ETV Bharat / entertainment

প্রাণনাশের হুমকি ! বাদ পড়েননি মিঠুন থেকে দীপিকা- অক্ষয় কুমারের মতো তারকারা - CELEB WHO RECEIVED DEATH THREATS

সলমন-শাহরুখের পর এবার মৃত্যুহুমকি কপিল শর্মা- রাজপাল যাদবের মতো তারকাদের ৷ এর আগে অক্ষয় কুমার-অনুপম খের, দীপিকা পাড়ুকোনও পেয়েছেন প্রাণনাশের হুমকি ৷

celeb who received death threats
প্রাণনাশের হুমকি বলি তারকাদের ! (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 23, 2025, 5:33 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: লাইমলাইটে থাকা তারকাদের নিয়ে আগ্রহের শেষ নেই আমজনতার ৷ তাঁদের কাজ কখনও প্রশংসিত হয় আবার কখনও কোনও বিষয় নিয়ে তাঁরাই হন ট্রলিংয়ের শিকার ৷ এর মধ্যে অনেক তারকা আবার পড়েন রোষের মুখে ৷ পান প্রাণনাশের মতো হুমকিও ৷

সলমন খান, শাহরুখ খান বা বিক্রান্ত ম্যাসি ছাড়াও বলিউডে একাধিক তারকা রয়েছেন যাঁদের মৃত্যু হুমকি দেওয়া হয়েছে ৷ তালিকায় কারা কারা রয়েছেন, দেখে নেওয়া যাক একনজরে ৷

মিঠুন চক্রবর্তী- পাকিস্তানের ডন শাহজাদ ভাট্টি একটি ভিডিয়ো প্রকাশ করে ৷ দুবাইয়ে থাকা এই গ্যাংস্টার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুনকে প্রাণনাশের হুমকি দেয় ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে ৷ মিঠুনকে ক্ষমা চাওয়ার জন্য 10 থেকে 15 দিন সময় দেওয়া হয়েছিল ৷

অক্ষয় কুমার- রবি পুজারি নামে এক গ্যাংস্টারের থেকে হুমকি ফোন পান অক্ষয় কুমার ৷ তবে পুলিশের অনুমান সেই হুমকি ফোন আসলে প্রাঙ্ক কল ছিল ৷

অনুপম খের- 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির পর এক্স প্লাস ক্যাটাগরির নিরপত্তা পান অভিনেতা ৷ বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা করার কারণে প্রাণনাশের হুমকি পান অভিনেতা ৷

দীপিকা পাড়ুকোন- প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন একজন ৷ 'পদ্মাবত' ছবিতে তাঁর অভিনয়ের জন্য বিতর্ক তৈরি হয় ৷ মৃত্যু হুমকি দেওয়া হয় অভিনেত্রীকে ৷

সিদ্ধার্থ- 'রং দে বসন্তী' অভিনেতা সিদ্ধার্থ ৷ তিনি তামিলের জনপ্রিয় অভিনেতা ৷ অভিযোগ ওঠে বিজেপি তামিলনাড়ুর আইটি সেল থেকে অভিনেতার ফোন নম্বর ফাঁস করে দেওয়া হয় ৷ এরপর তাঁর পরিবারের সদস্যদের কাছে ধর্ষণ, শ্লীলতাহানি ও প্রাণনাশের মতো হুমকি আসতে থাকে ৷ 2021 সালের 29 এপ্রিল সোশাল মিডিয়ায় রাগে ফেটে পড়েন ৷ তিনি জানান, প্রতিটি ফোন কল তিনি রেকর্ড করে পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷

কঙ্গনা রানাওয়াত- অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াতকে প্রাণনাশের হুমকি আছে শিখ ধর্মাবলম্বীদের কাছ থেকে ৷ 'এমারজেন্সি' ছবির বিতর্কের কারণে তিনি হুমকি পান ৷

বিবেক ওবেরয়- সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় জানিয়েছেন তিনি আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পেয়েছেন ৷ এমনকী, তাঁর পরিবারকেও টার্গেট করা হয় বলে জানান তিনি ৷

ধনুশ ও বিজয়কান্ত- দক্ষিণের দুই সুপারস্টার ধনুশ ও বিজয়কান্তের বাড়িতে বম্ব রাখা আছে এমন হুমকি আসে ৷ ঘটনাটি ঘটে 2020 সালের 13 অক্টোবর ৷ এরপর বম্ব স্কোয়াড এসে তারকাদের বাড়িতে তল্লাশি চালায় ৷ জানা যায়, সেই হুমকি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে আসে ৷ এরপরেই তল্লাশি শুরু করে পুলিশ ৷ এছাড়াও এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জয় দত্ত, মুকেশ আম্বানির মতো ব্যক্তিরাও ৷

হায়দরাবাদ, 23 জানুয়ারি: লাইমলাইটে থাকা তারকাদের নিয়ে আগ্রহের শেষ নেই আমজনতার ৷ তাঁদের কাজ কখনও প্রশংসিত হয় আবার কখনও কোনও বিষয় নিয়ে তাঁরাই হন ট্রলিংয়ের শিকার ৷ এর মধ্যে অনেক তারকা আবার পড়েন রোষের মুখে ৷ পান প্রাণনাশের মতো হুমকিও ৷

সলমন খান, শাহরুখ খান বা বিক্রান্ত ম্যাসি ছাড়াও বলিউডে একাধিক তারকা রয়েছেন যাঁদের মৃত্যু হুমকি দেওয়া হয়েছে ৷ তালিকায় কারা কারা রয়েছেন, দেখে নেওয়া যাক একনজরে ৷

মিঠুন চক্রবর্তী- পাকিস্তানের ডন শাহজাদ ভাট্টি একটি ভিডিয়ো প্রকাশ করে ৷ দুবাইয়ে থাকা এই গ্যাংস্টার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুনকে প্রাণনাশের হুমকি দেয় ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে ৷ মিঠুনকে ক্ষমা চাওয়ার জন্য 10 থেকে 15 দিন সময় দেওয়া হয়েছিল ৷

অক্ষয় কুমার- রবি পুজারি নামে এক গ্যাংস্টারের থেকে হুমকি ফোন পান অক্ষয় কুমার ৷ তবে পুলিশের অনুমান সেই হুমকি ফোন আসলে প্রাঙ্ক কল ছিল ৷

অনুপম খের- 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির পর এক্স প্লাস ক্যাটাগরির নিরপত্তা পান অভিনেতা ৷ বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা করার কারণে প্রাণনাশের হুমকি পান অভিনেতা ৷

দীপিকা পাড়ুকোন- প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন একজন ৷ 'পদ্মাবত' ছবিতে তাঁর অভিনয়ের জন্য বিতর্ক তৈরি হয় ৷ মৃত্যু হুমকি দেওয়া হয় অভিনেত্রীকে ৷

সিদ্ধার্থ- 'রং দে বসন্তী' অভিনেতা সিদ্ধার্থ ৷ তিনি তামিলের জনপ্রিয় অভিনেতা ৷ অভিযোগ ওঠে বিজেপি তামিলনাড়ুর আইটি সেল থেকে অভিনেতার ফোন নম্বর ফাঁস করে দেওয়া হয় ৷ এরপর তাঁর পরিবারের সদস্যদের কাছে ধর্ষণ, শ্লীলতাহানি ও প্রাণনাশের মতো হুমকি আসতে থাকে ৷ 2021 সালের 29 এপ্রিল সোশাল মিডিয়ায় রাগে ফেটে পড়েন ৷ তিনি জানান, প্রতিটি ফোন কল তিনি রেকর্ড করে পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷

কঙ্গনা রানাওয়াত- অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াতকে প্রাণনাশের হুমকি আছে শিখ ধর্মাবলম্বীদের কাছ থেকে ৷ 'এমারজেন্সি' ছবির বিতর্কের কারণে তিনি হুমকি পান ৷

বিবেক ওবেরয়- সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় জানিয়েছেন তিনি আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পেয়েছেন ৷ এমনকী, তাঁর পরিবারকেও টার্গেট করা হয় বলে জানান তিনি ৷

ধনুশ ও বিজয়কান্ত- দক্ষিণের দুই সুপারস্টার ধনুশ ও বিজয়কান্তের বাড়িতে বম্ব রাখা আছে এমন হুমকি আসে ৷ ঘটনাটি ঘটে 2020 সালের 13 অক্টোবর ৷ এরপর বম্ব স্কোয়াড এসে তারকাদের বাড়িতে তল্লাশি চালায় ৷ জানা যায়, সেই হুমকি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে আসে ৷ এরপরেই তল্লাশি শুরু করে পুলিশ ৷ এছাড়াও এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জয় দত্ত, মুকেশ আম্বানির মতো ব্যক্তিরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.