হায়দরাবাদ, 3 জুলাই:মেয়ের বিয়ের ঠিক পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা ৷ ফলে তাঁর স্বাস্থ্য নিয়ে জোর জল্পনা চলছিল নানা মহলে ৷ তিনি সোফা থেকে পড়ে যাওয়ায় তাঁর অস্ত্রোপচার করতে হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে ৷ অবশেষে এই নিয়ে মুখ খুললেন আসানসোলের সাংসদ ৷ যাবতীয় জল্পনাকে উড়িয়ে শত্রুঘ্ন বললেন, "আরে ভাই, আমার অস্ত্রোপচার হয়েছে, আর আমিই জানি না ৷"
একটি নিউজ পোর্টালকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা বলেন শত্রুঘ্ন সিনহা ৷ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে প্রবীণ অভিনেতা জানান যে, নিয়মিত বার্ষিক ফুল-বডি চেকআপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তাঁর বয়স 60-এর বেশি, ফলে স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত বলে মত তাঁর ৷
শত্রুঘ্ন বলেন, "গত তিন মাস ধরে আমি আমার নির্বাচনী প্রচারের অংশ হিসাবে ক্রমাগত ভ্রমণ করেছি, এবং তার পরপরই মেয়ের বিয়ে হল । এখন আর আমার রক্ত গরম নয়, সক্রিয় যুবক নই ৷ একটা সময় আমি দিনে তিনটি শিফ্টে কাজ করতে পারতাম । তবে এখনও গভীর রাত পর্যন্ত পার্টি করার জন্য শক্তি এখনও আছে ৷"
তবে মেয়ে সোনাক্ষীর বিয়েতে তিনি যে দারুণ খুশি তাও জানান শত্রুঘ্ন ৷ তিনি বলেন, "সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে । সর্বশক্তিমানকে ধন্যবাদ, আমার মেয়ে এখন সুখী বিবাহিত । যাঁরা সুখী নয়, তাঁদের জন্য আমার কিছু বলার নেই ৷" তাঁর ছেলে লভের এই বিয়েতে হাজির না-হওয়া প্রসঙ্গে একথা বলেন শত্রুঘ্ন ৷ একটি সোশাল মিডিয়া পোস্টে লভ তাঁর সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে দেখা করবেন না বলেই তাঁর এই সিদ্ধান্ত ৷
সোনাক্ষী সিনহা 23 জুন মুম্বইতে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে দীর্ঘদিনের সঙ্গী জাহির ইকবালের সঙ্গে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ বিয়ের পর দাদরের বাস্তিয়ানে জমকালো রিসেপশনের আয়োজন করেন নবদম্পতি ৷ অভিনেতার আন্তঃধর্মীয় বিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল ৷ এই নিয়ে ট্রোলের মুখেও পড়তে হয় তাঁদের ৷ এই কারণে ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে কমেন্ট বিভাগে তালাও ঝুলিয়েছেন নবদম্পতি ৷