ETV Bharat / entertainment

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, চিকিৎসা খরচ জোগাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভাস্বর - BHASWAR CHATTERJEE TO CM MAMATA

শয্যাশায়ী হয়ে পড়েছেন বিনোদন জগতের জনপ্রিয় মুখ তথা বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী ৷ চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকার ৷ মুখ্যমন্ত্রীর শরণাপন্ন অভিনেতা ভাস্বর ৷

Etv Bharat
অভিনেত্রীর চিকিৎসা খরচ জোগাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভাস্বর (ফেসবুক)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 14, 2025, 7:37 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: আবারও গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। এক প্রকার শয্যাশায়ীই তিনি। কয়েক মাস আগে পেটের ক্যানসার, কিডনির সমস্যা, পেসমেকার- এই জাতীয় নানাবিধ অসুখে জর্জরিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। বেশ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তবে, সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ফেরেন 'গীতা এল এল বি'র সেটেও।

পাশে ছায়ার মতো ছিলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী-সহ বাকিরা। নিজের ছেলের মতো আগলে রাখেন ভাস্বর চট্টোপাধ্যায়। ধারবাহিকের এক বছরের উদ্‌যাপনেও আনন্দে সামিল হন অভিনেত্রী। তবে, সম্প্রতি পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে তাঁর। যার চিকিৎসার খরচ কম নয়। আর তাই বাসন্তীদেবীর হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন তাঁর সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

ভাস্বরের সঙ্গে ইটিভি ভারতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার সঙ্গে গতকাল (সোমবার) এবং আজ (মঙ্গলবার) দু'দিনই কথা হয়েছে বাসন্তী দি'র। বাসন্তী দি মাঝখানে পড়ে গিয়েছিলেন। তাতে পাঁজর ভেঙেছে। রক্ত জমে গেছে। হাসপাতালে ভর্তিও হন। তবে, ফিরে আসেন ইনফেকশন নিয়ে। বেডসোর টাইপের হয়েছে ব্যাক সাইডে। থাই অবধি ছড়িয়ে গিয়েছে ফাঙ্গাল ইনফেকশন। তবে ডাক্তার বলেছেন, বাড়িতে থাকলেই হয়ে যাবে। ভয়ের কিছু নেই। হাঁটতে পারছেন না।"

অভিনেতা আরও বলেন "বাসন্তীদি'র টয়লেটে সমস্যা হচ্ছে। খুব কষ্টে আছেন। আর খুব স্বাভাবিক যে কাজ না করলে টাকা নেই আমাদের। ওনার ওষুধের খরচা অনেক। স্নেহাশিস দা তো আছেন সবসময়। তবে, যে পরিমাণ খরচ তাতে বাসন্তী দিই বলেন সাহায্যের কথা। আমিও লিখি। পাশাপাশি সরকারের কাছেও অনুরোধ করি। তাই আমার ওই পোস্ট। ওনার মেয়ে, জামাই, নাতি আছেন। আয়া রয়েছেন। আমরা বাইরে থেকে কতটাই বা করতে পারি।"

সমাজমাধ্যমেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন ভাস্বর ৷ বাসন্তী দেবী বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ। বর্ষীয়ান এই অভিনেত্রীকে দেখা যায় বহু ধারাবাহিকে। 85 বছর বয়সি অভিনেত্রীকে আজও কাজ করতে হয় সংসারের টানেই।

কলকাতা, 14 জানুয়ারি: আবারও গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। এক প্রকার শয্যাশায়ীই তিনি। কয়েক মাস আগে পেটের ক্যানসার, কিডনির সমস্যা, পেসমেকার- এই জাতীয় নানাবিধ অসুখে জর্জরিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। বেশ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তবে, সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ফেরেন 'গীতা এল এল বি'র সেটেও।

পাশে ছায়ার মতো ছিলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী-সহ বাকিরা। নিজের ছেলের মতো আগলে রাখেন ভাস্বর চট্টোপাধ্যায়। ধারবাহিকের এক বছরের উদ্‌যাপনেও আনন্দে সামিল হন অভিনেত্রী। তবে, সম্প্রতি পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে তাঁর। যার চিকিৎসার খরচ কম নয়। আর তাই বাসন্তীদেবীর হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন তাঁর সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

ভাস্বরের সঙ্গে ইটিভি ভারতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার সঙ্গে গতকাল (সোমবার) এবং আজ (মঙ্গলবার) দু'দিনই কথা হয়েছে বাসন্তী দি'র। বাসন্তী দি মাঝখানে পড়ে গিয়েছিলেন। তাতে পাঁজর ভেঙেছে। রক্ত জমে গেছে। হাসপাতালে ভর্তিও হন। তবে, ফিরে আসেন ইনফেকশন নিয়ে। বেডসোর টাইপের হয়েছে ব্যাক সাইডে। থাই অবধি ছড়িয়ে গিয়েছে ফাঙ্গাল ইনফেকশন। তবে ডাক্তার বলেছেন, বাড়িতে থাকলেই হয়ে যাবে। ভয়ের কিছু নেই। হাঁটতে পারছেন না।"

অভিনেতা আরও বলেন "বাসন্তীদি'র টয়লেটে সমস্যা হচ্ছে। খুব কষ্টে আছেন। আর খুব স্বাভাবিক যে কাজ না করলে টাকা নেই আমাদের। ওনার ওষুধের খরচা অনেক। স্নেহাশিস দা তো আছেন সবসময়। তবে, যে পরিমাণ খরচ তাতে বাসন্তী দিই বলেন সাহায্যের কথা। আমিও লিখি। পাশাপাশি সরকারের কাছেও অনুরোধ করি। তাই আমার ওই পোস্ট। ওনার মেয়ে, জামাই, নাতি আছেন। আয়া রয়েছেন। আমরা বাইরে থেকে কতটাই বা করতে পারি।"

সমাজমাধ্যমেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন ভাস্বর ৷ বাসন্তী দেবী বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ। বর্ষীয়ান এই অভিনেত্রীকে দেখা যায় বহু ধারাবাহিকে। 85 বছর বয়সি অভিনেত্রীকে আজও কাজ করতে হয় সংসারের টানেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.