পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KIFF 2024: চলচ্চিত্র উৎসবের আরেক আকর্ষণ অবিকল 'রবি' সোমনাথ ভদ্র - KIFF 2024

অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে সিনেপ্রেমী সোমনাথ ভদ্র চলচ্চিত্র উৎসবের আরেক আকর্ষণ ৷ প্রতি বছরের মতো এইবছরও তাঁর সঙ্গে সেলফি তোলেন অনেকে ৷

Etv Bharat
চলচ্চিত্র উৎসবের আরেক আকর্ষণ সোমনাথ ভদ্র (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 8, 2024, 6:11 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: নাম তাঁর সোমনাথ ভদ্র। দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো । পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণের মতো দিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তাঁকে দেখে, তাঁর সঙ্গে ছবি তোলেন না এমন মানুষ কম। আসল কবিগুরুকে দেখার ভাগ্য তো হয়নি অনেক অনেক প্রজন্মের। তাই সোমনাথ ভদ্রকে দেখে অনেকেই দুধের সাধ ঘোলে মেটান।

প্রথমদিকে ব্যাপারটা এখন গা সওয়া হয়ে গেছে বলে ইটিভি ভারতকে জানান তিনি। সিনেপ্রেমী সোমনাথ ভদ্র বলেন, "25 বৈশাখ বা বাইশে শ্রাবণে আমাকে নিয়ে যেভাবে টানাটানি হয় এখানে সেটা নেই ৷ সকলে সিনেমা দেখতে আসছেন ৷ আমাকে দেখে অনেকে আবার সেলফিও তুলছেন ৷"

অবিকল 'রবি' সোমনাথ ভদ্র (ইটিভি ভারত)

কেমন লাগে এমন জনপ্রিয়তা? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টা সয়ে গিয়েছে তাঁর কাছে ৷ তাঁরও ভালো লাগে, তাই চলে আসেন ৷ ফিল্ম ফেস্টিভ্যালে আসেন সিনেমার টানে ৷ এর আগে তিনি দুটি ছবিতে কাজ করেছেন ৷ এমনকী, সিরিয়ালেও কাজ করেছেন ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত নন্দন চত্বরে আসছেন তিনি। ঘুরছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। কথায় আছে, "ঢেঁকি স্বর্গে গেলেও ৷ ধান ভাঙে"। সোমনাথ ভদ্র নন্দন চত্বরে এসেও জনতার আবদার মেটাচ্ছেন ।

তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে যাচ্ছে। কেউ কেউ আবার অবাক হয়ে দাঁড়িয়ে দেখছেন, দেখেই চলেছেন। বিষয়টা এখন আর নতুন লাগে না বলে জানান সোমনাথ ভদ্র। তবে, চলচ্চিত্র উৎসবে তিনিও যে অন্যতম এক আকর্ষণ হয়ে উঠেছেন তা বলাই যায়। তাঁর কথায়, "বেলা বাড়লে ভিড় বাড়ছে। সকালের দিকে ফাঁকা থাকছে নন্দন। লোকে দুপুরের পর থেকেই আসছে।"

ABOUT THE AUTHOR

...view details