পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হৃতিকের সঙ্গে জুনিয়র এনটিআর, শুরু 'ওয়ার 2' শুটিং, প্রকাশ্যে অভিনেতার চরিত্র

Jr NTR Play Indian agent in War 2: শুরু হয়েছে 'ওয়ার 2' ছবির শুটিং ৷ সামাজিক মাধ্যমে সামনে এসেছে একের পর ভিডিয়ো-ছবি ৷ ভারতীয় এজেন্টের চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে ৷ নতুন ভূমিকায় অভিনেতাকে দেখতে উৎসুক অনুরাগীরা ৷

Jr NTR Play Indian agent in War 2
শুরু 'ওয়ার 2' শুটিং

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 10:32 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ: যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স এখন আরও বড় ৷ সলমন খান, শাহরুখ খান, হৃতিক রোশনের পর এবার পরিবারের সদস্য হতে চলেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ৷ শুরু 'ওয়ার 2' ছবির শুটিং ৷ সূত্রের খবর, এনটিআরকে এই ছবিতে দেখা যাবে ভারতীয় এজেন্টের চরিত্রে ৷

জানা গিয়েছে, জুনিয়র এনটিআরকে এইভাবে ভারতীয় দর্শকরা আগে পাননি ৷ ভারতের হয়ে চরবৃত্তি করতে দেখা যাবে তাঁকে ৷ আদিত্য চোপড়া প্রযোজিত ও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত জুনিয়ার এনটিআর ও হৃতিক রোশনকে অনবদ্যভাবে পর্দায় তুলে ধরা হবে ৷ যা পরতে পরতে চমকে দেবে বিনোদনপ্রেমীদের ৷ শুধু তাই নয়, স্পাই ইউনিভার্সের ব্যানারে আগামিদিনেও জুনিয়র এনটিআরকে দেখা যাবে বলে জানা গিয়েছে সূত্র মারফত ৷ খবর, স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবিগুলিতেও অতিথি শিল্পী হিসাবে দেখা যেতে পারে আরআরআর খ্যাত অভিনেতাকে ৷

এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জুনিয়র এনটিআর ৷ এর আগে আরআরআর ছবির হিন্দি ভার্সনে দেখা গিয়েছে অভিনেতাকে ৷ সেই ছবি আন্তর্জাতিক স্তরে পেয়েছে প্রশংসা ৷ এবার স্পাই ইউনিভার্সে নতুন ভূমিকায় দেখা যাবে এনটিআরকে ৷ এর আগে হৃতিক রোশনের সঙ্গে 'ওয়ার' ছবিতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে ৷ সেই ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য ফেলে ৷ গল্পের শেষে টুইস্ট অবাক করেছিল সিনেপ্রেমীদের ৷ টাইগার শ্রফকে আচমকাই নেতিবাচক চরিত্রে দেখে অবাক হয়েছিলেন সকলকেই ৷ এবার এই গল্প কেমনভাবে অয়ন ছবির পর্দায় তুলে ধরে তা সময় বলবে ৷ মনে করা হচ্ছে, 2025 সালের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে 'ওয়ার 2' ৷

ABOUT THE AUTHOR

...view details