মুম্বই, 14 জানুয়ারি:বলিউডের গ্রিক গড হৃতিক রোশন আজকের দিনে নস্টালজিয়ায় ভাসছেন ৷ কারণ 25 বছর আগে আজকের দিনেই তাঁর প্রথম ছবি কহো না প্যায়ার হ্যায় মুক্তি পায় ৷ প্রথমবার ব্লকব্লাস্টার হিট, খ্যাতির স্বাদ চেখে দেখেন রাকেশ রোশনের ছেলে ৷ 25 বছর পর ছবিকে ঘিরে বিশেষ স্মৃতি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন হৃতিক ৷ যা দেখে আবেগতাড়িত অনুরাগীরাও ৷
প্রথম ছবির প্রাকটিস নোট
2000 সালে 14 জানুয়ারি বক্সঅফিসে আর্বিভাব ঘটে হ্যান্ডসাম হাঙ্ক হৃতিকের ৷ প্রথমবার তাঁকে সিলভার স্ক্রিনে দেখে কত মেয়ে যে 'পাগল' হয়েছেন তার তালিকা করা মুশকিল ৷ হৃতিককে একবার দেখার জন্য, তাঁকে বিয়ে করার জন্য মহিলা অনুরাগীদের কার্যকলাপ তখন খবরের শিরোনামে ছিল ৷ অন্যদিকে, এই ছবি রাতারাতি হৃতিককে এনে দেয় স্টারডম ৷ ফেলে আসা স্মৃতির বাক্স থেকে মজাদার বিষয় শেয়ার করেন অভিনেতা ৷ তিনি এদিন নিজের হাতে লেখা বেশ কিছু নোটস শেয়ার করেন ৷
অভিনেতা ক্যাপশনে লেখেন, "27 বছর আগেকার আমার নোটস ৷ আমার প্রথম ছবি কহো না প্যায়ার হ্যায়-এর জন্য অভিনেতার হিসাবে প্রস্তুতির নোট ৷ আমার মনে আছে, সেই সময় আমি কত নার্ভাস ছিলাম ৷ এখনও নতুন কোনও ছবি শুট করতে গেলে আমি নার্ভাস হয়ে যাই ৷ এই সব শেয়ার করে একটু লজ্জা তো লাগছে ৷ কিন্তু ইন্ডাস্ট্রিতে 25 বছর কাটানোর পর আমার মনে হয় আমি এবার সামলাতে পারব ৷"