হায়দরাবাদ, 5 নভেম্বর:ভারতীয় সঙ্গীত জগতে অনবদ্য শিল্পী ভূপেন হাজারিকা ৷ বাংলা, হিন্দি, আসামিজ-সহ একাধিক ভাষায় গানের জাদু তৈরি করেছে রূপকথা ৷ আজ শিল্পীর 13তম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা তাঁর অনবদ্য সৃষ্টি ৷ 1926 সালের 8 সেপ্টেম্বর অসমে জন্মগ্রহণ করেন কিংবদন্তী শিল্পী ৷ অত্যন্ত দরাজ গলার অধিকারী শিল্পী প্রথমে অসমীয়া চলচ্চিত্র সঙ্গীত জগতে প্রবেশ করেন ৷
এরপর ধীরে ধীরে বাংলা ও হিন্দি গানরে জগতে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে ৷ 'আজ জীবন খুঁজে পাবি', 'আমি এক যাযাবর', 'গঙ্গা আমার মা', 'হে দোলা হো দোলা', 'সাগর সঙ্গমে', 'বিস্তীর্ণ দুপারে'-র মতো একাধিক গান আজও শিহরণ তোলে শ্রোতাদের মনে ৷
1993 সালে মুক্তি পায় 'রুদালি' ৷ ছবিতে 'দিল হুম হুম করে' গান আজও সমান জনপ্রিয় ৷ শিল্পীর গান প্রায়শই দুঃখ, স্থিতিস্থাপকতা এবং মানবতার চেতনাকে উদযাপন করে ৷ আসলে এই গানটা এসেছে হাজারিকার আসামীজ গান 'বুকু হম হম করে' থেকে ৷ 'রুদালি'র পরিচালক কল্পনা লাজমি ছবির চিত্রনাট্য অনুযায়ী এর হিন্দি ভার্সন সিনেমায় ব্যবহার করেন ৷ হিন্দি গানের কথা লেখেন গুলজার ৷ গানে 'হম হম'-এর জায়গায় গুলজার ব্যবহার করেন 'হুম হুম' ৷ এই গানে ছবিতে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে ৷