পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'রং বরসে...' হোলি সেলিব্রেশন তারকাদের, শুভেচ্ছা অনুরাগীদের - Celeb Holi Celebration - CELEB HOLI CELEBRATION

Bollywood Celeb Holi Celebration 2024: সকলেই মেতে উঠেছেন রঙের উৎসবে ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকার পাশাপাশি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷ প্রথমবার রঙের খেলায় মাতলে সিদ্ধার্থ-কিয়ারাও ৷

Celeb Holi Celebration
হোলি উদযাপন তারকাদের

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 12:56 PM IST

হায়দরাবাদ, 25 মার্চ: লেটস প্লে হোলি ৷ এই মুডেই এখন রয়েছেন ফিল্মি দুনিয়ার তারকারা ৷ সিনেপ্রেমী ও অনুরাগীদের দোল বা হোলির শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র তারকারা ৷ অকায়কে নিয়ে প্রথম দোল উৎসব যাপন করছেন অনুষ্কা শর্মা ৷ আলিয়া ভাট, সারা আলি খান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রামচরণ সকলকে জানিয়েছেন দোলের শুভেচ্ছা ৷ বিয়ের পর প্রথম দোল উদযাপন করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ৷

দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর প্রায় দুমাস সোশাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন না মা অনুষ্কা শর্মা ৷ দোলের শুভেচ্ছা নিয়ে তিনি ফিরলেন ভার্চুয়াল দুনিয়ায় ৷ 15 ফেব্রুয়ারি অনুষ্কা ও ক্রিকেটার বিরাট কোহলির ঘরে এসেছে পুত্র সন্তান অকায় ৷ জন্মের পাঁচদিন পর সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে তারকা দম্পতি ৷ তারপর থেকেই আর কোনও পোস্ট দেখা যায়নি অনুষ্কার ৷ হোলির দিন ইন্সটাগ্রাম স্টোরিজে গ্রাফিকাল পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন এনএইচ টেন অভিনেত্রী ৷

অন্যদিকে, 'পুষ্পা' স্টার আল্লু আর্জুন সোশাল হ্যান্ডেলে কালারফুল পোস্টার শেয়ার করেছেন ৷ সকলকে জানিয়েছেন হ্যাপি হোলি ৷ অন্যদিকে আলিয়া ভাটও একটি আকাশে রামধনু ওঠা একটি ছবি পোস্ট করেছেন ৷ পাশাপাশি অভিনেতা কার্তিক আরিয়ানও শুটিং সেট থেকে সকলকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ৷ সঙ্গে শেয়ার করেছেন 'ভুল ভুলাইয়া 2' শুটিং সেটের ছবিও ৷ যেখানে দেখা গিয়েছে ভোর পাঁচটা নাগাদ সেটের সকল ক্রু সদস্যরা হোলির উৎসবে মেতে উঠেছেন ৷ শুধু তাই নয়, সকলের পরনে ছিল 'ভুল ভুলাইয়া 2' লেখা পোশাক ৷

পাশাপাশি, কালারফুল শাড়ি পরে হোলির শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান ৷ অন্যদিকে, বিয়ের পর প্রথম দোল উদযাপন করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ৷ সিনেমার দিকে নজর দিলে কিছুদিন আগে অনুষ্কা শেষ করেছেন 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং ৷ 2018 সালে মুক্তি পাওয়া 'জিরো'-র পর আবারও অভিনেত্রীকে দেখা যাবে বড়পর্দায় ৷ আলিয়ার হাতে রয়েছে ফারহান আখতারের 'জী লে জারা' ৷ ছবির শুটিং যদিও এখনও শুরু হয়নি ৷ অন্যদিকে, দক্ষিণী তারকা অর্জুনের 'পুষ্পা 2' মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে ৷

ABOUT THE AUTHOR

...view details