হায়দরাবাদ, 24 ডিসেম্বর:আরও একটা এফআইআর দায়ের অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে ৷ পাশাপাশি অভিযোগে নাম উঠে এসেছে 'পুষ্পা 2' ছবির পরিচালক সুকুমার ও প্রযোজকদের নাম ৷ রাচাকোন্ডা পুলিশ থানায় দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা চিন্তাপান্ডু নবীন ৷ তিনি বেশি পরিচিত থিনমার মাল্লান্না নামেই ৷
সোমবার এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে এই অভিযোগ সন্ধ্যা হলের ঘটনা নিয়ে নয় ৷ 'পুষ্পা 2: দ্য রুল' ছবিতে দেখানো বিশেষ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন কংগ্রেস নেতা ৷ অভিযোগে বলা হয়েছে, সিনেমায় পুলিশকে দুর্নীতির সঙ্গে জড়িত দেখানো হয়েছে ৷ শুধু তাই নয়, সিনেমায় একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে সুইমিং পুলে হিরো আল্লু অর্জুন অর্থাৎ পুষ্পারাজ প্রস্রাব করছেন একজন আইপিএস অফিসারের উপস্থিতিতে ৷ এই দৃশ্য পুলিশ কর্মীদের জন্য অপমানমূলক বলে অভিযোগে জানানো হয়েছে ৷