হায়দরাবাদ, 24 এপ্রিল: কান ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাড়ছে পুনে এফটিআইআই-এর পড়ুয়ারা ৷ পায়েল কাপাডিয়া ও মৈসম আলির পর এবার এফটিআইআই চার পড়ুয়ার মিলিত প্রয়াসে তৈরি শর্ট ফিল্ম জায়গা পেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ লা সিনেফ প্রতিযোগিতামূলক বিভাগে (La Cinef Competitive section) জায়গা পেল 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্যা ফার্স্ট ওয়ানস টু নো', যা যে কোনও ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে গর্বের বিষয় ৷
এফটিআইআই-এর তরফে সোশাল মিডিয়ায় খুশির এই খবর শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "সকলের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে ভালো লাগছে যে এখানকার ওয়ান-ইয়ার স্টুডেন্ট উইং ছবি সানফ্লাওয়ার্স ওয়্যার দ্যা ফার্স্ট ওয়ানস টু নো, 77তম কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ৷ 2 হাজার 263টি ছবির মধ্যে মোট 18টি শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে ৷ যার মধ্যে রয়েছে এই ছোট ছবিও ৷ পরিচালনার সঙ্গে যুক্ত চার পড়ুয়া হলেন চিদানন্দ নায়েক (পরিচালক), সূরজ ঠাকুর (ক্যামেরা), মনোজ ভি (এডিটিং), ও অভিষেক কদম (সাউন্ড) ৷"
77তম কান চলচ্চিত্র উৎসবে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের তিন প্রতিভাবান ছাত্র কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় নেমেছেন ৷ প্রত্যেকই পরিচালক হওয়ার কোর্স নিয়ে পড়াশোনা করছেন ৷ এঁরাই একত্রে 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো' ছোট ছবি বানিয়েছেন যা জায়গা করে নিয়েছে লা সিনেফ প্রতিযোগিতায় ৷ পরিচালক চিদানন্দ এস নাইকের নাম পরিচালক হিসাবে সামনে এসেছে ৷ জানা গিয়েছে 2024-এর কান চলচ্চিত্র উৎসবে 'লা সিনেফ' পুরস্কারের জন্য আরও 17টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করছে এই ছবিটি ৷
মূলত এই শর্ট ফিল্মে দেখানো হয়েছে একজন বয়স্ক মহিলাকে, যাঁর পরিবার তাঁকে ছেড়ে চলে গিয়েছে ৷ দিন যাপনের জন্য তিনি গ্রামে মোরগ চুরি করতে থাকেন ৷ যার ফলে নানা সমস্যা দেখা দেয় গ্রামে ৷ মূলত, এই বিভাগে নির্বাচিত হওয়া সহজ ছিল না ৷ বিশ্বজুড়ে বিভিন্ন সিনেমা শিক্ষা প্রতিষ্ঠআনগুলি থেকে 2 হাজারের বেশি ছবি জমা পড়েছিল ৷ তার মধ্য থেকে এফটিআইআই-এর চার পড়ুয়ার এই শর্ট ফিল্ম আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা করে নেয় ৷