পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KIFF 2024: চলচ্চিত্র উৎসবে গৌতম ঘোষের 'পরিক্রমা'-সহ একগুচ্ছ বাংলা ছবি, আর কোথায় কী? - KIFF 2024

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শনিবার সন্ধ্যায় কোথায়-কোন সিনেমা দেখা যাবে রইল তালিকা ৷

KIFF 2024
আজ কোথায় কোন সিনেমা? (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 7, 2024, 3:55 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: চলচ্চিত্র উৎসবে শনিবার নানা বিভাগে বাংলা ছবির তালিকায় রয়েছে গৌতম ঘোষ পরিচালিত 'পরিক্রমা', পরমব্রত চট্টোপাধ্যায়ের 'এই রাত তোমার আমার', অয়নাংশু বন্দ্যোপাধ্যায়ের 'ভানু', সব্যসাচী চৌধুরীর শর্ট ফিল্ম 'নিষ্পত্তি', রণজিৎ রায়ের 'পুতুলনামা', সৌম্যদীপ ঘোষ চৌধুরীর 'ন মাস ন দিন এবং অন্তহীন'। পাশাপাশি সুব্রত দত্ত অভিনীত হিন্দি ছবি 'জাগান'ও দেখানো হবে এদিন।

একনজরে দেখে নেওয়া যাক সন্ধ্যায় কোথায়-কোন ছবি দেখানো হবে ৷

নন্দন ১
বিকেল সাড়ে 4টে- কল অফ ওয়াটার
সন্ধে 7টা- পরিক্রমা
নন্দন ২
বিকেল 4টে- উইদিন আ বাডিং গ্রোভ
সন্ধে 6:30টা - দ্য গার্ল উইথ দ্য নিডল

শিশির মঞ্চ
সন্ধে 6:30টা- দ্য ইটারনাল সিটি

রবীন্দ্র সদন
বিকেল 4টে- জাগান
সন্ধে সাড়ে 6টা- এই রাত তোমার আমার

নজরুল তীর্থ 1
বিকেল 4টে- এমিলা পারভেজ
সন্ধে সাড়ে 6টা- পার্থনোপ

রাধা স্টুডিও
বিকেল 4টে- বোরখা দ্য ভেইল
সন্ধে সাড়ে 6টা- টার্টল ওয়াকার/ ডান্স অফ দ্য সিজনস

রবীন্দ্র ওকাকুরা ভবন
বিকেল 4 টে- আজুর
সন্ধে 6:30টা- গ্র‍্যান্ড ট্যুর

নজরুল তীর্থ 2
বিকেল 5টা- ভানু

বেড়া বাড়ার সঙ্গে সঙ্গেই নন্দন-রবীন্দ্রসদন চত্বরে ভিড় বাড়ছে সিনেপ্রেমীদের ৷ 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের সিনেমা দেখার যেমন সুযোগ থাকে তেমনই প্রিয় শিল্পীদের কাছ থেকে দেখারও সুযোগ থাকে ৷ ফলে এই ক'টা দিন সিনেপ্রেমীদের আড্ডা ও সিনেমা দেখার ঠেক হয়ে ওঠে শহর কলকাতার প্রাণকেন্দ্র এই দুটি জায়গা ৷ এইবছর প্রতিযোগিতায় মনোনীত হয়েছে 42টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103টি ছবি। অংশগ্রহণ করেছে 29টি দেশ। 20টি জায়গা মিলিয়ে মোট 175টি সিনেমা দেখানো হবে ৷

ABOUT THE AUTHOR

...view details