পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কেন সিনেমায় বিনোদিনী, কেন রুক্মিণী ? খোলামেলা আড্ডায় পরিচালক - BINODIINI EKTI NATIR UPAKHYAN

'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' মুক্তির ঠিক আগে ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ।

ETV BHARAT
খোলামেলা আড্ডায় পরিচালক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 23, 2025, 7:58 PM IST

Updated : Jan 23, 2025, 8:05 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: 23 জানুয়ারি মুক্তি পেল 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান'। তার আগে সিনেমা নিয়ে ইটিভি ভারতের সঙ্গে বিস্তর আড্ডা দিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় । কেন বিনোদিনী দেবীকে দিয়েই বাংলা সিনেমায় যাত্রা শুরু করলেন তিনি ? কেনই বা বিনোদিনীকে বেছে নিলেন প্রথম ছবির বিষয় হিসেবে, আর কেনই বা রুক্মিণী মৈত্রকেই বেছে নিলেন বিনোদিনী হিসেবে ? এহেন বহু প্রশ্নের উত্তর দিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ।

বাংলার সিনেপ্রেমীদের একটু অন্য ধারার ছবি উপহার দিতে চেয়েছিলেন রামকমল মুখোপাধ্যায় । আর তাই 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান'। পরিচালক বলেন, "আমি এমন একটা বিষয় নিয়ে বাংলা ছবি বানাতে চেয়েছিলাম যেটা হিন্দিতে করা যাবে না । বিনোদিনী তেমনই এক চরিত্র, যিনি একজন বাঙালি এবং সেই সময়ে তাঁর পাশাপাশি যাঁরা রয়েছেন তাঁরা এক একজন মহর্ষি । ফলে, তাঁদের ভাষা, তাঁদের ব্যাপ্তি বাংলাতে দেখানো ছাড়া অসম্ভব ।"

খোলামেলা আড্ডায় বিনোদিনীর পরিচালক রামকমল মুখোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো)

তিনি আরও বলেন, "আমি ইতিহাসের ছাত্র । ঐতিহাসিক ছবি দেখতে আমি ভালোবাসি । ইতিহাসের কত গল্প, কত চরিত্র অপেক্ষা করে আছে পর্দায় আসার জন্য । কিন্তু বাংলায় কেন জানি না ইতিহাস নির্ভর ছবি বানানো বন্ধই হয়ে গিয়েছে । অথচ সেটা দক্ষিণী ছবিতে, হিন্দি ছবিতে চলছে । বাংলাতে যখন উত্তম-সুচিত্রার কমার্শিয়াল ছবি চলত, 'সপ্তপদী', 'হারানো সুর' যখন সিনেমা হলে চলছে, তখন কিন্তু অন্য ধারার ছবি 'সতীর দেহত্যাগ', 'বেহুলা লখিন্দর', ' রাজা রামমোহন রায়', 'ভগিনী নিবেদিতা'ও চলেছে পাশাপাশি । কোথায় গেল সেই চলটা ? মারাঠিতে প্রতি বছর দুটো করে শিবাজিকে নিয়ে ছবি হয় । কই কেউ তো বিরক্ত হয় না । তা হলে এখানে কেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, বীণা দাসকে নিয়ে ছবি হবে না ? তাঁরা তো বাংলার নবজাগরণের সঙ্গে জড়িত ছিলেন ৷"

রুক্মিণী মৈত্রকেই কেন বেছে নেওয়া ? এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, "আমি যেভাবে বিনোদিনীকে দেখাতে চেয়েছি সেটা আমার কল্পনার মধ্যে ছিল । আর সেই কল্পনায় রুক্মিণীই ছিল । বিনোদিনী দেবী একজন স্পষ্টবক্তা, স্বতন্ত্র নারী ছিলেন । সেই সময়ে দাঁড়িয়ে অনেক কিছুর পরিবর্তন করেছেন । রুক্মিণীও স্পষ্টবাদী, সাহিত্যপ্রেমী, গানটা বোঝে, শিক্ষা আছে । বিনোদিনী ওর মধ্যে ছিলই । তাই রুক্মিণীই বিনোদিনী হয়েছে এই ছবিতে ।"

কলকাতাতেই হয়েছে ছবির শুটিং । পুরনো কলকাতাকে ভারতলক্ষ্মীতে গড়ে তুলেছিলেন আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী । মুদি দোকান থেকে, কলসীর দোকান, বাজার সব সেখানেই গড়ে তোলা হয়েছিল বলে জানান পরিচালক । বিপুল সাড়া মিলেছে এর তিনটি গানে ।

স্টার থিয়েটারটিকে বিনোদিনী থিয়েটার করার নেপথ্যে অনেক ভূমিকা ছিল রুক্মিণীর । 'বিনোদিনী থিয়েটার' করার জন্য পাঁচ পাতার চিঠি লেখেন রুক্মিণী মৈত্র । চিঠির মাধ্যমে অনুরোধ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । রামকমল বলেন, "আমরা সাধারণ নাগরিক । আমরা অনুরোধ করেছিলাম মাত্র । রুক্মিণী পাঁচ পাতার চিঠি লিখেছিল । ওট খুব দরকার ছিল । এরপর অনেক পেপার ঘেঁটে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে 'স্টার থিয়েটার'-এর নতুন নামকরণ । এখন 'বিনোদিনী থিয়েটার' হয়ে গিয়েছে ।"

Last Updated : Jan 23, 2025, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details