হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: লন্ডনে সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার মুম্বই ফিরলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন । সম্প্রতি মর্যাদাপূর্ণ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস 2024-এ উপস্থাপকের দায়িত্ব পালনের জন্য ব্রিটেনে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে স্টাইলিশ লুকে ধরা দিলেন বলিউডের 'মস্তানি' গার্ল ৷
ইনস্টাগ্রামে এক পাপারাৎজির হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দীপিকাকে নীল ক্যাজুয়াল অ্যাথলেজার পরে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে । তার উপর একটি ধূসর ওভারকোটে আরও মোহময়ী হয়ে উঠেছেন দীপিকা ৷ আলগা খোঁপা, চোখে কালো সানগ্লাস আর পায়ে সাদা স্নিকার্স - সবমিলিয়ে অনুরাগীদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন পিকু স্টার ৷
বাফটার আসরে দীপিকাকে সব্যসাচীর ডিজাইনে সোনালি-রুপোলি শাড়িতে মোহময়ী রূপে দেখা গিয়েছে ৷ গোটা শাড়ি ঝলমল করছিল চকচকে সিকোয়েন্সে ৷ দীপিকার প্রেজেন্টেশন মাথা ঘুরিয়ে গিয়েছে উপস্থিত সবার ৷ স্বপ্নিল চোখ, নামমাত্র মেকআপ, অগোছালো খোঁপা ও আকর্ষণীয় কানের দুলে গ্ল্যামারাস দেখাচ্ছিল দীপিকা পাড়ুকোনকে ৷