হায়দরাবাদ, 14 এপ্রিল: সোশাল মিডিয়া প্রোফাইল হ্যাক হওয়া এখন প্রায় জলভাত ৷ সেলেব থেকে সাধারণ মানুষ অনেকেই হ্যাকারের কবলে পড়ে নাজেহাল হয়েছেন ৷ তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী রক্মিণী মৈত্রও ৷ আগেই জানিয়েছিলেন, তাঁর ফেসবুক পেজ হ্যাকড হয়েছে ৷ নেপথ্যে কে বা কারা ছিল তা জানা গেল রবিবার ৷
এই হ্যাক আসলে রিয়েল নয়, হয়েছে রিলের দুনিয়ায় ৷ সৌভিক কুণ্ডু পরিচালিত 'বুমেরাং' মুক্তি পাচ্ছে 7 জুন ৷ তার আগে অভিনব ভাবনায় ছবির টিম সামনে এনেছে অফিশিয়াল টিজার ৷ বাংলা বছরের প্রথম দিনে রুক্মিণী সোশাল মিডিয়ায় লেখেন, "সরি রুক্মিণী, আমি নিশা! সমর সেনের কথায় হ্যাক করেছিলাম। আর তাঁর কথাতেই ফিরিয়ে দিচ্ছি। আমি আর সমর সেন কে জানতে এই লিঙ্কে ক্লিক করো।"
সেখানে দেওয়া হয়েছে বুমেরাং ছবির টিজার ৷ দেখা গিয়েছে, সমর সেন ওরফে জিৎ একজন টেক স্যাভি তথা বিজ্ঞানী ৷ তিনি নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নেমেছেন ৷ এমন কিছু একটা বানাতে চাইছেন যা প্রযুক্তি ও বিজ্ঞান দুনিয়ায় আলোড়ন ফেলবে ৷ সেখানেই দেখা যায় ঠিক রুক্মিণীর মতো একটি রোবট তৈরি করে ফেলেন সমর সেন ওরফে জিৎ ৷ নাম নিশা ৷ তারপর এই নিশা কীভাবে সমরের জীবনে ঝড় তোলে, তা নিয়েই এগিয়েছে সাই-ফাই কমেডি ছবি ৷
প্রথমদিকে অভিনেত্রী রুক্মিণীর ফেসবুক পেজ হ্যাকড হওয়ার খবর সামনে আসতে চমকে গিয়েছিলেন অনুরাগীরা ৷ পরে জানা যায় বিষয়টি ছবির একরকম প্রোমোশন ৷ এর আগে 'বুমেরাং' ছবির পোস্টারেও চমক দেন জিৎ ৷ দেখা যায়, বাইকের উপর ব্যাগ কাঁধে বসে আছেন নায়ক। পরনে কালো জ্যাকেট এবং প্যান্ট। হাতে গ্লাভস ও চোখে রোদ চশমা । ব্যাকগ্রাউন্ডে গঙ্গা ও হাওড়া ব্রিজ ।