পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'কাজ নেই! কেশসজ্জা শিল্পী মিথ্যা বলেছেন...', দাবি ফেডারেশনের - Federation Press Release - FEDERATION PRESS RELEASE

Federation on Hair Stylist attempts Suicide: কেশসজ্জা শিল্পীর আত্মহননের প্রচেষ্টার পর ফের একবার ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ডিরেক্টর্স গিল্ড ৷ সাংবাদিক সম্মেলনের পর বিবৃতি জারি করে সরব ফেডারেশন ৷

Federation on Hair Stylist attempts Suicide
ফেডারেশনের বিবৃতি প্রকাশ্যে (ইটিভি ভারত/সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 25, 2024, 1:37 PM IST

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: কেশসজ্জা শিল্পী তাঁর কাজ ছিনিয়ে নেওয়ার বা কাজ না পাওয়ার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ 'মিথ্যা'! বুধবার ফেডারেশনের তরফে এমন বিবৃতি প্রকাশ পেতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে ৷ সম্প্রতি আর্থিক অস্বচ্ছলতার কারণে টলিউডে কেশসজ্জা শিল্পীর আত্মহননের প্রচেষ্টার পর জল ক্রমশ ঘোলা হচ্ছে ৷ অভিযোগের তীর ওঠে ফেডারেশনের বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে ৷ এরপর ফেডারেশনের তুঘলকী শাসনের অবসান চেয়ে সাংবাদিক সম্মেলনে সরব হন ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা ৷ পাল্টা বিভিন্ন অভিযোগের প্রমাণ চেয়ে সরব ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও ৷

এদিন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (Federation of Cine Technicians and Workers of Eastern India) তরফে এক বিবৃতি জারি করা হয়েছে ৷ স্পষ্ট জানানো হয়েছে, কেশসজ্জা শিল্পীর হাতে কাজ ছিল, তার নির্দিষ্ট প্রমাণ তাঁদের কাছে রয়েছে ৷ বিবৃতিতে লেখা হয়....

Cine & Video Hair Stylist Association এর বিবৃতি।

  • "এ রাজ্যের সকল সিনেমা, টেলিভিশন, ওটিটি, শর্ট ফিল্ম ও বিজ্ঞাপন নির্মাতাদের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী ও শিল্পীবৃন্দ ও আমাদের আপামর ভালোবাসার দর্শকবৃন্দ ও সাধারণ মানুষকে কিছু তথ্য জানানো অত্যন্ত প্রয়োজনীয়। জল আমাদের মাথার উপর দিয়ে গড়িয়ে গিয়ে যখন প্রায় আমাদের মেরে ফেলেছিল সেই অবস্থায় আমরা সঙঘবদ্ধ হয়ে বাঁচার চেষ্টা করেছি। কিরকম আসুন একটু জানি।"
  • "কয়েকদিন আগে আমাদেরই এক সহকর্মী এক কেশসজ্জা শিল্পী আত্মহননের প্রচেষ্টা করেন। যা অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক। কিন্তু যে দাবি করা হচ্ছে যে তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল তা ঠিক নয়। এছাড়াও দাবি করা হয় তাকে কোনরকম কোন কাজ করতে দেওয়া হচ্ছিল না। কিন্তু আমরা প্রমানসহ বলতে পারি কি কি কাজ বর্তমানে তিনি করছিলেন। আমাদের কোন সহকর্মী যদি নিজের প্রচেষ্টায় কোন কাজ যোগাড় করেন তা কেড়ে নেওয়া আমাদের কাজ নয় বা এরকম আমরা করি না।"
  • নারী সুরক্ষা নিয়ে যদি এতই চিন্তা তাহলে আমাদের যারা মহিলা জুনিয়র আর্টিস্ট ও কো-আর্টিস্ট তাদের কথা কোনও দিন ভেবেছেন? Shooting spot-এ তারা কোথায় বাথরুম ব্যবহার করেন, কোথায় পোশাক পরিবর্তন করেন কোনও দিন খোঁজ নিয়ে দেখেছেন? আমাদের hairstylist-দের ব্যবহারের জন্য কোনো বাথরুম থাকে না। মেকআপ রুম থাকলেও সেখানে আমাদের বসতে পর্যন্ত দেওয়া হয় না। আমরা রোদে, বৃষ্টিতে বাইরে কি ভাবে সারাদিন থাকি কোনও দিন একটু খোঁজ নিয়েছেন? সব টাই আপনাদের কুমিরের কান্না।
  • আপনারা প্রশ্ন তুলেছেন যে ফেডারেশন কি? ফেডারেশন তো শুধুমাত্র একটি ট্রেড ইউনিয়ন। আমরা বলছি ফেডারেশন আমাদের কাছে কি? ফেডারেশন আমাদের কাছে আমাদের শক্তি। আমাদের কাছে ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে কাজ করার চাবিকাঠি । দিনের পর দিন যে অমানবিক খাটুনি আমাদের দিয়ে করানো হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্তম্ভ। আমাদের আবেগ। কারণ আমরা জানি ফেডারেশন ছাড়া কেউ নেই যারা আমাদের কথা বলবে। তা এতদিনে প্রমাণিত।
  • তখন আপনারা কোথায় ছিলেন যখন আমাদের দিয়ে 20 ঘন্টা, 22 ঘন্টা, 26 ঘন্টা একনাগাড়ে কাজ করানো হত। যখন আপনাদের পারিশ্রমিক তো মিটিয়ে দিত কিন্তু আমাদের মতো কলাকুশলীদের পারিশ্রমিক আটকে দিত বা না দিয়ে পালিয়ে যেত। করোনা পরিস্থিতিতে যখন আমাদের সংসার চলছিল না। স্যার তখন আপনারা ছিলেন না। ছিল এই ফেডারেশন। আপনারা নিজেরাও তো নিজেদের সুপিরিয়োরিটি কমপ্লেক্সকে স্যাটিসফাই করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার করেন।আমরা সেই অপমানগুলো ভুলিনি। আমরা ইন্ডাস্ট্রির সফট টার্গেট যাই হোক না কেন আমাদের উপর দাগিয়ে দেওয়া হয়। কিন্তু ভুলে যাবেন না। আমরাও শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পাই তাই মাথা নীচু করে কাজ করার কোন প্রশ্নই আসে না।
  • আর এই কারণেই ফেডারেশনকে কলুষিত করার আপনাদের এত প্রচেষ্টা। আপনাদের এত গাত্রদাহ। "তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!" শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার-অবিচার সে আগেও ছিল আজও আছে। তবে এরপর আর যাতে না থাকে সেই বিষয়ে আমরা লড়াই চালিয়ে যাব।

ABOUT THE AUTHOR

...view details