পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

যৌন হেনস্তা নিয়ে মন্তব্যের জের, স্বরূপ বিশ্বাসকে মানহানির নোটিশ পরিচালকদের - Defamation notice to Swarup Biswas - DEFAMATION NOTICE TO SWARUP BISWAS

Defamation notice to Swarup Biswas: যৌন হেনস্তা নিয়ে তাঁর মন্তব্যের জেরে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠাল পরিচালকদের সংগঠন ৷ কী বলেছিলেন স্বরূপ বিশ্বাস ?

ETV BHARAT
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলার পরিচালকদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 15, 2024, 3:47 PM IST

Updated : Sep 15, 2024, 4:31 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর:আরজি করের ঘটনার পাশাপাশি বর্তমানে মাথাচাড়া দিয়েছে টলিপাড়ায় নারী নিগ্রহের ঘটনা । কখনও পরিচালক অরিন্দম শীল, তো কখনও প্রবীণ মেক আপ আর্টিস্টের নামে উঠেছে অভিযোগ । তবে সম্প্রতি 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র (FCTWEI) সভাপতি স্বরূপ বিশ্বাস এ বিষয়ে যা বলেছেন, তার জন্য তাঁকে মানহানির নোটিশ পাঠাল পরিচালকদের সংগঠন ৷

স্বরূপ বিশ্বাসের কোন মন্তব্যে আপত্তি ?

ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস সম্প্রতি বলেন, "যৌন হেনস্থার 60 শতাংশ অভিযোগ পরিচালকদের বিরুদ্ধেই রয়েছে ।" এই মন্তব্যের মধ্যে দিয়েই পরিচালক ও প্রযোজকদের মানহানি করা হয়েছে বলে অভিযোগ । এই মর্মে স্বরূপ বিশ্বাসকে নোটিশ পাঠিয়েছে ডিরেক্টর্স গিল্ড ।

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ডিরেক্টর্স গিল্ডের আরও অভিযোগ, তিনি নাকি সব পরিচালকেরা সংগঠনের সদস্য কি না সেই ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন । এখানেও ঘোর আপত্তি রয়েছে ডিরেক্টর্স গিল্ডের । তাদের দাবি, প্রত্যেক পরিচালকই এই সংগঠনের সদস্য । তাঁদের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সুব্রত সেন ।

পরিচালকদের স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ডিরেক্টরস গিল্ডের তরফে । যেখানে ইতিমধ্যেই স্বাক্ষর সেরে ফেলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সুব্রত সেন, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, অনুপ চক্রবর্তী, অদিতি রায়, প্রেমেন্দুবিকাশ চাকী, সৌরভ ভট্টাচার্য, রঞ্জন ঘোষ, প্রতিম দাশগুপ্ত, অঞ্জন দত্ত, অশোক বিশ্বনাথন, তথাগত মুখোপাধ্যায়, সৌমেন হালদার, অনিন্দ্য সরকার, সৌভিক কুণ্ডু, সুমন মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, অভিষেক সাহা, উৎসব মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

উল্লেখ্য, পরিচালকদের তরফে আইনজীবী সৌমাভ মুখোপাধ্যায় আইনি লড়াই লড়বেন । আইনি নোটিশ পাওয়ার পর এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে পরিচালক সংগঠনের তরফে জানিয়েছেন সুদেষ্ণা রায় । এ ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ স্বরূপ বিশ্বাস । তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার ৷

Last Updated : Sep 15, 2024, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details