পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাফটা সেরে ফিরে মুম্বই বিমানবন্দরে স্টাইলিশ লুকে দীপিকা, ভিডিয়োয় মুগ্ধ ভক্তরা - দীপিকা পাড়ুকোন

Deepika Padukone Aces Stylish Airport Look: লন্ডনে বাফটার আসর থেকে ফিরে মুম্বই বিমানবন্দরে স্টাইলিশ লুকে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন ৷ তাঁর একটি ভিডিয়ো মুগ্ধ করেছে অনুরাগীদের ৷ দেখে নিন সেই ভিডিয়ো ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 1:58 PM IST

হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: লন্ডনে সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার মুম্বই ফিরলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন । সম্প্রতি মর্যাদাপূর্ণ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস 2024-এ উপস্থাপকের দায়িত্ব পালনের জন্য ব্রিটেনে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে স্টাইলিশ লুকে ধরা দিলেন বলিউডের 'মস্তানি' গার্ল ৷

ইনস্টাগ্রামে এক পাপারাৎজির হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দীপিকাকে নীল ক্যাজুয়াল অ্যাথলেজার পরে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে । তার উপর একটি ধূসর ওভারকোটে আরও মোহময়ী হয়ে উঠেছেন দীপিকা ৷ আলগা খোঁপা, চোখে কালো সানগ্লাস আর পায়ে সাদা স্নিকার্স - সবমিলিয়ে অনুরাগীদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন পিকু স্টার ৷

বাফটার আসরে দীপিকাকে সব্যসাচীর ডিজাইনে সোনালি-রুপোলি শাড়িতে মোহময়ী রূপে দেখা গিয়েছে ৷ গোটা শাড়ি ঝলমল করছিল চকচকে সিকোয়েন্সে ৷ দীপিকার প্রেজেন্টেশন মাথা ঘুরিয়ে গিয়েছে উপস্থিত সবার ৷ স্বপ্নিল চোখ, নামমাত্র মেকআপ, অগোছালো খোঁপা ও আকর্ষণীয় কানের দুলে গ্ল্যামারাস দেখাচ্ছিল দীপিকা পাড়ুকোনকে ৷

তাঁর সাম্প্রতিক অ্যাকশন-প্যাক থ্রিলার ফাইটারে দীপিকাকে হৃতিক রোশনের বিপরীতে দেখা গিয়েছে । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়ও অভিনয় করেছেন এবং ছবিটি প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে ৷

দীপিকার পরবর্তী কাজ সাই-ফাই অ্যাকশন ফিল্ম কলকি 2898 এডি ৷ এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে বাহুবলী স্টার প্রভাসকে ৷ নাগ অশ্বিন পরিচালিত ছবিটিতে অমিতাভ বচ্চনও অভিনয় করেছেন ৷ আগামী 9 মে ছবিটি মুক্তি পেতে চলেছে ৷ দীপিকার হাতে রয়েছে রোহিত শেঠির সিংঘম এগেইনও ৷ কপ ড্রামায় তাঁকে শক্তি শেঠির ভূমিকায় দেখা যাবে, যাকে রোহিত একবার "আমাদের পুলিশ মহাবিশ্বের সবচেয়ে নৃশংস এবং হিংস্র অফিসার" হিসাবে বর্ণনা করেছিলেন ।

আরও পড়ুন:

  1. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন
  2. পর্দায় অক্ষয়-টাইগারের 'ব্রোম্যান্স', প্রকাশ্যে 'বড়ে মিঞা ছোটে মিঞা'র টাইটেল ট্র্যাক
  3. 59 বছর বয়সে থামল পথচলা, প্রয়াত 'অনুপমা'খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং

ABOUT THE AUTHOR

...view details