পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কথা রাখলেন দেব, আসছে 'রঘু ডাকাত', প্রকাশ্যে মুক্তির সময় - DEV

বছর শুরুতেই খুশির খবর শোনালেন অভিনেতা দেব ৷ 'খাদান' ছবির সাফল্যের পর ঘোষণা করলেন নতুন ছবির ৷ আসছে 'রঘু ডাকাত' ৷

DEV
আসছে 'রঘু ডাকাত' (ফাইল ছবি)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 1, 2025, 9:26 AM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি: খাদান ছবির সাফল্য দিয়ে বছর শেষ করেছেন দেব ৷ প্রেক্ষাগৃহে এখনও দেব ম্যাজিক অব্যাহত ৷ তবে নতুন বছরে কথা রাখলেন দেব ৷ ঘোষণা করলেন তাঁর নতুন ছবি ৷ নতুন বছরের সকালে দর্শকদের দিলেন মন ভালো করা খবর ৷

সোমবার সাত সকালে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান দেব ৷ জানিয়ে দেন নতুন বছরে পুজোতে আসছে নতুন ছবি রঘু ডাকাত ৷ উঠে আসে 'রঘু ডাকাতে'-ছবির ঝলকও ৷ এদিন দেব পোস্টে লেখেন, "নতুন বছরের শুভেচ্ছা ৷ যেমন কথা দিয়েছিলাম, খাদান-এর পর আমি আমার নতুন কাজ নিয়ে আসছি ৷ পুজোয় আসছে রঘু ডাকাত ৷" চবিতে ধরা পড়েছে দেবের চরিত্রের ঝলক ৷

এই সিনেমা দেব ও এসভিএফ প্রযোজনা করছে ৷ 2021 সালে এই ছবির ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। ছবিতে ডাকাতের চরিত্রে দেবের আংশিক ঝলকও সামনে এসেছিল। কিন্তু কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। এর আগে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলন্দাজ ছবিতে কাজ করেছে দেব ৷ সেই ছবিও 2021 সালে দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। এবার সেই দুর্গা পুজোর আবহেই দেব সামনে আনছে তাঁর নতুন ছবি ৷

উল্লেখ্য, 20 ডিসেম্বর মুক্তি পেয়েছে 'খাদান' ৷ দেব, যীশু সেনগুপ্ত, বরখা বিস্ত ও ইধিকা পাল অভিনীত ছবি বক্সঅফিসে তরতরিয়ে এগোচ্ছে ৷ একাধিক প্রেক্ষাগৃহে হাউসফুল গিয়েছে এই ছবি ৷ এবার নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হতে চলেছেন দেব ৷ খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details