ETV Bharat / entertainment

'ফলোয়ার্স' বাড়ালেই কেল্লাফতে ? কোন ফাঁদে পা সোহিনীর ? - FOLLOWERS SERIES TRAILER

সোশাল মিডিয়ায় যাঁর অনুরাগী বেশি সে বড় তারকা ৷ 'ফলোয়ার্স' যেন একটা নেশার মতো শব্দ ৷ প্রভাবিত করছে সমাজকে ৷ 'ফলোয়ার্স'দের গল্প সোশাল মিডিয়ায় ৷

Followers bengali series trailer out
ফলোয়ার্স বাড়াতে কোন ফাঁদে পা সোহিনীর ? (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 23, 2025, 2:28 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: শাহরুখ খান থেকে বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারকাদের অনুরাগী থাকাটা স্বাভাবিক ৷ কিন্তু সোশাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের দুনিয়ায় এখন সবাই তারকা ৷ আট থেকে আশি ছয় ইঞ্চির স্ক্রিনে খেল দেখাতে ব্য়স্ত ৷ আজকাল ঘরে ঘরে তৈরি হওয়া সেলেব্রিটিরা আসলে যেন ব্যস্ত ফলোয়ার্স বাড়াতে ৷

যেখানে জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হচ্ছে না এই জেনারেশন ৷ সমাজ ও যুব সমাজের ওপর কতটা প্রভাব ফেলছে ফলোয়ার্স বাড়ানোর চাপ ? ঠেলছে কোন অন্ধকারের দিকে তারই গল্প এবার সিরিজে ৷ প্রকাশ্যে রাজদীপ ঘোষ পরিচালিত 'অ্যাট দ্য রেট ফলোয়ার্স'(@ Followers) সিরিজের ট্রেলার ৷ কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ অম্লান মজুমদারের লেখা ৷ অনুষ্ঠানে বসেছিল তারকাদের হাট ৷

অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, "ফলোয়ার্স ফলোয়ার্স করে সকলের মধ্যে উন্মাদনা চলছে ৷ এই গোল বা লক্ষ্য থাকা ভালো কিন্তু যেন তেন প্রকারেণতে সমস্যা দেখা দিয়েছে ৷ যার জন্য নানান রকম পদ্ধতি ফলো করা হচ্ছে যেটা আমাদের খারাপ দিকে নিয়ে যাচ্ছে ৷ তখন নকিংটা রাখতে হয় ৷ এটা করা উচিত নয় এটা বারবার মনে করাতে হয় ৷ একজন শিল্পী হিসাবে সিরিজের মাধ্যমে সেই দায়িত্ব পালন করেছি ৷"

Followers bengali series trailer out
শান্তিলাল মুখোপাধ্যায় (PR Handout)

সোহিনী বলেন, "ঠিক ফলোয়ার্সদের দিকে নজর থাকে এটা বলব না ৷ তবে সোশাল মিডিয়ায় অবশ্যই নজর থাকে ৷ কী কী কাজ করছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেই সব আপডেট আমি আমার ফলোয়ার্সদের দিতে পছন্দ করি ৷ তাই সোশাল মিডিয়া নিয়ে মেতে থাকি ৷ আসলে এটা সবার জীবনে চলতে থাকে ৷ আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যে বিষয় নিয়ে সেটা সোশাল মিডিয়া ফলোসার্সদের নিয়েই ৷ সবকিছু যেমন খুব বেশি ভালো নয়, সবকিছুর একটা খারাপ দিকও আছে ৷ সেটাই তুলে ধরা হয়েছে এখানে ৷"

Followers bengali series trailer out
ট্রেলার লঞ্চ অনুষ্ঠান (PR Handout)

গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় ও সোহিনী গুহ রায় ছাড়াও রয়েছেন অম্লান মজুমদার, সামিউল আলাম এবং স্যান্ডি ৷ প্রযোজনা করেছে স্কাইপ্যানস কমিউনিকেশনস ৷ সিরিজে আবহ সঙ্গীতের আয়োজনে প্রাঞ্জল দাস ৷ সিরিজের গল্প কিছুটা এই রকম-জনপ্রিয় 'লক্ষ্মী' সিরিয়ালের সুপারহিট নায়িকা "লক্ষ্মী," ওরফে হিয়া ফলোয়ার্স বাড়াতে বোল্ড শুট থেকে রিলস-এর মতো শর্টকাট পদ্ধতি নেয় ৷ সোশাল মিডিয়ায় অনুরাগী বাড়িতে মরিয়া লক্ষ্মী অর্থাৎ সোহিনী মানুষের আবেগ নিয়ে খেলতে যায় ৷ নিজেকে মৃত বলে ঘোষণা করে আরও এক বন্ধুর সহায়তায় ৷ কিন্তু সত্যি সত্যিই সে খুন হয় ৷ মাঠে নামেন লোকাল থানার ওসি অনুকূল বর্মন অর্থাৎ শান্তিলাল ৷

আধুনিক ডিজিটাল দুনিয়া থেকে সহস্র যোজন দূরে থাকা অনুকূল কি পারবে খুনের কিনারা করতে? কে খুনি? হিয়ার সান্নিধ্যে থাকা মানুষজন নাকি ইন্টারনেটে লুকিয়ে থাকা অন্য কোনও নাম? উত্তর জানা যাবে ক্লিক ওটিটিতে নতুন ওয়েব সিরিজ 'অ্যাট দ্য রেট ফলোয়ার্স' (@ Followers) ৷

হায়দরাবাদ, 23 জানুয়ারি: শাহরুখ খান থেকে বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারকাদের অনুরাগী থাকাটা স্বাভাবিক ৷ কিন্তু সোশাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের দুনিয়ায় এখন সবাই তারকা ৷ আট থেকে আশি ছয় ইঞ্চির স্ক্রিনে খেল দেখাতে ব্য়স্ত ৷ আজকাল ঘরে ঘরে তৈরি হওয়া সেলেব্রিটিরা আসলে যেন ব্যস্ত ফলোয়ার্স বাড়াতে ৷

যেখানে জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হচ্ছে না এই জেনারেশন ৷ সমাজ ও যুব সমাজের ওপর কতটা প্রভাব ফেলছে ফলোয়ার্স বাড়ানোর চাপ ? ঠেলছে কোন অন্ধকারের দিকে তারই গল্প এবার সিরিজে ৷ প্রকাশ্যে রাজদীপ ঘোষ পরিচালিত 'অ্যাট দ্য রেট ফলোয়ার্স'(@ Followers) সিরিজের ট্রেলার ৷ কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ অম্লান মজুমদারের লেখা ৷ অনুষ্ঠানে বসেছিল তারকাদের হাট ৷

অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, "ফলোয়ার্স ফলোয়ার্স করে সকলের মধ্যে উন্মাদনা চলছে ৷ এই গোল বা লক্ষ্য থাকা ভালো কিন্তু যেন তেন প্রকারেণতে সমস্যা দেখা দিয়েছে ৷ যার জন্য নানান রকম পদ্ধতি ফলো করা হচ্ছে যেটা আমাদের খারাপ দিকে নিয়ে যাচ্ছে ৷ তখন নকিংটা রাখতে হয় ৷ এটা করা উচিত নয় এটা বারবার মনে করাতে হয় ৷ একজন শিল্পী হিসাবে সিরিজের মাধ্যমে সেই দায়িত্ব পালন করেছি ৷"

Followers bengali series trailer out
শান্তিলাল মুখোপাধ্যায় (PR Handout)

সোহিনী বলেন, "ঠিক ফলোয়ার্সদের দিকে নজর থাকে এটা বলব না ৷ তবে সোশাল মিডিয়ায় অবশ্যই নজর থাকে ৷ কী কী কাজ করছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেই সব আপডেট আমি আমার ফলোয়ার্সদের দিতে পছন্দ করি ৷ তাই সোশাল মিডিয়া নিয়ে মেতে থাকি ৷ আসলে এটা সবার জীবনে চলতে থাকে ৷ আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যে বিষয় নিয়ে সেটা সোশাল মিডিয়া ফলোসার্সদের নিয়েই ৷ সবকিছু যেমন খুব বেশি ভালো নয়, সবকিছুর একটা খারাপ দিকও আছে ৷ সেটাই তুলে ধরা হয়েছে এখানে ৷"

Followers bengali series trailer out
ট্রেলার লঞ্চ অনুষ্ঠান (PR Handout)

গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় ও সোহিনী গুহ রায় ছাড়াও রয়েছেন অম্লান মজুমদার, সামিউল আলাম এবং স্যান্ডি ৷ প্রযোজনা করেছে স্কাইপ্যানস কমিউনিকেশনস ৷ সিরিজে আবহ সঙ্গীতের আয়োজনে প্রাঞ্জল দাস ৷ সিরিজের গল্প কিছুটা এই রকম-জনপ্রিয় 'লক্ষ্মী' সিরিয়ালের সুপারহিট নায়িকা "লক্ষ্মী," ওরফে হিয়া ফলোয়ার্স বাড়াতে বোল্ড শুট থেকে রিলস-এর মতো শর্টকাট পদ্ধতি নেয় ৷ সোশাল মিডিয়ায় অনুরাগী বাড়িতে মরিয়া লক্ষ্মী অর্থাৎ সোহিনী মানুষের আবেগ নিয়ে খেলতে যায় ৷ নিজেকে মৃত বলে ঘোষণা করে আরও এক বন্ধুর সহায়তায় ৷ কিন্তু সত্যি সত্যিই সে খুন হয় ৷ মাঠে নামেন লোকাল থানার ওসি অনুকূল বর্মন অর্থাৎ শান্তিলাল ৷

আধুনিক ডিজিটাল দুনিয়া থেকে সহস্র যোজন দূরে থাকা অনুকূল কি পারবে খুনের কিনারা করতে? কে খুনি? হিয়ার সান্নিধ্যে থাকা মানুষজন নাকি ইন্টারনেটে লুকিয়ে থাকা অন্য কোনও নাম? উত্তর জানা যাবে ক্লিক ওটিটিতে নতুন ওয়েব সিরিজ 'অ্যাট দ্য রেট ফলোয়ার্স' (@ Followers) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.