ETV Bharat / entertainment

ক্যালেন্ডারে মহম্মদ রফি, অভিনব উদ্যোগে রোটারি ক্লাব - MD RAFI 100TH BIRTH ANNIVERSARY

রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত 'ড্রাইভ হৃদয়া কার র‍্যালি' অন্যতম বিশেষ অনুষ্ঠান। 'ড্রাইভ হৃদয়া'র ক্যালেন্ডারের পাতায় ধরা দিলেন সঙ্গীত শিল্পী মহম্মদ রফি ৷

Etv Bharat
রোটারি ক্লাব অফ ক্যালকাটার বিশেষ উদ্যোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 14, 2025, 5:45 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: মহম্মদ রফির জন্মশতবার্ষিকী উদযাপনে এবার 'ড্রাইভ হৃদয়া'র ক্যালেন্ডারের পাতায় থাকবেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক মহম্মদ রফি ৷ 'রফি- অ্যান ইটারনাল দিল কানেকশন' শিরোনামে বন্দি করা হয়েছে গোটা ক্যালেন্ডারটিকে।

1924 সালের 24 ডিসেম্বর তাঁর জন্মদিন। অর্থাৎ খুব বেশিদিন হয়নি তাঁর জন্মদিন পার করেছি আমরা। সবেমাত্র পূর্ণ হয়েছে 100 বছর। তাই তাঁর নানা সময়ের নানা মুডের ছবি ক্যালেন্ডারে বন্দি করতে আগ্রহী হয়েছেন 'হৃদয়া'র চেয়ারম্যান সুরজিৎ কালা। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত 'ড্রাইভ হৃদয়া কার র‍্যালি' কলকাতার অন্যতম বিশেষ অনুষ্ঠান। এবছর এর ষষ্ঠ পর্বে পা দিয়েছে এই অনুষ্ঠান। এই র‍্যালি কেবল একটি রোমাঞ্চকর গাড়ির দৌড় নয়। বলা ভালো, তার চেয়েও বেশি কিছু।

তিনি বলেন, "আমাদের লক্ষ্য হল যতগুলো সম্ভব আন্ডার প্রিভিলেজড শিশুদের হৃদয়কে সুরক্ষিত রাখা এবং এই উদ্যোগের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো। এটি শহরের অন্যতম বড় গাড়ির সমাবেশ কারণ এই বছরও দুই শতাধিক গাড়ি অংশগ্রহণ করছে।"

উল্লেখ্য, এই উদ্যোগটির মাধ্যমে পঞ্চাশ জন খুদের হার্ট অপারেশন সফল হয়েছে। আর এদিনই অনুষ্ঠানের মঞ্চ থেকে সুরজিৎ কালার সহযোগিতায় আকর্ষণীয় ক্যালেন্ডার 'রফি - অ্যান ইটারনাল দিল কানেকশন' প্রকাশ পেতে চলেছে। অনুষ্ঠানের মূল থিম 'হৃদয়'। এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ 'ড্রাইভ হৃদয়া' সম্বন্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অবিচল। চলতি বছরের 19 জানুয়ারি স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হবে 'ড্রাইভ হৃদয়া কার র‍্যালি'।

কলকাতা, 14 জানুয়ারি: মহম্মদ রফির জন্মশতবার্ষিকী উদযাপনে এবার 'ড্রাইভ হৃদয়া'র ক্যালেন্ডারের পাতায় থাকবেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক মহম্মদ রফি ৷ 'রফি- অ্যান ইটারনাল দিল কানেকশন' শিরোনামে বন্দি করা হয়েছে গোটা ক্যালেন্ডারটিকে।

1924 সালের 24 ডিসেম্বর তাঁর জন্মদিন। অর্থাৎ খুব বেশিদিন হয়নি তাঁর জন্মদিন পার করেছি আমরা। সবেমাত্র পূর্ণ হয়েছে 100 বছর। তাই তাঁর নানা সময়ের নানা মুডের ছবি ক্যালেন্ডারে বন্দি করতে আগ্রহী হয়েছেন 'হৃদয়া'র চেয়ারম্যান সুরজিৎ কালা। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত 'ড্রাইভ হৃদয়া কার র‍্যালি' কলকাতার অন্যতম বিশেষ অনুষ্ঠান। এবছর এর ষষ্ঠ পর্বে পা দিয়েছে এই অনুষ্ঠান। এই র‍্যালি কেবল একটি রোমাঞ্চকর গাড়ির দৌড় নয়। বলা ভালো, তার চেয়েও বেশি কিছু।

তিনি বলেন, "আমাদের লক্ষ্য হল যতগুলো সম্ভব আন্ডার প্রিভিলেজড শিশুদের হৃদয়কে সুরক্ষিত রাখা এবং এই উদ্যোগের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো। এটি শহরের অন্যতম বড় গাড়ির সমাবেশ কারণ এই বছরও দুই শতাধিক গাড়ি অংশগ্রহণ করছে।"

উল্লেখ্য, এই উদ্যোগটির মাধ্যমে পঞ্চাশ জন খুদের হার্ট অপারেশন সফল হয়েছে। আর এদিনই অনুষ্ঠানের মঞ্চ থেকে সুরজিৎ কালার সহযোগিতায় আকর্ষণীয় ক্যালেন্ডার 'রফি - অ্যান ইটারনাল দিল কানেকশন' প্রকাশ পেতে চলেছে। অনুষ্ঠানের মূল থিম 'হৃদয়'। এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ 'ড্রাইভ হৃদয়া' সম্বন্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অবিচল। চলতি বছরের 19 জানুয়ারি স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হবে 'ড্রাইভ হৃদয়া কার র‍্যালি'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.