পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রথম ছবিতে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন হৃতিক ? 25 বছর পর 'সিক্রেট' শেয়ার - HRITHIK ROSHAN

25 বছরের পুরনো স্মৃতি ঘেঁটে নস্টালজিয়ার জ্বরে ভুগছেন হৃতিক রোশন ৷ প্রথম ছবি 'কহো না প্যায়ার হ্যায়' করার সময় অদ্ভুত অভ্যাস ছিল অভিনেতার ৷

Hrithik Roshan
হৃতিক রোশন (আইএএনএস/ফিল্ম পোস্টার/ইন্সটাগ্রাম)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 14, 2025, 1:55 PM IST

মুম্বই, 14 জানুয়ারি:বলিউডের গ্রিক গড হৃতিক রোশন আজকের দিনে নস্টালজিয়ায় ভাসছেন ৷ কারণ 25 বছর আগে আজকের দিনেই তাঁর প্রথম ছবি কহো না প্যায়ার হ্যায় মুক্তি পায় ৷ প্রথমবার ব্লকব্লাস্টার হিট, খ্যাতির স্বাদ চেখে দেখেন রাকেশ রোশনের ছেলে ৷ 25 বছর পর ছবিকে ঘিরে বিশেষ স্মৃতি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন হৃতিক ৷ যা দেখে আবেগতাড়িত অনুরাগীরাও ৷

প্রথম ছবির প্রাকটিস নোট

2000 সালে 14 জানুয়ারি বক্সঅফিসে আর্বিভাব ঘটে হ্যান্ডসাম হাঙ্ক হৃতিকের ৷ প্রথমবার তাঁকে সিলভার স্ক্রিনে দেখে কত মেয়ে যে 'পাগল' হয়েছেন তার তালিকা করা মুশকিল ৷ হৃতিককে একবার দেখার জন্য, তাঁকে বিয়ে করার জন্য মহিলা অনুরাগীদের কার্যকলাপ তখন খবরের শিরোনামে ছিল ৷ অন্যদিকে, এই ছবি রাতারাতি হৃতিককে এনে দেয় স্টারডম ৷ ফেলে আসা স্মৃতির বাক্স থেকে মজাদার বিষয় শেয়ার করেন অভিনেতা ৷ তিনি এদিন নিজের হাতে লেখা বেশ কিছু নোটস শেয়ার করেন ৷

অভিনেতা ক্যাপশনে লেখেন, "27 বছর আগেকার আমার নোটস ৷ আমার প্রথম ছবি কহো না প্যায়ার হ্যায়-এর জন্য অভিনেতার হিসাবে প্রস্তুতির নোট ৷ আমার মনে আছে, সেই সময় আমি কত নার্ভাস ছিলাম ৷ এখনও নতুন কোনও ছবি শুট করতে গেলে আমি নার্ভাস হয়ে যাই ৷ এই সব শেয়ার করে একটু লজ্জা তো লাগছে ৷ কিন্তু ইন্ডাস্ট্রিতে 25 বছর কাটানোর পর আমার মনে হয় আমি এবার সামলাতে পারব ৷"

অভিনেতা আরও লেখেন, "তখন থেকে এখনও পর্যন্ত কী বদলেছে ? আমি নোটসের এই পাতা দেখি আর অনুভব করি ৷ ভালো জিনিস ? খারাপ জিনিস ? অনেক কিছু আছে যার জন্য আমি কৃতজ্ঞ ৷ এখনও অনেক কিছু করা বাকি আছে ৷ কহো না প্যায়ার হ্যায় ছবি 25 বছর পূর্ণ করেছে ৷ তাই সকলের সঙ্গে বিশেষ স্মৃতি শেয়ার করতে চাইলাম ৷ এই নোটস বুক আসলে আমার একটা রাফ বুক ৷ পরিশ্রম করলে সফলতা আসে এটা তার প্রমাণ ৷ "

হৃতিকের হাতের লেখা দেখে অনুরাগীদের প্রশংসা

অভিনেতার নোটসে হাতের লেখা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা ৷ এমনকী মন্তব্য করেন তারকারাও ৷ শিল্পা শেঠ্ঠী লেখেন, "অমূল্য ৷" এক অনুরাগী লেখেন, "হ্যান্ডসাম হাঙ্কের হাতের লেখা ৷" আর এক অনুরাগী লেখেন, "এই ছবির পর 30 হাজার মহিলা প্রেম প্রস্তাব দেন হৃতিককে ৷ আইকনিক সিনেমা ৷ ছবির গান, কাহিনী ও আমিষা পাটেলের সঙ্গে রসায়ন অসাধারণ ৷"

প্রেক্ষাগৃহে পুনরায় ছবির মুক্তি

চলতি বছর 10 জানুয়ারি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত এই ছবি ৷ রোহিত ও সোনিয়ার প্রেমকাহিনী আজও মন জয় করে নিয়েছে দর্শকদের ৷ হৃতিক রোশন, অমিষা পাটেল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অনুপম খের, মোহনিশ বহল, দিলীপ তাহিল, আশীষ ছাত্র, ফারিদা জালাল, সতীশ শাহকে ৷

ABOUT THE AUTHOR

...view details