কলকাতা, 18 অক্টোবর:প্রতি বছরই লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে মহানায়ক উত্তম কুমারের পরিবার। মহানায়কের 46এ, হরিশ মুখার্জি রোডের (ভবানীপুরের) বাড়ির বর্তমান প্রজন্মই এখন কোমর বেঁধে সব সামলে নেয় । পৌরহিত্য করেন মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় । সঙ্গতে গৌরব-জায়া দেবলীনা কুমার । এ বছর 74-এ পা দিল মহানায়কের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো । প্রতিবারের মতো এবারেও সব রীতি মেনেই পুজো হল বলে জানালেন মহানায়কের নাত-বৌ দেবলীনা কুমার ।
উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপ্রতিমা ঘিরে এক বড় ইতিহাস আছে । মহানায়কের ভবানীপুরের বাড়ির দেবী তাঁর স্ত্রী গৌরীরূপী । শোনা যায়, ‘যদুভট্ট’ ছবির শুটিংয়ে মূর্তি গড়ছিলেন নিরঞ্জন পাল । শুটিং ফ্লোরের পাশ দিয়ে যাওয়ার সময়ে সেই দৃশ্য চোখে পড়ে উত্তম কুমারের । তিনি শিল্পীকে বাড়িতে ডাকেন লক্ষ্মীপ্রতিমা গড়ার বায়না দেবেন বলে । শিল্পী বাড়িতে পৌঁছে উত্তম কুমারের খোঁজ করতে গিয়ে দেখেন, গৌরীদেবী ঘর মুছছেন । তিনি ঘোমটার ফাঁক থেকে এক ঝলক তাকিয়ে শিল্পীকে বসতে বলার পর উত্তম কুমারকে ডেকে দেন । কিন্তু ওই মুহূর্তেই শিল্পীর চোখে মা লক্ষ্মীর ছবি আঁকা হয়ে যায় । তিনি ছাঁচ ভেঙে গৌরীদেবীর মুখের আদলে লক্ষ্মীমূর্তি গড়েন । আজও প্রতিমার মুখের গড়নে সেই চেনা ছাপ । যা ভাঙতে দেয়নি এই প্রজন্মও ।
1950 সালে ছেলে গৌতমের জন্মের বছরেই মহানায়ক উত্তম কুমার বাড়িতে এই লক্ষ্মীপুজো শুরু করেন । শোনা যায়, অভিনেতা ছবি বিশ্বাসের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো দেখেই নাকি উত্তম কুমারের সাধ হয় নিজের বাড়িতেও দেবীর পুজো করবেন । ওই সময় স্টুডিয়ো পাড়া থেকে আর্ট ডিরেক্টর এসে আলপনা দিতেন ।