পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KIFF 2024: পাশ্চাত্যের অপেরা থেকে অনুপ্রেরণা, 'পরিক্রমা'র মিউজিক জার্নি গৌতম ঘোষের মুখে - GOUTAM GHOSE PARIKRAMA MOVIE

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে গৌতম ঘোষের 'পরিক্রমা' ৷ মিউজিক কম্পোজ করেছেন পরিচালক নিজে ৷ কেমন ছিল জার্নি? শোনালেন গৌতম ঘোষ ৷

Goutam Ghose
গৌতম ঘোষ (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 3:58 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে গৌতম ঘোষের 'পরিক্রমা' ৷ ইংরেজি, হিন্দি ও ইতালিয়ান ভাষায় তৈরি হয়েছে এই ছবি ৷ ছবি পরিচালনার পাশাপাশি গান নিয়েও কাজ করেছেন পরিচালক স্বয়ং ৷ কেমন ছিল সেই জার্নি? সাংবাদিক সম্মেলনে সেই গল্প শোনালেন গৌতম ঘোষ ৷

এদিন তিনি গানের পরিচালনা প্রসঙ্গে বলেন, "এই ছবিতে গান নিয়ে আমি অনেক চিন্তাভাবনা করেছি ৷ ছবির বিষয় যেমন গুরুত্বপূর্ণ সেই কথা মাথায় রেখে মিউজিকের চিন্তাভাবনা করতে হয়েছে ৷" এরপরেই তিনি তুলে ধরেন 'সি মনস্টারে'এর গল্প ৷ যেখান থেকে তিনি এই ছবিতে মিউজিক করার অনুপ্রেরণা পেয়েছেন ৷

সাংবাদিক সম্মেলনে গৌতম ঘোষ (ইটিভি ভারত)

পরিচালক গৌতম বলেন, "আমি গভীরভাবে ভেবেছি যে আমাকে এমন এক পাশ্চাত্য ভাবনা খুঁজে বের করতে হবে যার সঙ্গে ছবির বিষয় মিলে যায় ৷ যেখানে আমি আমার কম্পোজিশনের সঙ্গে সেই পাশ্চাত্য ভাবনাকেও মেলাতে পারব ৷"
আসলে এই ছবি জুড়ে রয়েছে ‘নর্মদা বাঁচাও আন্দোলন’। সেই ঘটনার সঙ্গে জুড়ে যায় মা-হারা কিশোর লালার কথাও। ছবির সিনেমাটোগ্রাফিতে গৌতম ঘোষের সঙ্গে এই কাজে সামিল হয়েছেন তাঁর পুত্র ঈশান ঘোষ। সম্পাদনায় নীলাদ্রি রায়।

'পরিক্রমা'তে রয়েছেন বিখ্যাত 'পারাদিসো', 'মারাদোনা' ছবিখ্যাত জনপ্রিয় ইতালীয় অভিনেতা মার্কো লিওনার্দি, চিত্রাঙ্গদা সিংহ এবং আরিয়ান বাদকুল। ছবির গল্পে উঠে এসেছে, ইতালির চলচ্চিত্র পরিচালক আলেকজান্দ্রো পরিবেশ নিয়ে ছবি করেন। তিনি ভারতে এসেছেন নর্মদা আন্দোলনের খবর শুনে। এখানে এসেই তাঁর আলাপ হয় লালা নামের একজন রাস্তার কিশোরের সঙ্গে। গ্রামের ছেলে। শহরে এসেছে কাজের জন্য। নদীতে বাঁধ দেওয়ার জন্য তাঁর পরিবার তখন উদ্বাস্তু। আলেকজান্দ্রো ও লালার সম্পর্ক কোন সুতোয়, কীভাবে বাঁধা পড়ে তাই নিয়েই 'পরিক্রমা' ৷

ABOUT THE AUTHOR

...view details