কলকাতা, 27 জুলাই: মিটল না সমস্যা। ফেডারেশনের থেকে ছাড়পত্র পেলেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায়। শনিবার সকলকে নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বৈঠকে বসেন ৷ রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ সেন, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন-সহ আরও অনেকে ৷ ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তিনমাসের কর্মবিরতির যে সিদ্ধান্ত ফেডারেশনের তরফে নেওয়া হয়েছে তার অনড় হবে না ৷ এই ঘটনায় "আমরা সকলে অপমানিত" বলে জানানো হয়েছে ডিরেক্টরস গিল্ডের তরফে ৷ পাশাপাশি এদিন শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আসেননি কোনও টেকনিশিয়ান।
রাজ চক্রবর্তী বলেন, "এটা খুবই অপমানজনক বিষয় ৷ আজকে টেকনিশিয়ানের কেউ এলেন না ৷ শুটিং বন্ধ থাকল ৷ এরপর যদি পরিচালক না আসেন, তাহলে শুটিং হবে তো? এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না ৷" দীর্ঘ বিতর্কের পর এদিন মুখ খোলেন পরিচালক রাহুলও ৷ তিনি বলেন, "আমি একটা শান্ত-সুষ্ঠ পরিবেশে শুটিং করতে চাই৷ আমার সিনিয়ররা রয়েছেন ৷ তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে চলা হবে ৷"
এদিন, 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া-র পক্ষ থেকে রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরল না 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া' ৷ শুক্রবার দুপুরেই ডিরেক্টর্স গিল্ডের তরফে আসা একটি বিবৃতিতে জানানো হয়েছিল, পরিচালক রাহুলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের কর্মবিরতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।