স্ট্রাইকিং এন্ডে আর পৌঁছনো সম্ভব হয়নি ৷ ফলত রান-আউট হয়ে ফিরতে হয় তাঁকে ৷ ওপেনারের 82 রানের ইনিংস সাজানো ছিল 11টি চার ও একটি ছয়ে ৷
Stumps on Day 2 in Melbourne!#TeamIndia move to 164/5, trail by 310 runs
— BCCI (@BCCI) December 27, 2024
Updates ▶️ https://t.co/njfhCncRdL#AUSvIND pic.twitter.com/9ZADNv5SZf
এরপর প্রতিরোধ হারিয়ে ফেলে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ নাইট-ওয়াচম্যান হিসেবে আকাশদীপকে নামিয়ে লাভ হয়নি ৷ অপরাহ্নে একে একে কোহলি ও আকাশদীপের উইকেটও হারায় টিম ইন্ডিয়া ৷ 86 বলে 36 রানে আউট হন কোহলি ৷ মেলবোর্নের দর্শকদের তাঁর প্রতি টিটকিরির জবাব ব্য়াট হাতে দিতে ব্য়র্থ হন কনস্টাস-কাণ্ডে জরিমানার মুখে পড়া কোহলি ৷ আকাশদীপ শূন্য রানেই ফেরেন ৷ দিনের শেষে ছয় রানে ক্রিজে অপরাজিত ঋষভ পন্ত ৷ রবীন্দ্র জাদেজা ব্য়াট করছেন চার রানে ৷ অস্ট্রেলিয়ার হয়ে দু'টি করে উইকেট প্য়াট কামিন্স ও স্কট বোল্য়ান্ডের ৷
দিনের প্রথম সেশনে এদিন স্টিভ স্মিথের 34তম টেস্ট শতরানে প্রথম ইনিংসে সাড়ে চারশোর গণ্ডি পেরোয় অজিরা ৷ শেষ পর্যন্ত 474 রান করে তাঁরা ৷ 140 রান করে আকাশদীপের শিকার হন প্রাক্তন অজি অধিনায়ক ৷ মূল্যবান 49 রান আসে অধিনায়ক কামিন্সের ব্যাটে ৷