হায়দরাবাদ/কলকাতা, 19 নভেম্বর: অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা প্রয়াত ৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মুনমুন এখানে নেই ৷ ও দিল্লিতে আছে ৷ রাইমাও দিল্লিতে আছে ৷ এখানে রিয়া আছে ৷ ওদের বন্ধু-বান্ধব, আত্মীয়রা আছে ৷ পাড়া প্রতিবেশী আছে ৷ মুনমুন ইন্ডিগোর ফ্লাইটে আসবে ৷ এয়ারপোর্টে নামলেন ওকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করব ৷ মুনমুনের সঙ্গে কথা হয়েছে আমার ৷ ও বেচারা জানত না৷ "
মুখ্যমন্ত্রী আরও বলেন, "ভরত ভীষণ অমায়িক মানুষ ছিলেন ৷ আমাদের খুব ভালোবাসতেন ৷ ইটস আ গ্রেট লস ৷ ওঁর মৃত্যুর এমন কিছু বয়স হয়নি ৷ আকস্মিকভাবে ভরতের মৃত্যু হয়েছে ৷ শুনলাম স্ট্রোক হয়ে মারা গিয়েছেন ৷ ব্যক্তিগতভাবে আমার একজন শুভকাঙ্খী, আমার এক আত্মীয়কে হারালাম ৷ মুনমুন-রাইমা ফিরে আসুক ভালোভাবে ৷ আমি এখানে স্থানীয় কাউন্সিলর রাম ও বাবু বক্সীকে রেখে গেলাম ৷ দেবাশীষ রায়, মালা রায় সকলকে খবর দিয়েছি ৷ পুলিশকেও আমি বলে রেখেছি ৷ মুনমুন আসলে ওকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে ৷"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "সব ব্যবস্থা করে রাখা আছে ৷ মুনমুন আসলে ফোনে কথা বলব ওর সঙ্গে ৷" ভরত কি আগে অসুস্থ ছিলেন? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "সুগার ছিল জানি ৷ পরশু দিনও পার্টি করেছে এখানে ৷ সুতরাং, এমন কিছু অসুস্থ ছিলেন না ৷ হঠাৎ করে কাল রাতে হয়তো শরীরটা খারাপ করেছে ৷"